এই গরমে ওরা

তোমরা তো গরম লাগলে ফ্যান কিংবা এসির বাতাস খেতে পারো। ফ্রিজে থাকে ঠান্ডা পানি। পশু পাখিদের কিন্তু সে সুযোগ নেই। একটু পানির জন্য অনেক কষ্ট করতে হয় ওদের। কারণ, নদী, খাল-বিল সব দখল হয়ে যাচ্ছে। তাই এই গরমে একটু স্বস্তি পেতে ওরাও ছুটে গেছে পানির কাছে। দারুণ মুহুর্তগুলো ক্যামেরাবন্দী করেছেন আলোকচিত্রী।

১ / ৫
কালোমাথা বুলবুল, সাতছড়ি জাতীয় উদ্যান
আসকার ইবনে ফিরোজ
২ / ৫
ভীমরাজ, সাতছড়ি জাতীয় উদ্যান
আসকার ইবনে ফিরোজ
৩ / ৫
বানর পরিবার, সাতছড়ি জাতীয় উদ্যান
আসকার ইবনে ফিরোজ
৪ / ৫
কালো মাথা মুনিয়া, দিয়াবাড়ি
আসকার ইবনে ফিরোজ
৫ / ৫
ধানি তুলিকা, পূর্বাচল
আসকার ইবনে ফিরোজ