১৯ নভেম্বর, রাফায়েল নাদালের অবসর
২১ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে র৵াকেট তুলে রাখার ঘোষণা দিলেন স্প্যানিশ কিংবদন্তি রাফায়েল নাদাল। এ বছরের অক্টোবর মাসেই আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন তিনি। ডেভিস কাপ দিয়ে আনুষ্ঠানিকভাবে ক্যারিয়ারের ইতি টেনেছেন তিনি। ডেভিস কাপে নেদারল্যান্ডসের বটিচ ফন ডি জান্ডশুল্পের কাছে হেরেছেন ৬-৪, ৬-৪ গেমে। নিজের দেশে নিজের সতীর্থদের সঙ্গে এটাই ছিল তাঁর শেষ ম্যাচ। ডেভিস কাপের কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়ায় এখানেই সমাপ্তি হলো নাদালের টেনিস ক্যারিয়ারের।
৬ নভেম্বর, মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রে চার বছর পরপর প্রেসিডেন্ট নির্বাচন হয়। ইলেকটোরাল কলেজ পদ্ধতিতে নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন হয় ২৭০ ইলেকটোরাল কলেজের ভোট। এই ম্যাজিক ফিগার অতিক্রম করে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট। ৫ নভেম্বর, মঙ্গলবারের নির্বাচনে জিতে তিনি হতে যাচ্ছেন সবচেয়ে বেশি বয়সে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। তাঁর বয়স এখন ৭৮ বছর। এর আগে জো বাইডেন ৭৭ বছর বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হন।
শুধু তা–ই নয়, ডোনাল্ড ট্রাম্প হলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি অপরাধে দণ্ডিত হয়েছেন। এবারের নির্বাচনে ট্রাম্প ৬০ বছর বয়সী কমলা হ্যারিসকে হারিয়েছেন। এর আগে ২০১৬ সালে তিনি আরেক নারী প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।
২৭ ডিসেম্বর, সূর্যের সবচেয়ে কাছে গিয়ে রেকর্ড করল পার্কার সোলার প্রোব
সম্প্রতি সূর্যের সবচেয়ে কাছে পৌঁছেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার পার্কার সোলার প্রোব। এর আগে, মানুষের নির্মিত কোনো যন্ত্র কোনো নক্ষত্রের এত কাছে যেতে পারেনি। বিজ্ঞানীরা এই কীর্তিকে তুলনা করছেন ১৯৬৯ সালে চাঁদে প্রথম মানুষ অবতরণের সঙ্গে। ২৭ ডিসেম্বর, শুক্রবার, বাংলাদেশ সময় ১১টায় প্রোবটি সূর্যের সবচেয়ে কাছে গিয়ে পৌঁছে।
প্রোবটি নির্দিষ্ট স্থানে গিয়ে একটা আলোক সংকেত পাঠিয়েছে। সেই সংকেত থেকেই বিজ্ঞানীরা বুঝতে পারছেন, প্রোবটি এখনো সঠিকভাবে চলছে। মহাকাশযানটিকে এমনভাবে প্রোগ্রাম করা ছিল যে, ওটা সফলভাবে সূর্যের নির্দিষ্ট দূরত্বে পৌঁছালেই সংকেত পাঠাবে। সেই সংকেতই পাঠিয়েছে গত শুক্রবার। এই সংকেতই বলে দেয়, প্রোবটি এখনো কাজ করছে।
বর্তমানে এটি সূর্যের ৬১ লাখ কিলোমিটার দূরত্বের মধ্যে আছে যা নক্ষত্রের চারপাশে বুধের কক্ষপথের চেয়েও প্রায় ১০ গুণ কাছাকাছি। প্রোবটি ঘণ্টায় ৬ লাখ ৯০ হাজার কিলোমিটার গতিতে ছুটেছে। এই গতিতে কোনো প্লেন ছুটতে পারলে এক মিনিটের কম সময়ে ঢাকা থেকে কানাডায় পৌঁছে যাওয়া যেত।