বাংলা ভাষা নিয়ে এই তথ্যগুলো জানা আছে কি
বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর একটি ভাষা
বাংলা ভাষার সবচেয়ে আদি রূপ পাওয়া গেছে চর্যাপদে। এটি এখন থেকে প্রায় ১৪০০ বছর আগে লেখা হয়। আর এটি পাওয়া যায় নেপালের রাজদরবারে।
বিশ্বে বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসামের বরাক অঞ্চলের লোকেরা এই ভাষায় কথা বলে। এছাড়া নেপালেও বেশ কিছু নাগরিক বাংলা ভাষায় কথা বলেন।
মাতৃভাষা হিসেবে বিশ্বে বাংলা ভাষার স্থান পঞ্চম আর বাংলাভাষী জনগোষ্ঠী (এমন অনেকে আছেন যাদের মাতৃভাষা বাংলা নয় কিন্তু তবুও বাংলায় কথা বলেন, এমন সব জনগোষ্ঠী ) হিসেবে এর অবস্থান সপ্তম।
ভারতের প্রায় ৮.০৩ শতাংশ মানুষের ভাষা হচ্ছে বাংলা। যার ফলে হিন্দির পরে সেদেশে বাংলাতে সবচেয়ে বেশী মানুষ কথা বলে।
বাংলা ভাষায় প্রায় ৭৫,০০০ থেকে ১ লক্ষ-এর মত শব্দ রয়েছে এর এর মধ্যে প্রায় ৬৭ শতাংশ সংস্কৃত শব্দ।
এই ভাষায় প্রচুর শব্দ ইংরেজি, ফারসি, আরবি ও তুর্কি শব্দ থেকে এসেছে।
বাংলা আফ্রিকা মহাদেশের সিয়েরা লিওন রাষ্ট্রের সরকারি ভাষা। মূলত বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর কার্যক্রমে সন্তুষ্ট দেশটি বাংলাকে সম্মান প্রদানের জন্য রাষ্ট্রীয় ভাষার মর্যাদা প্রদান করে।
আরও পড়ুন
জুট, বাংলো, ও ডিঙি এই ইংরেজি তিনটি শব্দ এসেছে বাংলা থেকে। জুটো বা জটা থেকে জুট মানে পাট, বাংলার বাসা থেকে বাংলো শব্দটি ইংরেজি ভাষায় অন্তর্ভুক্ত হয়, আর ডিঙি নৌকা তো আমাদের খুবই পরিচিত শব্দ।
বাংলা ভাষা বিশ্বের একমাত্র ভাষা, যে ভাষায় দুটি দেশের জাতীয় সঙ্গীত লেখা হয়েছে।
বাংলা বিশ্বের একমাত্র ভাষা যার জন্য এর নাগরিকেরা জীবন দিয়েছে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় ছাত্র জনতা যে মিছিল বের করে। এই মিছিলে পুলিশ গুলি চালালে, নিহত হয়, রফিক, জব্বার, সালাম বরকত সহ আরও অনেকে।
আরও পড়ুন
এছাড়া বাংলাদেশের বাইরে ভারতের আসাম রাজ্যের শিলচরে বাংলাকে আসামের দাপ্তরিক ভাষা করার দাবিতে ১৯৬১ সালে যে আন্দোলন হয় সে আন্দোলনে ১৯ মে তারিখে নয়জন নাগরিক শহিদ হন । এই ঘটনায় সেখানে ১৯ মে তারিখে শহিদ দিবস পালিত হয়।
তবে জাতিসংঘ ১৯৯৯ সালে ১৭ নভেম্বর ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা দেয়। আর এই ঘোষণার মাধ্যমে ২১ ফেব্রুয়ারিতে মায়ের ভাষায় কথা বলার দাবিতে রক্ত দেওয়া বাংলার ছাত্র জনতার আত্মত্যাগকে স্বীকৃতি প্রদান করা হয়। আর ২০০২ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ৫৬/২৬২ ধারায় এই দিবসকে আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি প্রদান করা হয়।