এই মজার অ্যাপগুলো কোনো কাজেই লাগে না

মোবাইল ফোন ব্যবহারের জন্য প্রয়োজন হয় অ্যাপের। অ্যাপ দিয়ে আমরা গুরুত্বপূর্ণ সব কাজ করি। ফেসবুক অ্যাপ দিয়ে ফেসবুক ব্যবহার করি। আসলে অ্যাপ ছাড়া তো কোনো ফোন ব্যবহারই করা যায় না। সাধারণত অ্যাপগুলো নামানো হয় গুগল প্লে-স্টোর বা অ্যাপল স্টোর থেকে। অ্যাপ স্টোরে জরুরি সব অ্যাপের পাশাপাশি পাওয়া যায় অদ্ভুত কিছু অ্যাপ। যেগুলোর ফিচার এত অদ্ভুত, যা তুমি কল্পনাও করোনি। এমনই ৩ টি অ্যাপ নিয়ে আজকের লেখা।

দশ লাখ ডলার

পকেটে টাকা নেই তো কি হয়েছে, লাখ টাকা গুনে দেখার শখ তো থাকতেই পারে! টাকা গোণার সুপ্ত বাসনা পূরণের জন্যই তৈরি করা হয়েছে এই অ্যাপটি। এই অ্যাপে যতক্ষণ মন চায় টাকা গোনা যাবে। খানিকটা বোর হয়ে গেলে টাকা গোনার পাশাপাশি গানও চালাতে পারবে। এই অ্যাপ ব্যবহার করে লাখ টাকা গুনে বড়লোক হওয়ার ফিল নিতে পারবে। বাস্তব জীবনে পকেট ভরা থাকুক বা খালি থাকুক।

ডিমোটিভেশনাল পিকস

ডিমোটিভেশনাল পিকস অ্যাপটি তোমার মন আরও খারাপ করে দিতে পারে

আজ কি তোমার মন খারাপ? পরীক্ষা ভালো হয়নি, নাকি পড়ার চাপে মেজাজ বিগড়ে গিয়েছে? হতে পারে তোমার ক্লাসের বন্ধুদের সঙ্গে ঝগড়া হয়েছে। তোমার খারাপ লাগার দিনকে আরো জঘন্য করে দেয়ার জন্যই তৈরি করা হয়েছে এই অ্যাপটি! এই অ্যাপে আছে নিরুৎসাহিত করে দেয়ার মতো অসংখ্য ছবি। তাই আজই মন খারাপ করতে ইন্সটল করতে পার এই অ্যাপটি!

বিংকি

বিংকি অ্যাপে তোমার কিছুই করার নেই

বিংকি হলো এমন এক ধরনের অদ্ভুত সামাজিক যোগাযোগের অ্যাপ, যেখানে আসলে সামাজিক যোগাযোগের বিষয়টিই অনুপস্থিত। এখানে তুমি অনেক ধরনের ছবি দেখতে পারবে। পছন্দের ছবিতে রিয়্যাক্ট ও কমেন্ট করতে পারবে। তবে তোমার এই কমেন্টগুলো আর কেউই দেখতে পাবে না। অ্যাকাউন্ট খুলতে কোনো প্রকার রেজিস্ট্রেশনেরও প্রয়োজন নেই। অ্যাপ থেকে আসবে না কোনো প্রকারের নোটিফিকেশন। এখানে তুমি একাই রাজা!

লেখক: শিক্ষার্থী, দ্বাদশ শ্রেণি, গাজীপুর সরকারি মহিলা কলেজ, গাজীপুর