জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ০৬ এপ্রিল ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
১৮৯৬ সাল। গ্রিসের রাজধানী এথেন্সে সেবারের গ্রীষ্মকালটা ছিল একটু অন্যরকম। কেননা, সেখানেই রচিত হয়েছিল ক্রীড়াঙ্গনের এক নতুন ইতিহাস। ১৮৯৬ সালের আজকের এই দিনে শুরু হয়েছিল আধুনিক অলিম্পিক গেমসের প্রথম আসর। ৬ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চলেছিল সেটি। সেবার সেখানে অংশ নিয়েছিল ১৪টি দেশ। সব মিলিয়ে ২৪১ জন পুরুষ খেলোয়াড় লড়েছিলেন সেই আসরে। এর মধ্যে ৬৫ শতাংশই ছিলেন গ্রিসের। এই আসরে ১৪টি অংশগ্রহণকারী দেশের মধ্যে পদক লাভ করেছিল ১০টি দেশ। সবচেয়ে বেশি—১১টি স্বর্ণপদক অর্জন করে এগিয়ে ছিল যুক্তরাষ্ট্র। তবে সবচেয়ে বেশি মোট পদক অর্জন করেছিল গ্রিস। সব মিলিয়ে ৪৭টি পদক অর্জন করে তারা। মোট সাতটি ভিন্ন মাঠে আয়োজিত হয়েছিল গ্রীষ্মকালীন অলিম্পিকের এই আসর।
১৯৩১ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী সুচিত্রা সেন।