কোনো ওয়েবসাইটে ঢুকতে গেলে দেখবে, ঢোকার আগেই একটা বিজ্ঞাপন উঁকি দিয়ে চলে যায়। আবার কেউ কোনো সাইটে ঢুকে যখন কিছু একটা করতে চায়, খুব গুরুত্বপূর্ণ সময়েও একটা বিজ্ঞাপন এসে হাজির হয়। তখন খুব বিরক্ত লাগে।
ইন্টারনেটে কোনো সাইটের ডানে, বাঁয়ে, ওপরে বা নিচে স্ক্রল করার সময় হুট করে উঁকি দেওয়া কোনো মেসেজ বা বিজ্ঞাপনই হচ্ছে পপআপ অ্যাড।
অনেক ক্ষেত্রে পপআপ অ্যাড এসে উঁকি দিয়ে চলে যায়। যেমন কেউ ইন্টারনেটে কোনো পত্রিকা পড়ছে, সেটার মাঝখানে একটা মেসেজ চলে এল, অমুক দোকানে এখন ৫০ শতাংশ ছাড় চলছে। সেটা একবার মনিটরে ভেসে আবার চলে গেল।
আবার অনেক সময় এদের ঘাড় ধরে মানে বিজ্ঞাপনের কোনায় থাকা ক্রস বাটনে ক্লিক করে তাড়াতে হয়। যেমন তুমি অমুক কোম্পানির বেসিন কিনতে পারো। এই বিজ্ঞাপন এমনভাবে এসে তোমার স্ক্রিনে গ্যাঁট হয়ে বসে আছে, ক্রস বাটনে ক্লিক না করলে যাওয়ার নামই করে না।
পপআপ অ্যাডকে ইন্টারনেট জগতের সবচেয়ে বিরক্তিকর অ্যাড হিসেবে চিহ্নিত করা হয়। শুধু ইন্টারনেট জগৎ নয়, বলা হয়ে থাকে সব অ্যাডের মধ্যে সবচেয়ে বিরক্তিকর অ্যাড হচ্ছে এই পপআপ অ্যাড। কখন কোন সময় এরা এসে হাজির হবে, তার যেমন কোনো ঠিকঠিকানা নেই, তেমনি এরা আবার কখন কোন জায়গায় নিয়ে যাবে, তারও কোনো ঠিকঠিকানা নেই।
তবে পপ অ্যাডে কিন্তু বিপদও আছে ভারী। অনেক পপ অ্যাড কম্পিউটারের ক্ষতি করতে পারে। ব্যবহারকারীকে ভুল, এমনকি বিপজ্জনক সাইটেও নিয়ে যেতে পারে। কাজে পপআপ অ্যাডে খুব সাবধানে ক্লিক করতে হবে।
এদের কারণে ইন্টারনেটে কোনো কিছু ঠিকমতো উপভোগ করা মুশকিল। এরা ইন্টারনেটের জগতে অনেকটা মাছির মতো। কাজের সময় মাছি যেমন ভন ভন করে কাজে বিরক্তি ঘটায়, সাইট ব্রাউজিং করার সময় ব্রাউজারকে এদিক–ওদিক থেকে উঁকি দিয়ে ব্যবহারকারীকে বিরক্ত করতে থাকে।
তবে বিজ্ঞাপনদাতা ও অনেক পাঠক কিন্তু পপআপ অ্যাডে খুশি হয়। বর্তমানে ইন্টারনেটে বিভিন্ন ধরনের পপআপ অ্যাড দেখা যায়, আর দিন দিন এ ধরনের অ্যাডের সংখ্যা ক্রমেই বাড়ছে।
পপ অ্যাড অনেকের কাছে বিরক্তিকর। তবে যারা ইন্টারনেটে বিজ্ঞাপন দিতে চায়, কম খরচে তাদের জন্য এই অ্যাড কিন্তু দারুণ কাজের। গবেষণায় দেখা গেছে, যদি কোনো অথেনটিক বা বিশ্বাসযোগ্য ভালো সাইটে পপ অ্যাড দেওয়া যায়, তবে সেই কোম্পানির পণ্য বিক্রি প্রায় চার গুণ বেড়ে যেতে পারে।
