শুরু হচ্ছে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব। দেশব্যাপী ১১টি আঞ্চলিক উৎসব অনুষ্ঠিত হবে। এর প্রথমটি—ঢাকা দক্ষিণ আঞ্চলিক পর্ব আয়োজিত হচ্ছে ১ মার্চ, শুক্রবার। ঢাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শুক্রবার সকাল ৭.৩০টায় শুরু হবে এ অলিম্পিয়াড। চলবে দুপুর ১২.৩০টা পর্যন্ত।
আঞ্চলিক পর্বে শিক্ষার্থীরা মোট ৩টি ক্যাটাগরিতে অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে—জুনিয়র (৬ষ্ঠ-৮ম), সেকেন্ডারি (নবম-দশম শ্রেণি) ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে (একাদশ-দ্বাদশ শ্রেণি)। পাশাপাশি যারা ২০২৪ সালের জুলাই মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়নি এবং ২০ বছরের কম বয়সী বাংলাদেশি, তারা এ অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবে।
প্রথমে ১১টি আঞ্চলিক উৎসব অনুষ্ঠিত হবে। যেখানে যারা চ্যাম্পিয়ন, প্রথম বা দ্বিতীয় রানার আপ হবে, তাদের নিয়ে অনুষ্ঠিত হবে জাতীয় উৎসব। আঞ্চলিক পর্যায়ে শুধু এমসিকিউ এবং জাতীয় পর্যায়ে এমসিকিউ ও লিখিত উভয়ভাবে মূল্যায়ন করা হবে।
এরপর জাতীয় পর্যায়ের বিজয়ীদের মধ্য থেকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচিত হবে আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডের বাংলাদেশ দল। বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড থেকে নির্বাচিত দল আগামী ৭-১৪ জুলাই কাজাখস্তানে অনুষ্ঠিতব্য ৩৫তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে।
বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সৌমিত্র চক্রবর্তী জানিয়েছেন, ‘বাংলাদেশে বিস্তৃত পরিসরে জীববিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন শুরু করতে যাচ্ছি। এটি শুধু আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডের জন্য উপযুক্ত প্রতিযোগী নির্বাচনের একটি প্রক্রিয়া নয়, বরং একই সঙ্গে এটি স্কুল পর্যায় থেকে শিক্ষার্থীদের মধ্যে জীববিজ্ঞান বিষয়ে গভীর অন্তর্দৃষ্টি গড়ে তোলার একটি সমন্বিত প্রয়াস।’
বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের সূচী
১ মার্চ ২০২৪: ঢাকা দক্ষিণ (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়)
২ মার্চ ২০২৪: রংপুর (হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)
২ মার্চ ২০২৪: ময়মনসিংহ (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়)
৮ মার্চ ২০২৪: সিলেট (সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়)
৯ মার্চ ২০২৪: ঢাকা উত্তর (শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়)
৯ মার্চ ২০২৪: খুলনা (খুলনা বিশ্ববিদ্যালয়)
১৫ মার্চ ২০২৪: বরিশাল (বরিশাল বিশ্ববিদ্যালয়)
১৬ মার্চ ২০২৪: রাজশাহী (রাজশাহী বিশ্ববিদ্যালয়)
১৬ মার্চ ২০২৪: বগুড়া (সরকারি আজিজুল হক কলেজ)
২৩ মার্চ ২০২৪: চট্টগ্রাম (সাইডার ইন্টারন্যাশনাল স্কুল)
২৩ মার্চ ২০২৪: কুমিল্লা (কুমিল্লা জিলা স্কুল)
এপ্রিলের শেষ: জাতীয় পর্ব
জাতীয় পর্বের বিজয়ীদের নিয়ে আগামী মে মাসে অনুষ্ঠিত হবে ক্যাম্প। কয়েক ধাপে অনুষ্ঠিত ক্যাম্প শেষে চারজনকে বাছাই করা হবে আন্তর্জাতিক পর্বের জন্য। এই চারজন ৭-১৪ জুলাই কাজাখস্তানের আস্তানা শহরে অনুষ্ঠিত হতে যাওয়া ৩৫তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের (বিডিবিও) আয়োজক বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটি। প্রশিক্ষণে সহয়তা করবে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি। কারিগরি সহযোগিতা দেবে ল্যাব বাংলা। এ ছাড়া ম্যাগাজিন পার্টনার হিসাবে থাকছে বিজ্ঞানচিন্তা ও কিশোর আলো।
অলিম্পিয়াড সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন এই লিংকে: bdbo.org/reg।