বিজলি চমকালে আকাশে উড়তে থাকা প্লেনের কি কোনো সমস্যা হয়

অফিস চলাকালে আকাশে বিজলি চমকানো দেখে হ্যাল্ডর গাডামসন তাঁর মুঠোফোন বের করে ভিডিও করছিলেন। আইসল্যান্ডের কেলফ্লাভিক আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই হ্যাল্ডর গাডামসনের অফিস। হঠাৎ তিনি দেখলেন, একটি বিজলি আকাশে উড়তে থাকা বিমানকে আঘাত করল, যা তার ভিডিওতেও ধরা পড়ল। এই দৃশ্য দেখে যেমন মজা লেগেছিল, ঠিক তেমনই ভয়ও পেয়েছিলেন তিনি। তবে এতে বিমানের কোনো ক্ষতি হয়েছে বলে মনে হয়নি তাঁর।

বিমানের ক্ষেত্রে বিজলির আঘাত পাওয়া মোটেও বিরল ঘটনা নয়। প্রায় সময়ই এ ধরনের ঘটনার কথা শোনা ও দেখা যায়। তবে উড়তে থাকা বিমানে বিজলির আঘাতের কারণে কি কোনো ক্ষতি হয়?

আসলে আকাশে উড়তে থাকা বিমানে যদি বিজলির আঘাত লাগে, তবে বিমানের কোনো সমস্যা হয় না। এমনকি বিমানের যাত্রীরাও সে সময় থাকে সম্পূর্ণ নিরাপদ। বিজলির আঘাতে কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয় না। এর মূল কারণ কী? কী কারণে বিজলির এক বিলিয়ন জুল শক্তির শক্তিশালী বিদ্যুতের আঘাতের পরও কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয় না? এর কারণ হলো, বিশেষভাবে বানানো বিমানের বডির জন্য। বিমানের বাইরের অংশ বিদ্যুৎ পরিবাহী ধাতু দিয়ে তৈরি করা হয়, যাতে বিমানে বিজলি আঘাত করলেও তা বিদ্যুৎ পরিবাহী হওয়ায় ভেতরে থাকা যাত্রী, কেবিন ক্রু ও পাইলটের কোনো ক্ষতি করে না।

 ব্রিটিশ এয়ারলাইন পাইলট অ্যাসোসিয়েশনের সদস্য ও অবসরপ্রাপ্ত পাইলট ক্রিস হ্যামন্ড বলেন, বিমানের কেবিন ও ভেতরের অংশগুলো এমনভাবে ডিজাইন করা হয়, যাতে ক্রু, যাত্রী ও ভেতরে থাকা বৈদ্যুতিক সরঞ্জামের কোনো ক্ষতি না করে বিদ্যুৎ পরিবহন করতে পারে। তিনি আরও বলেন, বিমানের বাইরের আবরণের নিচ দিয়ে একপ্রকার বিদ্যুৎ পরিবাহী তারের জাল থাকে, যার কারণেই বিমান বিজলির মতো এত শক্তিশালী বিদ্যুৎও পরিবহন করতে পারে।

তবে বছরখানেক আগেও বিমানে বিজলি আঘাত করলে এর ভেতরে থাকা যাত্রীরা তা টের পেত এবং বিমানের ভেতরের স্ক্রিন ও লাইটগুলো কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যেত, যা ছিল যাত্রীদের আতঙ্কের কারণ।

তথ্যসূত্র: বিবিসি