১০০ পূরণে রইল বাকি এক

সাবকনশাস ব্যান্ডের সদস্যদের সঙ্গে কিআছবি: আব্দুল ইলা

—কে জিততে পারে এবারের চ্যাম্পিয়নস ট্রফি?

—বাংলাদেশ...

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর শুরু হয়েছে ফেব্রুয়ারির ১৯ তারিখ। ক্রিকেটের এই আসরে বিজয়ী কে হবে, তা নিয়ে জল্পনাকল্পনা চলছে। ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কিশোর আলোর ৯৯তম মাসিক সভায় এই বিষয়টি উঠে এসেছে। কিআড্ডায় বিজয়ী দলের প্রসঙ্গে যেমন বাংলাদেশের নামে রব উঠেছে, তেমনি শোনা গেছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ বাকি দলগুলোর নামও। শুধু ক্রিকেট নয়, শব্দের খেলা, লোকসংস্কৃতি, বায়ুদূষণ, বই পড়া থেকে শুরু করে গানবাজনা নিয়েও গল্প হয়েছে এবারের আয়োজনে।

কিআ সম্পাদক আনিসুল হকের গল্পে শুরু হয় ৯৯তম কিআড্ডা। এবারের সভা সঞ্চালন করেন কিশোর আলোর সহযোগী সম্পাদক আদনান মুকিত এবং স্বেচ্ছাসেবক জাহিন যাইমাহ্‌ কবির। শুরুতেই ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বর্ণমেলায় অংশ নেওয়া কিআ স্বেচ্ছাসেবকদের কাটানো দারুণ কিছু মুহুর্তের ছবি দেখানো হয় স্ক্রিনে। তারপর আনিসুল হক রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, ‘জুতা আবিষ্কার’ থেকে কিছু পঙ্‌ক্তি শোনান। ‘জুতা আবিষ্কার’ নিয়ে দেখানো হয় একটি অ্যানিমেশনও।

গল্প শেষে খেলার পালা। বাংলা শব্দভেদের খেলা হয়তো তুমি কিশোর আলোর নিয়মিত বিভাগে দেখো। কিন্তু বোর্ড গেমের আকারে বাংলা শব্দ নিয়ে খেলা হয়তো আমরা কেউ এর আগে দেখিনি। কিআর এবারের সভায় ছিল শব্দজব্দ নামের এক নতুন গেম। খেলাবিষয়ক ওয়েবসাইট প্যাভিলিয়নের একটি উদ্যোগ এই শব্দজব্দ বোর্ড গেম। নতুন এই খেলা নিয়ে হাজির হয়েছিলেন অম্লান মোস্তাকিম ও প্রিয়ম মজুমদার। কিআড্ডায় এক দফা খেলাও হয়ে যায় শব্দজব্দ। কিআড্ডায় অংশগ্রহণকারীদের মধ্যে চারজন খেলার সুযোগ পায়। ব্লক দিয়ে শব্দ তৈরির এই মজার খেলা সবাই মিলে উপভোগ করেছে।

ঢাকার বায়ুদূষণ দিনে দিনে ভয়াবহ রূপ নিচ্ছে। বায়ুদূষণের ফলে আমাদের ঠিক কতটা ক্ষতি হচ্ছে, সভায় সে বিষয়ে কথা বলেন কিশোর আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক আহমাদ মুদ্দাসসের। তিনি জানান, বায়ুদূষণের মাপকাঠি ‘একিউআই’ কীভাবে আমাদের বাতাসের শুদ্ধতা যাচাই করতে সাহায্য করে। এ ছাড়া বায়ুদূষণ কীভাবে অনেকের অজান্তেই নানান বক্ষব্যাধির কারণ হয়ে উঠছে। বায়ুদূষণ রোধে যেমন সরকার থেকে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার, তেমনি আমাদের ব্যক্তিজীবনেও নানান বদল আনা দরকার। নিজেদের মোট কার্বন নিঃসরণ কমানোতে আমরা সচেতন হতে পারি। এটা করতে আমাদের অপচয় কমাতে হবে। বাইরে বের হওয়ার সময় ফেস মাস্ক ব্যবহার করাও বুদ্ধিমানের কাজ।

আরও পড়ুন

কিআর ফেব্রুয়ারি সংখ্যা ছিল বই নিয়ে। সোশ্যাল মিডিয়ায় না হারিয়ে কীভাবে বেশি বেশি বই পড়া যায়, এটা আমাদের সবার প্রশ্ন। বিজ্ঞানচিন্তার সহসম্পাদক উচ্ছ্বাস তৌসিফ এই প্রশ্নের উত্তর দেন কিআড্ডায়। তিনি বলেন, প্রতিদিন ১০-২০ পৃষ্ঠা করে পড়ার চেষ্টা করো। আমরা দিনে অনেক সময় ট্রাফিক জ্যামে বসে পার করি। সেই সময়টা কিন্তু সহজেই বই পড়ে কাটানো যায়। তিনি আরও বলেন, প্রতিদিন গড়ে ২০ পৃষ্ঠা বই পড়লে আমরা বছরে প্রায় সাত হাজার পৃষ্ঠা বই পড়ে ফেলতে পারি।

এভাবেই বিকেলের আড্ডা শেষ হয়ে কুইজের মধ্য দিয়ে। কিআর ফেব্রুয়ারি সংখ্যা থেকে করা এই কুইজ জিতে তিনজন পেয়ে যায় কিশোর আলোর তরফ থেকে আকর্ষণীয় পুরস্কার। কিন্তু আড্ডায় তখনো বাকি আরেকটি চমক। ‘অহনা’ এবং ‘সাদা ঘোড়া’ গানগুলো নিশ্চয়ই তোমাদের শোনা হয়েছে। এই গানগুলো গেয়ে বিপুল জনপ্রিয়তা পাওয়া ব্যান্ড ‘সাবকনশাস’ উপস্থিত ছিল এবারের কিআড্ডায়। ব্যান্ড তৈরির পেছনের গল্প থেকে শুরু করে ব্যাকস্টেজের নানান গল্প শোনা যায় সাবকনশাস ব্যান্ডের সদস্যদের কাছ থেকে।

‘অহনা’, ‘সাদা ঘোড়া’, ‘দুঃখ দুঃখ’, ‘গাছে কাঁঠাল গোঁফে তেল’সহ বেশ কিছু গান শোনায় সাবকনশাস। গান শেষে সাবকনশাসের সঙ্গে ছবি তোলার পর্বও ছিল। সব মিলিয়ে খেলা-গল্প, গানবাজনায় বেশ আনন্দবহ একটি কিআড্ডা হয়েছে এবার। এখন অপেক্ষা ১০০তম কিআড্ডার।

আরও পড়ুন