উনিশ শতকের শেষ দিকে যুক্তরাষ্ট্রের অনেক শহরে উঁচু ভবন তৈরির প্রচলন শুরু হয়। এর মধ্যে শিকাগো, নিউইয়র্ক ও বোস্টন অন্যতম। ইংরেজিতে একে স্কাইস্ক্রিপার্স বলে। যদিও মানুষ প্রাচীনকাল থেকে পিরামিডের মতো অনেক উঁচু ভবন নির্মাণ করে আসছে। কিন্তু এই স্কাইস্ক্রিপার্স একটু ভিন্ন বিষয়। এর আধুনিক কোনো সংজ্ঞা নেই। কিন্তু মোটামুটি প্রচলিত আছে, কোনো ভবনকে স্কাইস্ক্রিপার্সের তকমা পেতে হলে কমপক্ষে ১৫০ মিটার বা ৪৯০ ফুট উঁচু হতে হবে। অনেকে আবার মনে করেন, ১০০ মিটার লম্বা হলেও সে ভবনকে স্কাইস্ক্রিপার্স বা উঁচু ভবন বলা যায়।
সে হিসাবে বাংলাদেশের ঢাকা শহরে প্রায় ২০টি স্কাইস্ক্রিপার্স বা উঁচু ভবন রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড়টি রাজধানীর ‘সিটি সেন্টার’। এটি ১৭১ মিটার লম্বা এবং ৩৭টি তলাবিশিষ্ট ভবন। বাংলাদেশ ব্যাংক ১৩৭ দশমিক ১ মিটার লম্বা এবং ৩১ তলাবিশিষ্ট ভবন। ‘শান্তা পিন্যাকেল’ নামে ভবনটি ৪০ তলাবিশিষ্ট এবং এটি ১৫২ দশমিক ৩ মিটার লম্বা। এটিও ঢাকায় অবস্থিত। চট্টগ্রামে ১০০ মিটারের বেশি উঁচু ভবনের মধ্যে রয়েছে আজিজ কোর্ট ইম্পেরিয়াল (১২৮ মিটার), কোর্টইয়র্ট বাই ম্যারিয়ট চিটাগাং (১২০ মিটার), টাওয়ার ৭১ (১২০ মিটার) ইত্যাদি।
এবার দেখা যাক, বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি উঁচু ভবন আছে। সেগুলোর উচ্চতাই–বা কত! তবে এখানে দেওয়া উঁচু ভবনগুলোর সব কটিই ১৫০ মিটারের বেশি উঁচু।
বিশ্বের সবচেয়ে বেশি উঁচু ভবন রয়েছে চীনে। তাইওয়ান ও হংকংয়ের উঁচু ভবনও এখানে যোগ করা হয়েছে। দেশটিতে মোট ৩ হাজার ৩১৪টি উঁচু ভবন রয়েছে। এর মধ্যে ৩০০ মিটারের চেয়ে উঁচু ভবন আছে ১২০টি এবং ১৫০ মিটারের চেয়ে উঁচু ভবন ৩ হাজার ১৯৪টি। ৬৩২ মিটারের সাংহাই টাওয়ার চীনের সবচেয়ে উঁচু ভবন।
দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্রের উঁচু ভবনের সংখ্যা চীনের তিন ভাগের এক ভাগের চেয়েও কম। দেশটিতে মোট উঁচু ভবনের সংখ্যা ৮৯৯। এর মধ্যে ৩০০ মিটারের চেয়ে উঁচু ভবন রয়েছে ৩১টি। বাকি ৮৬৮টি ভবনের উচ্চতা ১৫০ মিটার বা তার চেয়ে বেশি। যুক্তরাষ্ট্রের সবচেয়ে উঁচু ভবন ‘ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’। এটি ৫৪১ মিটার উঁচু।
দেশটিতে ১৫০ মিটারের চেয়ে উঁচু ভবন রয়েছে ৩০১টি। পাশাপাশি ৩৫টি ৩০০ মিটারের চেয়ে উঁচু ভবনসহ মোট ভবনের সংখ্যা ৩৩৬। সংযুক্ত আরব আমিরাত তথা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা। ৮২৮ মিটার উঁচু ভবনের উচ্চতার ধারেকাছে নেই আর কোনো ভবন।
মোট উঁচু ভবনের সংখ্যা ২৯৫। ৩০০ মিটারের চেয়ে উঁচু ভবন ৬টি। এ ছাড়া ২৮৯টি ভবনের উচ্চতা ১৫০ মিটারের বেশি। মালয়েশিয়ার সবচেয়ে উঁচু ভবনের নাম ওয়ারিসান মারদেকা টাওয়ার। এটি ৬৭৯ মিটার উঁচু।
ভূমিকম্পপ্রবণ জাপানে ৩০০ মিটারের চেয়ে উঁচু ভবন মাত্র ২টি। মোট উঁচু ভবনসংখ্যা ২৮৩। তবে উইকিপিডিয়ার মতে, দেশটিতে ৩০০ বা এর চেয়ে উঁচু ভবনের সংখ্যা ৪। সবচেয়ে উঁচু ভবনের নাম টোকিও স্কাই ট্রি। এর উচ্চতা ৬৩৪ মিটার।
এই পাঁচ দেশের পাশাপাশি শীর্ষ তালিকায় আরও রয়েছে দক্ষিণ কোরিয়া (২৭৭টি), কানাডা (১৫৯টি), অস্ট্রেলিয়া (১৫৮টি), ইন্দোনেশিয়া (১৩৬টি), থাইল্যান্ড (১৩১টি), ফিলিপাইন (১২৮টি) ও ভারত (১২২টি)।