বিশ্বের সবচেয়ে বড় পিরামিড কোনটি

পিরামিডের কথা বললে চোখের সামনে ভেসে ওঠে মিসরের তিনটি পিরামিড। এক সারিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বছরের পর বছর। ইন্টারনেট ও বিভিন্ন বইপত্রের কল্যাণে আমরা মিসরের গ্রেট পিরামিড বা এক সারিতে থাকা পিরামিডগুলোর কথা জানি। তবে এগুলো ছাড়াও পৃথিবীতে আরও অনেক পিরামিড রয়েছে। সেগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটি? মিসরের গ্রেট পিরামিড? চলো, আয়তনের দিক থেকে সেরা পাঁচটি পিরামিড সম্পর্কে সংক্ষেপে জানি। আর হ্যাঁ, মিলিয়ে দেখো তো, তোমার চিন্তা করা পিরামিডটি এই তালিকায় আছে কি না।

৫. বেন্ট পিরামিড

বেন্ট পিরামিড
ছবি: ইজিপ্ট ট্যুর পোর্টালস

এই পিরামিডের অবস্থান মিসরে। কায়রো শহর থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে দাহুশুর নেক্রোপলিসে এই পিরামিড অবস্থিত। দেখতে অতটা সুন্দর নয়। কারণ, এটা মিসরের প্রথম দিকে নির্মিত পিরামিডগুলোর মধ্যে একটা। আনুমানিক ২ হাজার ৬০০ খ্রিষ্টাব্দে এটা তৈরি হয়েছিল। পিরামিডটা একটু বাঁকানো। এর আয়তন ৪ কোটি ৩৬ লাখ ৮৫ হাজার ৬৫৫ ঘনফুট বা ১২ লাখ ৩৭ হাজার ৪০ ঘনমিটার। উচ্চতা প্রায় ৩৪৪ ফুট।

আরও পড়ুন

৪. লাল পিরামিড

লাল পিরামিড
ছবি: ট্রাভেল টু ইজিপ্ট

এটি উত্তর পিরামিড নামেও পরিচিত। মিসরের দাহুশুর নেক্রোপলিসেই এর অবস্থান। মূলত এখানকার সবচেয়ে বড় পিরামিড এটাই। এর আয়তন ৫ কোটি ৯৮ লাখ ২৩ হাজার ৪৫ ঘনফুট বা ১৬ লাখ ৯৪ হাজার ঘনমিটার। উচ্চতা ৩৪৪ ফুট। স্থানীয় লোকজন এই পিরামিডকে বলে এল-হেরাম এল-ওয়াতাত। এর অর্থ বাদুড় পিরামিড। বেন্ট পিরামিডের মাত্র ১ কিলোমিটার উত্তরে রয়েছে এই পিরামিড।

৩. খাফ্রের গ্রেট পিরামিড

খাফ্রের গ্রেট পিরামিড
ছবি: স্মার্ট হিস্ট্রি

শুরুতে এক সারিতে যে তিন পিরামিডের কথা বলেছি, তার মধ্যে মাঝেরটি হলো এই খাফ্রের পিরামিড। এই পিরামিডের মধ্যে রয়েছে মিসরের চতুর্থ রাজবংশের ফারাও খাফ্রের সমাধি। ৪৪৮ ফুট উঁচু এই পিরামিডের আয়তন ৭ কোটি ৮০ লাখ ৮৪ হাজার ১১৮ ঘনফুট বা ২২ লাখ ১১ হাজার ৯৬ ঘনমিটার।

আরও পড়ুন

২. গিজার গ্রেট পিরামিড

গিজার গ্রেট পিরামিড
ছবি: ন্যাশনাল জিওগ্রাফিক

দ্বিতীয় স্থানে গিজার গ্রেট পিরামিড দেখে নিশ্চয়ই অবাক হয়েছ। যদি পিরামিড সম্পর্কে মোটামুটি জানাশোনা থাকে, তাহলে এই পিরামিডকে পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড ভাবা স্বাভাবিক। তবে এটি আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম পিরামিড। তবে সবচেয়ে উঁচু পিরামিডের কথা বললে সবার আগে এই পিরামিডের নামই নিতে হবে। এই তালিকায় থাকা বেন্ট ও লাল পিরামিডও সবচেয়ে উঁচু পিরামিডের তালিয়ায় শুরুর দিকেই থাকবে। এটির আয়তন ৮ কোটি ৪৭ লাখ ৫৫ হাজার ২০০ ঘনফুট বা প্রায় ২৪ লাখ ঘনমিটার। আর উচ্চতা ৪৮১ ফুট ৩ ইঞ্চি। তবে এটা ছিল ৪ হাজার ৫০০ বছর আগে, যখন পিরামিডটি নির্মাণ করা হয়েছিল। এরপর বিভিন্ন সময় ভাঙচুর ও ক্ষয়ের কারণে বর্তমানে উচ্চতা রয়েছে ৪৫১ ফুট ১ ইঞ্চি। এটি কুফুর পিরামিড নামেও পরিচিত। এই পিরামিডের মধ্যে রাখা হয়েছিল ফারাও কুফুর মমি।

১. চোলুলার গ্রেট পিরামিড

চোলুলার গ্রেট পিরামিড
ছবি: পিরামিড ম্যানিয়া

পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড হলো এই চোলুলার গ্রেট পিরামিড। এটি মেক্সিকোতে অবস্থিত। মিসরের গ্রেট পিরামিডের চেয়ে এর উচ্চতা অনেক কম হলেও এটি অনেক বেশি প্রশস্ত। এর আয়তন ১৬ কোটি ৬৫ লাখ ৩৮ হাজার ৪০০ ঘনফুট বা ৩৩ লাখ ঘনমিটার। মেক্সিকো সিটি থেকে প্রায় ৬৩ মাইল দূরে অবস্থান। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মতেও এটিই বিশ্বের সবচেয়ে বড় পিরামিড। তবে আবারও স্মরণ করিয়ে দিই, সবচেয়ে উঁচু পিরামিড কিন্তু গিজার গ্রেট পিরামিড। সূত্র: হাউ স্টাফ ওয়ার্কস, উইকিপিডিয়া

আরও পড়ুন