মাত্র ১৭ বছর বয়সে যিনি একা একা বিশ্বভ্রমণ করেছেন
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ৭ ডিসেম্বর ২০২৪। চলো দেখি, বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল।
আজকের এই দিনে : ০৭ ডিসেম্বর
জার্মান-অস্ট্রেলিয়ান নাবিক জেস মার্টিন মাত্র ১৭ বছর বয়সে এক অসাধারণ দুঃসাহসিক কীর্তি করে বসেন। ১৯৯৮ সালের এই দিনে মাত্র ১৭ বছর বয়সে মার্টিন তার ছোট্ট নৌযান নিয়ে একাই বিশ্বভ্রমণে বেরিয়ে পড়েন। এত অল্প বয়সে এমন একটি দু:সাহসিক উদ্যোগের নজির এর আগে দেখা যায়নি।
মার্টিনের এই অভিযান মোট ১১ মাস ধরে চলেছিল। এই সময় তিনি পৃথিবীর বিভিন্ন মহাসাগর পাড়ি দেন। লড়াই করেন বৈরী আবহাওয়া এবং কঠিন প্রকৃতির সঙ্গে। কোনো সাহায্য ছাড়াই একা নৌযান চালিয়ে তিনি বিভিন্ন ঝড়ঝাপ্টা, উত্তাল সাগর, ও বিপজ্জনক পরিস্থিতি সামাল দেন।
১৯৯৯ সালে সফলভাবে তাঁর অভিযান সমাপ্ত করার পর জেস মার্টিনের নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে যুক্ত হয়। তিনি সেই সময় সবচেয়ে কম বয়সে একা বিশ্বভ্রমণকারী হিসেবে রেকর্ড গড়েন। তাঁর এই অর্জন শুধু একটি ব্যক্তিগত সফলতাই নয়, বরং তরুণ প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণার দৃষ্টান্ত।
১৯৭২ সালের আজকের এই দিনে চাঁদে যাওয়ার সময় অ্যাপোলো-১৭ মহাকাশযানের নভোচারীরা পৃথিবীর এক ভিন্ন ধরনের ছবি তোলেন। সেই ছবিতে পৃথিবীকে দেখে মনে হচ্ছিল নীলচে এক মার্বেলের মতো। প্রায় ২৯ হাজার কিলোমিটার বা ১৮ হাজার মাইল দূর থেকে ছবিটি তোলা হয়।