ভূমিকম্পে শাবক বাঁচাতে হাতির দল যা করল (ভিডিও)
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়। যেখানে দেখা গেছে, সাফারি পার্কে থাকা হাতিরা কোনো এক বিপদের আশঙ্কায় আতঙ্কিতভাবে জড়ো হচ্ছে। প্রতিটি হাতি এদের চারপাশের পরিস্থিতি বোঝার চেষ্টা করছে, ছোটাছুটি করছে। কিছুক্ষণের মধ্যেই হাতির দলটি গোল হয়ে শাবকদের মাঝখানে রেখে সতর্ক নজর রাখে চারপাশে। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে বোঝা যায়, হাতিরা এদের সন্তানদের দলের একেবারে মাঝখানে রেখে চারপাশ থেকে আগলে রেখেছে। এমন দৃশ্য প্রকাশের সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গেছে।
গত ১৪ এপ্রিল ৫.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্য। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির সিসমোলজিক্যাল ল্যাবরেটরির বিশেষজ্ঞরা জানান, ভূমিকম্পটি ক্যালিফোর্নিয়ার জুলিয়ানের কাছে সকাল ১০টা ৮মিনিটে রেকর্ড করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রের কাছাকাছি বসবাসকারীরা মাঝারি কম্পন অনুভব করেছেন। আর ২৫ মিলিয়নেরও বেশি মানুষ দুর্বল থেকে হালকা কম্পন অনুভব করেছেন। সান দিয়েগো চিড়িয়াখানা সাফারি পার্কও ৫.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে। তখন হাতির দলটি বাচ্চাদের রক্ষার জন্য দ্রুত পদক্ষেপ নেয়।
সান দিয়েগো চিড়িয়াখানার কর্মীরা ভূমিকম্পে পরে তাঁদের চিড়িয়াখানার সব পশুপাখিরা ঠিক আছে কিনা তা দেখার জন্য ভূমিকম্পের সময়ের সিসিটিভি ফুটেজ দেখেন। তখন তাঁরা হাতির দলের এই আচরণ দেখতে পান। সান দিয়েগো চিড়িয়াখানার বিবৃতিতে জানা যায়, সোমবার সকালে পার্কের হাতিদের আবাসস্থলের একটি ভিডিও ফুটেজে আমরা দেখি, ক্যামেরা নড়ে যাওয়ার আগে পাঁচটি আফ্রিকান হাতি সকালের রোদে দাঁড়িয়ে ছিল। তারপর এরা বিভিন্ন দিকে ছুটতে শুরু করে। এর পরেই এনডলুলা, উমগানি ও খোসি নামের বয়স্ক হাতিগুলো এদের দুটি সাত বছর বয়সী বাচ্চা জুলি ও মাখায়াকে ঘিরে ফেলে। দেখাই বোঝা যাচ্ছে এরা বাচ্চাদের রক্ষা করার জন্য এগিয়ে এসেছে।
ভূমিকম্প থেমে যাওয়ার পরেও বয়স্ক হাতিগুলো কয়েক মিনিট ধরে বাচ্চাদের ঘিরে দাঁড়িয়ে থাকে। হাতির দলটি বাইরের দিকে সতর্ক দৃষ্টি রাখে, কান উঁচু করে নাড়াতে থাকে বারবার। যেন বিপদের জন্য প্রস্তুত এরা। সাফারি পার্ক কর্তৃপক্ষ একটি ফেসবুক পোস্টে লিখেছে, ‘হাতিদের পায়ের মাধ্যমে শব্দ অনুভব করার অসাধারণ ক্ষমতা রয়েছে এবং আজ সকালে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আঘাত হানা ৫.২ মাত্রার ভূমিকম্পের সময় এরা ‘সতর্ক বৃত্ত’ তৈরি করে। সতর্ক বৃত্ত হলো যেখানে সাধারণত কেন্দ্রে থাকে শাবকগুলো এবং হাতিদের দলের বয়স্করা শাবকে রক্ষা করার জন্য বাইরের দিকে মুখ করে দাঁড়ায়। পোস্টে আরও বলা হয়, বাচ্চা হাতিগুলোকে রক্ষা করার জন্য বয়স্ক হাতিগুলো দ্রুত একত্রিত হয় এবং বৃত্ত তৈরি করে। পার্ক কর্তৃপক্ষ এই আচরণকে হাতিদের স্বাভাবিক প্রতিক্রিয়া বলে জানিয়েছে।
সান দিয়েগো চিড়িয়াখানা সাফারি পার্কের স্তন্যপায়ী প্রাণীদের তত্ত্বাবধায়ক মিন্ডি অ্যালব্রাইট জানান, ‘বৃত্ত তৈরি করার পর হাতিরা বিপদ কোথায় তা সম্পর্কে জানার জন্য কিছুক্ষণ সময় যেন জমে গিয়েছিল।’ হাতি অত্যন্ত বুদ্ধিমান ও সামাজিক প্রাণী। ভিডিওতে দেখা যায়, একটি বাচ্চা হাতি আশ্রয়ের জন্য বয়স্ক হাতিদের মধ্যে ছুটে যায়। কারণ, এরা দলবদ্ধভাবে তাকে বড় করছে। তবে অন্য বাচ্চা পুরুষ হাতিটি বৃত্তের প্রান্তে দাঁড়ায়। যেন ওর সাহস ও স্বাধীনতা বেশি, এমনটাই মনে করেন অ্যালব্রাইট। ভূমিকম্পের মতো আকস্মিক ও ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে মানুষ যেমন দিশেহারা হয়ে পড়ে, তেমনি অন্যান্য প্রাণীও আতঙ্কিত হয়।
সূত্র: সিবিএস নিউজ, লস অ্যাঞ্জেলেস টাইমস