বর্ণমেলায় থাকছে গানের প্রতিযোগিতা
বাংলা বর্ণমালা, ভাষা ও ভাষাগত ঐতিহ্য নিয়ে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বর্ণমেলা। ২১শে ফেব্রুয়ারি দুরন্ত শৈশবের আনন্দ নিয়ে জমবে এবারের বর্ণমেলা। মা-বাবা, দাদা-দাদি, নানা-নানি সবাইকে নিয়ে তুমি অংশ নিয়ে পারো বর্ণমেলায়। বর্ণমেলায় থাকছে শৈশবের খেলাধুলা, রাইডস, মজার খাবারদাবারসহ অনেক রকম আনন্দে মেতে ওঠার সুযোগ।
বর্ণমেলায় তুমি গান গেয়ে অংশ নিতে পারো। এ জন্য তোমাকে গান গেয়ে ভিডিও করে ফেসবুক বা ইউটিউবে শেয়ার করতে হবে। অংশ নিতে ভিডিও করে পাঠিয়ে দাও তোমার গাওয়া দুরন্ত শৈশবের গান।
গান গেয়ে অংশ নেওয়ার নিয়মাবলি
দশম শ্রেণি পর্যন্ত যেকোনো শিক্ষার্থী অংশ নিতে পারবে।
যেকোনো দেশাত্মবোধক/ছড়া গানের স্থায়ী বা মুখ গেয়ে ভিডিও বানিয়ে জমা দিতে হবে।
ভিডিওর সর্বোচ্চ সময় ১ মিনিট।
ভিডিওটি তোমার অথবা তোমার অভিভাবকের ফেসবুক অথবা ইউটিউবে উঠিয়ে লিংকটি নির্ধারিত অনলাইন ফরমে জমা দিতে হবে। ভিডিও প্রাইভেসি সেটিংস পাবলিক করতে হবে। ভিডিওটিতে হ্যাশট্যাগ (#বর্ণমেলা) অথবা (#bornomela) করতে হবে।
নির্ধারিত অনলাইন ফরমে সব তথ্য সঠিকভাবে পূরণ করে ১৬ ফ্রেব্রুয়ারি ২০২৫–এর মধ্যে ভিডিও পাঠাতে হবে।
বিজয়ীরা একুশে ফেব্রুয়ারি বর্ণমেলার মূল অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ পাবে। মঞ্চের ৩ জন বিজয়ীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার।
বিচারকদের রায় চূড়ান্ত বলে বিবেচিত হবে।
বিস্তারিত দেখো এই লিংকে: https://services.prothomalo.com/bornomela/
এ ছাড়া বর্ণমেলায় আরও যা থাকছে
দিনব্যাপী বর্ণমেলায় থাকবে নানামাত্রিক সাংস্কৃতিক আয়োজন। শিশু-কিশোরদের জন্য থাকবে বর্ণের নকশা তৈরির প্রতিযোগিতা ‘বর্ণ কারিগর’। অংশ নিতে পারে সুন্দর হাতের লেখার প্রতিযোগিতা ‘বর্ণলিখন’, ছবি আঁকার প্রতিযোগিতা ‘বর্ণাঙ্কন’, প্রিয়জনের (দাদা–দাদি, নানা–নানি) কাছে চিঠি লেখা প্রতিযোগিতা ও ‘ফিরে যাই দুরন্ত শৈশবে মেতে উঠি গানের উৎসবে’ আয়োজনে।
বর্ণ-রঙের খেলা, গ্রামবাংলার বিভিন্ন রকম ঐতিহ্যবাহী খেলা, বর্ণমালা ও ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরার আয়োজন, বর্ণ ও ভাষার নকশায় করা পোশাক, বই, খাবারসহ বিভিন্ন অনুষঙ্গের প্রদর্শনী, ভাষা ও বর্ণের গান, কবিতা, পাপেট বা মাপেট শো ও বর্ণের ডাকটিকিট প্রদর্শনের মতো আকর্ষণীয় বিষয় থাকছে বর্ণমেলায়।
এ ছাড়া থাকবে প্রথমা বইয়ের দুনিয়া, বই বর্ণালি, বিজ্ঞানচিন্তা ও কিশোর আলো। দেশের সেরা লেখক, শিল্পী, গায়ক, বুদ্ধিজীবীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন দিনব্যাপী এই বর্ণাঢ্য অনুষ্ঠানে। বর্ণমেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। আয়োজনটির প্রচার সহযোগী এটিএন বাংলা। আয়োজনটিতে পৃষ্ঠপোষকতা করেছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ‘মেরিল বেবি’।