ইউটিউব ভিউর লোভে প্লেন ক্র্যাশ

ছবি: সিএনএন

সাল ২০২১। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা বিমানবন্দরে উপস্থিত হয়েছেন ২৭ বছরের এক যুবক। সঙ্গে আছে একটি প্যারাস্যুট ও একটি সেলফি স্টিক। এখান থেকে একটি বিমান নিয়ে তিনি একাই রওনা দেবেন। না, হাইজ্যাক করবেন না। সব নিয়ম মেনেই প্লেন নিয়ে উড়বেন আকাশে।

তারপর? এরপরের উদ্দেশ্য সত্যিই ভয়ংকর। তিনি প্লেনটিকে 'ক্র্যাশ' বা বিধ্বস্ত করাবেন। প্যারাস্যুট ব্যবহার করে নিজে সহিসালামতে ফিরে আসবেন। আর এ সময়ের মধ্যে নিজের হাতে থাকা সেলফি স্টিকটিকেও যথাযথ ব্যবহার করবেন। সম্পূর্ণ প্লেন ক্র্যাশের দৃশ্যটা তিনি ভিডিও করবেন। সেই ভিডিও দেখবেন বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ। এতেই যুবকের পোয়াবারো। তাঁর উদ্দেশ্য সফল হবে।

এতক্ষণ আমি কোনো থ্রিলার গল্প বা উপন্যাসের কাহিনি বলিনি। বাস্তবেই এটা ঘটিয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রেভর জ্যাকব নামের এক যুবক। তিনি এই নাটকীয় কাহিনি মঞ্চায়ন করেন ২০২১ সালের নভেম্বরে। ডিসেম্বরে ভিডিওটি তাঁর ইউটিউবে পোস্ট করেন। এখন পর্যন্ত ৩০ লাখের মতো মানুষ ওই ভিডিও দেখেছেন। ইউটিউবে তাঁর ১ লাখ ৩৭ হাজার সাবস্ক্রাইবার রয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের আদালতের কাছে জ্যাকব স্বীকার করতে বাধ্য হয়েছেন যে তিনি ইউটিউবের ভিউর জন্য প্লেনটি ক্র্যাশ করিয়েছিলেন। মূলত, একটি পণ্যের বিজ্ঞাপণের জন্য তিনি এমন দুর্ঘটনা ঘটান। দুর্ঘটনার পর তিনি বিধ্বস্ত প্লেনের ধ্বংসাবশেষ সরিয়ে ফেলেন। তদন্তে বাধা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেছেন। তাঁর ২০ বছরের কারাদণ্ড হতে পারে।

ছবি: ট্রেভর জ্যাকবের ইউটিউব চ্যানেল থেকে

ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নি অফিস জানিয়েছে, জ্যাকব তাঁর গন্তব্যে পৌঁছানোর চেষ্টাই করেননি। বরং প্লেন নিয়ে ওড়ার সময় বিমান থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করেছিলেন তিনি। তাই আগে থেকেই প্যারাস্যুট পরে নিজে তৈরি হয়ে ছিলেন। এরপর প্লেনটিকে ক্র্যাশ করিয়ে তিনি প্যারাস্যুট নিয়ে লাফিয়ে পড়েন।

বারবারা বিমানবন্দর থেকে উড্ডয়নের ৩৫ মিনিট পর প্লেনটি যুক্তরাষ্ট্রের লস প্যাড্রেস ন্যাশনাল ফরেস্টে বিধ্বস্ত হয়। জ্যাকব পরে তাঁর এক বন্ধুকে নিয়ে হেলিকপ্টারে করে সেখানে গিয়েছিলেন ও ধ্বংসস্তূপের ভিডিও করেন। সেই সঙ্গে সেখান থেকে ধ্বংস্তূপ সরিয়ে ফেলেন। পরে তা নিজেই আবার ধ্বংস করেন।

জ্যাকবের তৈরি করা ১২ মিনিটের ওই ভিডিও দেখে অনেকেই প্লেন ক্র্যাশটিকে দুর্ঘটনা নয় বলে সন্দেহ প্রকাশ করেছিলেন। কারণ, আগে থেকেই যে প্যারাস্যুট পরা ছিলেন জ্যাকব। অনেকেই নাটকের পেছনের বাস্তবতাটা অনুমান করতে পেরেছিলেন।

যাহোক, জ্যাকবের আদালতে হাজিরা দেওয়ার কথা রয়েছে। গত বছর, মানে ২০২২ সালে তাঁর পাইলটের লাইসেন্স বাতিল করা হয়েছে। ভবিষ্যতে তাঁর কী শাস্তি হয়, তা সময়ই বলে দেবে।