তেল বা ডিজেলে নয়, গাড়ি চলবে সৌরবিদ্যুতে। সেটাও আবার ১০০ মাইল গতিতে। নেদারল্যান্ডসের লাইটইয়ার কোম্পানি এই গাড়ি বাজারে আনছে। এরই মধ্যে ফিনল্যান্ডে লাইটইয়ার জিরো মডেলের গাড়ির উৎপাদন শুরু করেছে প্রতিষ্ঠানটি। গাড়িটি তৈরি করার জন্য টানা ছয় বছর কাজ করেছে কোম্পানিটি। একবার চার্জ দিলে টানা ৩৮৮ মাইল চলতে পারবে। গাড়িটির পুরো ছাদ এবং সামনের বনেটের ওপর বসানো হয়েছে সোলার প্যানেল। ফলে গাড়ির ওপর সূর্যের আলো পড়লেই গাড়িতে চার্জ হতে থাকবে। যেহেতু এক চার্জে অনেক সময় চলে গাড়িটি, তাই রাতেও নিয়ে বের হওয়া যাবে। বর্তমানে প্রতি সপ্তাহে মাত্র একটি গাড়ি উৎপাদন করতে পারছে লাইটমেয়ার। তবে কোম্পানিটি জানিয়েছে, আগামী বছর গাড়ির উৎপাদন বাড়াবে তারা। গাড়ির মূল্য কত হতে পারে, সে ব্যাপারে এখনো কোনো ধারণা দেয়নি কোম্পানিটি।