বছরের সবচেয়ে বড় দুই কনসার্ট

টেলর সুইফট ও ম্যাডোনাছবি: এক্স

এপ্রিল ২, বিলিয়নিয়ার হলেন টেলর সুইফট

টেলর সুইফট
এএফপি ফাইল ছবি

ফোর্বস–এর প্রতিবেদন থেকে জানা গেছে, বিভিন্ন দেশে টেলর সুইফটের ইরাস ট্যুরের টিকিট বিক্রির অর্থ এসেছে ৭৮০ মিলিয়ন ডলার। সর্বকালের সর্বোচ্চ উপার্জনকারী গানের সফর হিসেবে নাম লিখিয়েছে এই ট্যুর। এ সফর থেকে আয়ের মাধ্যমে ৩৩ বছর বয়সী গায়িকা নাম লিখিয়েছেন বিলিয়নিয়ার হিসেবে।

টেলর সুইফট গান নিয়ে আছেন প্রায় দুই দশক ধরে। এ সময়ের মধ্যে প্রকাশিত হয়েছে তাঁর ১০টি জনপ্রিয় অ্যালবাম। অ্যালবামের প্রকাশনাকে উদ্‌যাপন করতেই ইরাস ট্যুর শুরু করেন তিনি। এ ট্যুরের প্রযোজকও তিনি।

টেলর সুইফটই প্রথম মানুষ, যিনি শুধু গানের ওপর ভিত্তি করে বিলিয়নিয়ার হয়েছেন। ফোর্বস–এর অনুমান ছিল, তাঁর সম্পদের পরিমাণ ১ দশমিক ১ বিলিয়ন ডলারের বেশি। নিজের যোগ্যতায় ধনী হওয়া মার্কিন নারীদের মধ্যে ৩৪ নম্বরে ছিলেন এই গায়িকা। ৬টি বিলাসবহুল বাড়ি ও ১০ মিলিয়ন ডলার মূল্যের একটি ব্যক্তিগত জেট বিমান রয়েছে সুইফটের।

আরও পড়ুন

মে ৪, রিওতে ১৬ লাখ দর্শকের সামনে গাইলেন ম্যাডোনা

রিও ডি জেনিরোতে গাইছেন ম্যাডোনা
ছবি: রয়টার্স

৬৫ বছর বয়সী গায়িকা ম্যাডোনা। এই বয়সে ‘সেলিব্রেশন ট্যুর’-এর কনসার্টে ঝড় তুলতে দেখা গেছে তাঁকে। ২০২২ সালের নভেম্বর থেকে পরের মে মাস পর্যন্ত কনসার্টের ভিত্তিতে এ তালিকা প্রকাশ করেছে পলস্টার। ম্যাডোনার কনসার্টে ১৭৯ মিলিয়ন ডলারের টিকিট বিক্রি হয়েছে; তালিকার শীর্ষে ছিলেন ম্যাডোনা। ১৯৮৩ সালে পেশাদার গানের দুনিয়ায় যাত্রা শুরু করেন ম্যাডোনা। ১৯৮৪ সালে এক সাংবাদিক ম্যাডোনাকে প্রশ্ন করেছিলেন, ‘আপনার স্বপ্ন কী?’ তিনি বলেছেন, ‘আমি দুনিয়াটাকে জয় করতে চাই।’

সত্যিই দুনিয়াটাকে জয় করেছেন ম্যাডোনা। নারীদের জন্য পপসংগীতে নতুন পথ রচনা করেছেন; চার দশক আগে ২৭ জুলাই মুক্তি পেয়েছিল তাঁর প্রথম অ্যালবাম। এরপর আশি ও নব্বইয়ের দশকে তিনি হয়ে ওঠেন পপসংগীতের ‘রানি’। তাঁর মাতাল করা গায়কি আর উদ্দাম নাচের তালে বুঁদ হয়েছিলেন সারা দুনিয়ার শ্রোতা-দর্শক।

এমনকি ৬৫ বছর বয়সে এসেও দমে যাননি। গানে চার দশক পূর্তি উপলক্ষে গত বছর শুরু হয় ম্যাডোনার ‘দ্য সেলিব্রেশন ট্যুর’ কনসার্ট। ২০২৩ সালের ১৪ অক্টোবর লন্ডনে শুরুর পর ৪ মে রিও ডি জেনিরোতে ঐতিহাসিক শো দিয়ে শেষ হয় আলোচিত এই কনসার্ট ট্যুর, যেখানে ১৬ লাখ দর্শক বিনা মূল্যে কনসার্টটি উপভোগ করেন।

আরও পড়ুন