আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড ২০২৪-এর বাংলাদেশ দল নির্বাচিত

আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডের বাংলাদেশ দলের সদস্যদের সঙ্গে কিশোর আলোর সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক

এবারের আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে কাজাখস্তানে। এই অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য চার সদস্যের বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড দল নির্বাচন করা হয়েছে। নির্বাচিত হয়েছে রাজশাহীর গভমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের ফায়েজ আহমদ, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের রাইসা ফাবিহা জান্নাত, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের হা-মীম রহমান এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী স্বপ্না মন্ডল। এই দলে দলনেতা হিসেবে থাকছেন বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৌমিত্র চক্রবর্তী।

এর আগে সারা দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে গত ০৪ মে শনিবার বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড-২০২৪ জাতীয় উৎসব অনুষ্ঠিত হয়। রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ‘প্রাণের মেলা কাজাখস্তানে’ স্লোগানে উৎসবটি অনুষ্ঠিত হয়।

১১টি আঞ্চলিক জীববিজ্ঞান উৎসবের সাড়ে ৮ হাজার শিক্ষার্থীর মধ্য থেকে নির্বাচিত প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী এ উৎসবে অংশ নেয়। সেখানে তাদের অভিভাবকেরা ছিলেন। বিজ্ঞানের প্রতি উৎসাহ বাড়ানো ও জীববিজ্ঞানের প্রতি ভয় দূর করাই ছিল উৎসবের অন্যতম উদ্দেশ্য।

এরপর ৯ থেকে ১২ মে সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজিতে ১০ম জাতীয় আবাসিক বায়োক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের জন্য ২০ জন শিক্ষার্থী নির্বাচিত করা হয় জাতীয় পর্বে বিজয়ীদের থেকে।

উৎসবের প্রশিক্ষণ সহযোগী ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি, কারিগরি সহযোগী ল্যাব বাংলা, হেলথ পার্টনার প্ল্যাটফর্ম, মিডিয়া পার্টনার চ্যানেল ২৪, স্পেশাল পার্টনার এনার্জিপ্যাক অ্যাগ্রো। ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে বিজ্ঞানচিন্তা ও কিশোর আলো।

আরও পড়ুন