বইয়ের দুনিয়া
সবচেয়ে বেশি অনুবাদ হয়েছে যে ৫ লেখকের বই
বিদেশি লেখকের লেখা বই পড়ার এখন অনেক উপায় আছে। এর মধ্যে একটি হলো ভাষা শিখে ফেলা। আরেকটি উপায় অনুবাদ পড়া। অনুবাদ এখন শুধু মানুষ করে না, যন্ত্র বা এআইও করে। সাধারণত বিখ্যাত লেখকের বই অনুবাদ বেশি হয়। কোনো লেখা মূল থেকে অন্য ভাষায় অনুবাদ হলে পাঠকসংখ্যাও বেড়ে যায়। এ তথ্য তোমরা জানো। আজ আমরা জানব বিশ্বজুড়ে অনুবাদের মাধ্যমে পাঠকদের একত্র করেছেন, এমন লেখক কারা? তাঁদের কোন বইগুলো সবচেয়ে বেশি অনূদিত হয়েছে? ইউনেসকোর পরিসংখ্যান দেখে নাও।
আগাথা ক্রিস্টি
সর্বাধিক অনূদিত লেখক হলেন আগাথা ক্রিস্টি। ২০১৭ সালের হিসাব মতে, ইউনেসকোর ইনডেক্স ট্রান্সলেশনাম-এর তালিকা অনুযায়ী তাঁর লেখাগুলো ৭ হাজার ২৩৬টি অনুবাদ করা হয়েছে। আগাথা ক্রিস্টির জনপ্রিয় চরিত্র মিস মার্পল, এরকুল পোয়ারো। বইগুলোর মধ্যে অন্যতম দ্য মার্ডার অব রজার অ্যাকরয়েড ও মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস। ৬৬টিরও বেশি গোয়েন্দা উপন্যাস ও ১৪টি ছোটগল্পের সংকলন প্রকাশিত হয়েছে আগাথা ক্রিস্টির। ইংরেজি থেকে বিভিন্ন ভাষায় অনূদিত লেখায় বুঁদ হচ্ছেন বিশ্বের হাজারো মানুষ।
জুল ভার্ন
জুল ভার্ন সম্ভবত এই তালিকার সর্বাধিক পরিচিত লেখক। তাঁর কয়েকটি বইয়ের নাম হয়তো তুমিও জানো। তোমার পড়া বইয়ের মধ্যে থাকতে পারে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেইজ, টোয়েন্টি থাউজেন্ড লিগস আন্ডার দ্য সিজ ও জার্নি টু দ্য সেন্টার অব দ্য আর্থ। এর মধ্যে কোনো বইয়ের অনুবাদ পড়া থাকলে তুমি বুঝতে পারছ, কেন জুল ভার্ন এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন। ফরাসি ভাষায় লেখা তাঁর বইয়ের ৪ হাজার ৭৫১টি অনুবাদ হয়েছে। এই ঔপন্যাসিক সর্বকালের সর্বাধিক পঠিত বিজ্ঞান কল্পকাহিনির লেখক।
উইলিয়াম শেক্সপিয়ার
স্কুলে থাকতেই আমরা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা পড়ি। ইউনেসকোর মতে, সারা বিশ্বে শেক্সপিয়ারের লেখা ব্যাপকভাবে পড়া হয়। ব্রিটিশ এই লেখকের লেখা ইংরেজি থেকে ৪ হাজার ২৯৬ বার অনুবাদ হয়েছে। তাঁর অনেক নাটক, সনেট ও কবিতা বিশ্বজুড়ে পরিচিত। ইংরেজি কারিকুলামের এ-লেভেলে শেক্সপিয়ারের হ্যামলেট বইটি পাঠ্য হওয়ায় অনেকেই শেক্সপিয়ারের ওপরে বিরক্ত। তবে এতে হ্যামলেট–এর লেখক শেক্সপিয়ারের কোনো দোষ নেই।
এনিড ব্লাইটন
এনিড ব্লাইটন এখনো বিশ্বের সবচেয়ে বেশি বিক্রীত বইয়ের লেখকদের একজন। তাঁর বইগুলো বিক্রি হয়েছে ৬০ কোটি কপি। শিশুদের জন্য লেখা তাঁর বিখ্যাত বই দ্য ফেমাস ফাইভ, সিক্রেট সেভেন সিরিজ। ইংরেজি ভাষার এই লেখকের বইয়ের ৩ হাজার ৯২৪টি অনুবাদ রয়েছে।
বারবারা কার্টল্যান্ড
দ্য উইকেড মার্কুইস, কিউপিড রাইডস পিলিয়ন এবং দ্য আর্ল’স রিভেঞ্জ-এর মতো বিখ্যাত বইয়ের লেখক বারবারা কার্টল্যান্ড। ৭২৩টি উপন্যাস লিখেছেন তিনি। এক বছরে সর্বাধিক বই লেখার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছেন এই ব্রিটিশ লেখক। যে লেখকেরা রাইটার্স ব্লকে ভুগছেন বলে দাবি করেন, তাঁরা কার্টল্যান্ডের কাছ থেকে শিখতে পারেন। ১৯৭৬ সালে ২৩টি উপন্যাস লিখেছিলেন। ইংরেজি ভাষার এই লেখকের লেখা অনুবাদ হয়েছে ৩ হাজার ৬২৮ বার।