১২ বছরের সাহসী কিশোর যেভাবে চিতা বাঘটিকে বন্দী করে ফেলল
মালগাঁও ভারতের মহারাষ্ট্র প্রদেশের একটি শহর। এই শহরে মোহিত আহির নামের ১২ বছর বয়সী এক কিশোর সম্প্রতি অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছে।
৫ মার্চ মোহিত বাবার সঙ্গে ব্যাংকোয়েট হলে বিয়ের অনুষ্ঠানে যায়। মোহিতের বাবা এখানে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেন। অন্যান্য দিনের মতোই তিনি দৈনন্দিন কাজে ব্যস্ত ছিলেন। বিয়ের অনুষ্ঠান থাকায় বাবা সঙ্গে নিয়ে যান মোহিতকে। বাবার অফিসের সোফায় বসে মোবাইল চার্জে দিয়ে মনের আনন্দে গেমস খেলছিল মোহিত। এমন সময় হঠাৎ ঘরের ভেতরে ঢুকে পড়ে একটি চিতা বাঘ। চিতা বাঘটি মোহিতকে লক্ষ্য না করলেও সে ঠিকই চিতা বাঘটিকে দেখে। মোহিত প্রথমে ভেবেছিল মনে হয় ঘরে কুকুর ঢুকেছে। কিন্তু যখনই ওর চোখ প্রাণীটির ওপরে পড়ে, তখনই সে বুঝতে পারে, এটি একটি চিতা বাঘ। কোনোরকম শব্দ না করেই মোহিত অফিসের দরজা দিয়ে আলতো করে বেরিয়ে আসে। এই সবকিছুই ঘটে যায় মুহূর্তের মধ্যে। চিতা বাঘটি কিছু বোঝার আগেই মোহিত বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে বাঘটিকে অফিস কক্ষে আটকে ফেলে।
১২ বছর বয়সী কিশোর মোহিতের চিতা বাঘ বন্দী করার সিসিটিভি ফুটেজ মুহূর্তেই ভাইরাল হয়ে যায় বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। এমন একটি বন্য প্রাণী দেখেও কোনোরকম আতঙ্কিত না হয়ে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে সে অনেক বড় বিপদ থেকে সবাইকে রক্ষা করে। দরজা বন্ধ করার পর মোহিত বাইরে থাকা বাবাকে বিষয়টি জানায়। তিনি তৎক্ষণাৎ পুলিশ ও বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেন। বন বিভাগ ঘটনাস্থল থেকে চিতা বাঘটিকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়। পরে বন বিভাগ বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছে, উদ্ধারকৃত চিতা বাঘটি পার্শ্ববর্তী শহর পুনের রাজীব গান্ধী জুওলজিক্যাল পার্ক থেকে পালিয়ে বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করছিল। তারা বিভিন্ন সিসি ক্যামেরা ফুটেজ দেখে এটি নিশ্চিত হয়েছে।
বন্য প্রাণী উদ্ধারে নিয়োজিত প্রায় ১০০ জন কর্মী প্রযুক্তির সাহায্যে বাঘটিকে উদ্ধার করেন। বন বিভাগ কিশোর মোহিতের সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির প্রশংসা করে। মোহিতের এই সাহসিকতার কথা তার এলাকায় এখন সবার মুখে মুখে। ভারতে প্রায়ই বন্য প্রাণীর আক্রমণে আহত কিংবা নিহত হওয়ার খবর পাওয়া যায়। মোহিতের সাহসিকতায় এবার কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই বাঘটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।