নভেম্বরের সেরা ক্রিকেটারের তালিকায় দুই বাংলাদেশি
নভেম্বরে সেরা ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এক মাসের সেরা তিনজন নারী ও তিনজন পুরুষের নাম প্রকাশ করা হয় প্রতি মাসে। নভেম্বরে সেরা নারী ক্রিকেটারের তালিকায় জায়গা পেয়েছেন দুই বাংলাদেশি ক্রিকেটার। তাঁরা হলেন—বোলার নাহিদা আক্তার ও ব্যাটার ফারজানা হক।
গত নভেম্বরে বাংলাদেশ ও পাকিস্তান নারী ক্রিকেট দলের ৩ ম্যাচের ওডিআই সিরিজ অনুষ্ঠিত হয় মিরপুরে। টাইগ্রেসরা সিরিজ জেতে ২-১ ব্যবধানে। তিন ম্যাচ খেলে নাহিদা আক্তার ১৪.১৪ গড়ে তুলে নেন ৭ উইকেট। পাশাপাশি ২টি রান আউট করে সিরিজ জয়ে অবদান রাখেন তিনি। সিরিজ–সেরাও হয়েছেন নাহিদা আক্তার।
আরেক বাংলাদেশি ফারজানা হক ওই সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক। তিন ম্যাচে ৩৬.৬৬ গড়ে করেছেন ১১০ রান। প্রথম ম্যাচে মাত্র ৮ রান করলেও দ্বিতীয় ম্যাচে করেছেন ৪০ রান। আর তৃতীয় ম্যাচে মুর্শিদা খাতুনের সঙ্গে গড়েন ১২৫ রানের জুটি। নিজে করেছেন ৬২ রান।
দুই বাংলাদেশি ক্রিকেটারের পাশাপাশি সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন পাকিস্তানি বোলার সাদিয়া ইকবাল। ২৮ বছর বয়সী এই ক্রিকেটার ৩ ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। তবে তাঁর বোলিং ইকোনমি খুবই ঈর্ষনীয়। এই সিরিজে তাঁর ইকোনমি রেট ২.৫৮।
সেরা পুরুষ ক্রিকেটারের তালিকায় নেই কোনো বাংলাদেশি। সংক্ষিপ্ত তালিকার তিনজনের দুজন অস্ট্রেলিয়ান ও একজন ভারতীয়। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড ও ভারতের মোহাম্মদ শামি।
এর আগে বাংলাদেশের মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান মাসসেরা ক্রিকেটার হওয়ার গৌরব অর্জন করেছেন।
সেরা ক্রিকেটারের দৌড়ে হয়তো নাহিদা আক্তার এগিয়ে থাকবেন। অক্টোবরের সেরা তিন ক্রিকেটারের তালিকায়ও তাঁর নাম ছিল। তোমরা চাইলে যে কাউকে ভোট দিয়ে এগিয়ে দিতে পারো সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে। আইসিসির ওয়েবসাইটে গিয়ে ভোট দিতে পারবে। ১১ ডিসেম্বর জানা যাবে, নারী ও পুরুষ বিভাগে কারা হলেন সেরা ক্রিকেটার। ততক্ষণে তোমরা গিয়ে ভোট দিতে পারো দুই বাংলাদেশিকে। ভোট দেওয়ার লিংক এখানে।