উইকি লাভস ফোকলোর বাংলাদেশ ২০২৫ প্রতিযোগিতায় অংশ নেওয়ার নিয়ম

বিশ্বের ১৪০টির বেশি দেশের হাজার হাজার ছবিকে হারিয়ে প্রতিযোগিতার গ্লোবাল চ্যাম্পিয়ন হয় এটিছবি: আজিম খান রনি

কোনো তথ্য খুঁজতে আমরা মোবাইল ফোন বা কম্পিউটারের ব্রাউজারে সার্চ করি। সার্চ করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে চলে আসে ইন্টারনেটের অসংখ্য ওয়েবসাইটের তালিকা, যেখানে আমাদের প্রয়োজনীয় তথ্যটি থাকতে পারে। প্রায় সব সময়ই এই ওয়েবসাইট তালিকায় প্রথম দিকে আমরা যে নামটি দেখতে পাই, সেটি হচ্ছে উইকিপিডিয়া।

উইকিপিডিয়া একটি বৈশ্বিক অনলাইন এনসাইক্লোপিডিয়া বা বিশ্বকোষ। এই বিশ্বকোষে পুরো বিশ্বের সব বিষয়ের তথ্য সংরক্ষণের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন স্বেচ্ছাসেবকেরা। এর লক্ষ্য, পৃথিবীর প্রত্যেক মানুষ যেন বিনা মূল্যে কোনো বিষয় সম্পর্কে জানতে পারে। কোনো বাধা ছাড়াই অন্যকে তথ্য জানাতে পারে।

যখন আমরা কোনো একটি উইকিপিডিয়া আর্টিকেলে প্রবেশ করি, আমরা সেখানে লিখিত তথ্যের পাশাপাশি সেই তথ্য সম্পর্কিত বিভিন্ন ছবি, ভিডিও কিংবা অডিও দেখতে পাই; লিখিত তথ্য ভালোভাবে বোঝার জন্য ছবি, ভিডিও ইত্যাদি ব্যবহার করা হয়। ছবি এবং ভিডিওগুলো সংরক্ষিত থাকে উইকিমিডিয়া কমন্স নামে আরেকটি ওয়েবসাইটে, যেটি বিশ্বের সবচেয়ে বড় ফ্রি ইমেজ রিপোজেটোরি। যার মানে হচ্ছে আমরা বিনা মূল্যে কোনো ছবি খুঁজতে চাইলে উইকিমিডিয়া কমন্সে সেটি লিখে সার্চ করলেই ছবিটি পেয়ে যাব।

আরও পড়ুন

উইকিমিডিয়া কমন্সে এই ছবিগুলো সংরক্ষণ করে থাকেন স্বেচ্ছাসেবকেরা, যাঁরা বিশ্বব্যাপী মুক্ত জ্ঞানচর্চার পরিবেশ তৈরিতে কাজ করেন। ছবিগুলোর মানোন্নয়নের লক্ষ্যে প্রতিবছর উইকিমিডিয়া কমন্সের স্বেচ্ছাসেবকেরা আয়োজন করেন বিভিন্ন প্রতিযোগিতার। এমনই একটি প্রতিযোগিতা ‘উইকি লাভস ফোকলোর ২০২৫’। এই প্রতিযোগিতায় ১৪০টির বেশি দেশের কয়েক হাজার ফটোগ্রাফার অংশগ্রহণ করেন। এটি বিশ্বের সবচেয়ে বড় ফটোগ্রাফি প্রতিযোগিতার একটি। ‘প্রজেক্ট কড়িকাঠ’ এই প্রতিযোগিতা বাংলাদেশে দ্বিতীয়বারের মতো আয়োজন করছে উইকি লাভস ফোকলোর বাংলাদেশ ২০২৫ নামে।

গত বছর এই প্রতিযোগিতায় বাংলাদেশ উইকি লাভস ফোকলোরে অর্জন করে অভাবনীয় সাফল্য। বিশ্বের ১৪০টির বেশি দেশের হাজার হাজার ছবিকে হারিয়ে প্রতিযোগিতার গ্লোবাল চ্যাম্পিয়ন হয় বাংলাদেশি ফটোগ্রাফার আজিম খান রনির তোলা একটি ছবি। ছবিটিতে ফুটে ওঠে গ্রামবাংলার শিশু-কিশোরদের সাইকেলের টায়ার নিয়ে খেলার চিরায়ত শৈল্পিক দৃশ্য। চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ভিডিও ক্যাটাগরিতেও প্রথম পুরস্কার জিতে নেয় বাংলাদেশের বিলে মাছ ধরার ভিডিও। এ ছাড়া সেরা ১০টি ছবির তালিকায় একটি ছবি ছিল বাংলাদেশের। সবচেয়ে বেশি ছবি আপলোডের দিক থেকে দ্বিতীয় পুরস্কারও পায় বাংলাদেশ। বাংলাদেশি তরুণদের এই সাফল্যে উইকি লাভস ফোকলোরের বৈশ্বিক আয়োজক দল বাংলাদেশি আয়োজক দল থেকে সহায়তা নিচ্ছে।

আরও পড়ুন

এবারের উইকি লাভস ফোকলোর বাংলাদেশ ২০২৫-এ অংশগ্রহণ করতে পারবে যে কেউ! বাংলাদেশের লোকসংস্কৃতি বিষয়ে যেকোনো ছবি, সেটা হতে পারে সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় উৎসব, নাচ, গান, লোকজ সংস্কৃতির অনুষঙ্গ, খেলাধুলা। লোকশিল্পের যেকোনো ছবি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে। ৩১ মার্চ পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা প্রতিটি ছবি থেকে বাছাই করা হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন ছবিগুলো এবং সেগুলো বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।

উইকি লাভস ফোকলোর বাংলাদেশ ২০২৫–এ অংশগ্রহণ করার জন্য এই লিংকে: https://w.wiki/CuCW ক্লিক করতে হবে। উইকি লাভস ফোকলোর বাংলাদেশ ২০২৫ নিয়ে আরও জানতে এই হ্যান্ডবুকটি তৈরি করা হয়েছে: https://shorturl.at/ckJJ3।

উইকি লাভস ফোকলোরের ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে কিশোর আলো। কিশোর আলোর ৯৯তম কিআড্ডায় উইকি লাভস ফোকলোর বাংলাদেশ ২০২৫ নিয়ে কথা বলে প্রজেক্ট কড়িকাঠের সদস্যরা। এ ছাড়া উইকি লাভস ফোকলোর বাংলাদেশ ২০২৫–এর মিডিয়া পার্টনার জাগো নিউজ ২৪, ক্লাব পার্টনার হিসেবে আছে চুয়েট ফটোগ্রাফিক সোসাইটি, বিইউপি ফটোগ্রাফিক সোসাইটি এবং ইস্টার্ন ইউনিভার্সিটি ভিজ্যুয়াল আর্কাইভ ক্লাব।

আরও পড়ুন