গণিতচর্চাকে উৎসাহ দিতে বছর ঘুরে আবারও শুরু হচ্ছে নটর ডেম কলেজের ‘ন্যাশনাল ম্যাথ ফেস্টিভ্যাল’। আগামী ২৫ থেকে ২৭ এপ্রিল আয়োজিত হবে ‘বসুন্ধরা প্রেজেন্টস চতুর্থ এনডিসি ন্যাশনাল ম্যাথ ফেস্টিভ্যাল পাওয়ার্ড বাই ভূতের আড্ডা’।
তিন দিনব্যাপী এ উৎসবে ম্যাথ অলিম্পিয়াড, আইকিউ অলিম্পিয়াড, ক্যালকুলাস ম্যানিয়া, সুডোকু, স্পিডকিউবিং, প্রজেক্ট ডিসপ্লেসহ মোট ১৬টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে শিক্ষার্থীরা। থাকছে দেয়ালপত্রিকা, প্রজেক্ট প্রদর্শনী, স্ক্র্যাপবুক, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন ও ম্যাথ রিলের মতো দলগত আয়োজন। এ ছাড়া থাকছে আর্টিকেল লেখা, ম্যাথিনেমা ও ম্যাথ মিমের মতো আকর্ষণীয় আয়োজন। পাশাপাশি থাকবে গণিত ওয়ার্কশপ ও ট্রেজার হান্ট এবং কালচারাল পারফরম্যান্স।
চার ক্যাটাগরিতে প্রতিযোগীরা এ আয়োজনে অংশ নিতে পারবে। প্রাইমারি (তৃতীয়-পঞ্চম শ্রেণি), জুনিয়র (ষষ্ঠ-অষ্টম শ্রেণি), সেকেন্ডারি (নবম-দশম শ্রেণি ও এসএসসি ’২৪ ও সমমানের পরীক্ষার্থী), হায়ার সেকেন্ডারি (একাদশ-দ্বাদশ শ্রেণি)।
২০১৭ সালের ১৪ মার্চ প্রতিষ্ঠিত হয় নটর ডেম ম্যাথ। এবার গণিত উৎসবের আয়োজকও ম্যাথ ক্লাব। ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াসাত প্রত্যয় জানান, ‘এবার আমরা ৩০০-এর বেশি প্রতিষ্ঠান থেকে প্রায় ৪ হাজার ৫০০ প্রতিযোগীর উপস্থিতি আশা করছি। গণিতের প্রতি আগ্রহ বাড়িয়ে তুলতে পারলেই আমাদের উদ্দেশ্য সার্থক হবে।’
উৎসবে প্রতিটি ক্যাটাগরির সেরাদের ক্রেস্ট ও বই পুরস্কার দেওয়া হবে। সঙ্গে থাকবে কিশোর আলো ম্যাগাজিন। এ ছাড়া প্রতিযোগীদের প্রত্যেকেই পাবে অংশগ্রহণ সার্টিফিকেট, স্ন্যাকস, ক্লাবের ম্যাগাজিন ও উপহার। এই লিংকে রেজিস্ট্রেশন করা যাবে। কলেজ ক্যাম্পাসের অফলাইন বুথ থেকেও রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা। এ আয়োজনে ম্যাগাজিন পার্টনার কিশোর আলো।