কেবল পণ্য বিক্রির জন্য নয়, সাইটের ভিউ, অনলাইন পত্রিকার পাঠক বাড়ানোর জন্যও পপআপ অ্যাড ব্যবহার করা হয়। অনেক পাঠকই কিছু সুবিধা চান পত্রিকার কাছ থেকে। পত্রিকার গুরুত্বপূর্ণ খবর অনেক পাঠক হয়তো অনেক সময় খেয়াল করতে পারেন না। তখন নিউজটি পপআপ হিসেবে স্ক্রিনে ভেসে এলে তাৎক্ষণিক খবরটি পাঠক জানতে পারেন। আর সেই লিঙ্কে ক্লিক করলেই পুরো খবর পাঠকের সামনে চলে আসে।
তবে পপ অ্যাডে কিন্তু বিপদও আছে ভারী। অনেক পপ অ্যাড কম্পিউটারের ক্ষতি করতে পারে। ব্যবহারকারীকে ভুল, এমনকি বিপজ্জনক সাইটেও নিয়ে যেতে পারে। কাজে পপআপ অ্যাডে খুব সাবধানে ক্লিক করতে হবে।
যেভাবে আবিষ্কার হলো পপআপ অ্যাড
১৯৯৭ সালে ইথান জুকারম্যান নামের একজন মিডিয়া স্কলার বা ইন্টারনেট মিডিয়া বিশেষজ্ঞ প্রথম পপআপ অ্যাড আবিষ্কার করেন। সে সময় তিনি ট্রাইপড ডটকম নামের একটি ওয়েবসাইটে কাজ করতেন। ট্রাইপড ডটকমের তিনি ছিলেন প্রথম কর্মী।
ডিজাইন করা ও ওয়েবসাইটে ডিজাইন ব্যবহারের দায়িত্বপ্রাপ্তদের প্রধান ছিলেন তিনি। ট্রাইপড কোম্পানি মূলত কনটেন্ট বিক্রি করত। সে সময় ওয়েবসাইটে বিজ্ঞাপন দেওয়া এক গাড়ি নির্মাতা কোম্পানি ট্রাইপডের কাছে একটি অভিযোগ করে। তাদের অভিযোগ ছিল, একটি ব্যানার অ্যাড নিয়ে। এটি একটি সাইটে এমনভাবে রয়েছে, যা সেই কোম্পানির জন্য বিব্রতকর। এটা গাড়ি নির্মাতা কোম্পানির ইমেজের জন্য ক্ষতিকর মনে করেছিল নির্মাতা কোম্পানিটি।
তখন জুকারম্যান প্রথমে এর জন্য সেই কোম্পানির কাছে ক্ষমা প্রার্থনা করেন। আর এ সমস্যার সমাধানে একটা সাইট উইন্ডো তৈরি করেন, যা মূল সাইটে এসে খানিকক্ষণ থেকে চলে যাবে। এর জন্য তিনি একটা নতুন কোড লিখেছিলেন। আর এর মাধ্যমে বিজ্ঞাপন জগতে জন্ম নিল একধরনের নতুন অ্যাড। পপআপ অ্যাড।
ইথান জুকারম্যান কেবল পপআপ অ্যাডের জনক নন, তিনি গিকক্রপ নামের একটি অলাভজনক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হলো যেসব দেশে কম্পিউটার অবকাঠামো দুর্বল, সেসব দেশে কম্পিউটার প্রযুক্তিবিদ পাঠানো।
এ ছাড়া তিনি গ্লোবাল ভয়েসেস অনলাইন সাইটের অন্যতম প্রতিষ্ঠাতা। এই সাইট সারা বিশ্বের অনলাইনের সেসব কাহিনি তুলে ধরে, যা অনেক সময় মূল ধারার মিডিয়ায় তুলে ধরা হয় না। গ্লোবাল ভয়েসেসের একটা বাংলা সাইটও আছে।
গিকক্রপের জন্য ইথান জুকারম্যান ‘মানবতার কাজে প্রযুক্তির ব্যবহারের নামে’ এমআইটির পুরস্কার পান ২০০২ সালে। আর পপআপ আপ অ্যাডের জন্য তিনি ভীষণভাবে লজ্জিত। বিশেষ করে এটা যাঁদের বিরক্ত করে। এর জন্য তিনি একটা সাইটে সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। মজার ব্যাপার হচ্ছে যে সাইটে তিনি এর জন্য ক্ষমা চেয়ে তার বার্তা দেন, সেখানেও হঠাৎ করে কে উঁকি দিয়েছিল?
অবশ্যই পপআপ অ্যাড।