নটর ডেম আউটওয়ার্ড বাউন্ড অ্যাডভেঞ্চার ক্লাব প্রতিবছরের মতো এবারও আয়োজন করতে যাচ্ছে ন্যাশনাল অ্যাডভেঞ্চার ফেস্টিভ্যাল (এনএএফ)। আগামী ৩ ও ৪ মে নটর ডেম কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে এই উৎসব।
এবার এই উৎসবের সপ্তম আসর। ১২০টি প্রতিষ্ঠানের দুই হাজারের বেশি শিক্ষার্থী এই উৎসবে অংশগ্রহণ করবে। ৫টি একক, ৩টি দলগত আয়োজনসহ মোট ১৩টি আয়োজন নিয়ে সাজানো হয়েছে এবারের আসর। ক্রসউইভ, হিডেন অবজেক্ট কোয়েস্ট, পিনপয়েন্ট অন দ্য ম্যাপ, ক্রসওয়ার্ড সাইফার ও অবস্ট্যাকল গ্রাউন্ড রাখা হয়েছে একক প্রতিযোগিতায়। অবস্ট্যাকল গ্রাউন্ডে লাফিয়ে, গড়িয়ে, দৌড়ে বিভিন্ন বাধা অতিক্রম করে লক্ষ্যে পৌঁছাতে হবে। দলগত প্রতিযোগিতার মধ্যে টিক ট্যাক টো, বিংগো ও রবজ্যাক থাকছে। এ ছাড়া নতুন আয়োজন মিস্ট্রি ক্রনিকলস ও প্যাকম্যান যুক্ত হচ্ছে। এবারের অন্যতম আকর্ষণ মিস্ট্রি ক্রনিকলস, গোয়েন্দা অনুসন্ধানের ভিত্তিতে তৈরি করা এক অনবদ্য সংযোজন। এ ছাড়া ফুটবল খেলা যারা পছন্দ করে, তাদের জন্য থাকছে ফুটসাল। আলোকচিত্রীদের জন্য থাকছে ছবি প্রদর্শনীর আয়োজন ‘লেন্সেশন’। থাকছে দেয়ালপত্রিকাও। এ ছাড়া কয়েক দশকের পুরোনো আর্কেড জনপ্রিয় গেম প্যাকম্যানের অনুপ্রেরণায় তৈরি করা হয়েছে নতুন আয়োজন ‘প্যাকম্যান’।
স্কুল ও কলেজ পর্যায়ের যেকোনো শিক্ষার্থী এ আয়োজনে অংশ নিতে পারবে। উৎসবের ম্যাগাজিন পার্টনার হিসেবে থাকছে কিশোর আলো।
এই আয়োজনের বিস্তারিত জানা যাবে এখানে।