আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডের বৈজ্ঞানিক কমিটিতে ঢাবি শিক্ষক বি এম মইনুল হোসেন

(বাঁ থেকে) নটর ডেম কলেজের শিক্ষার্থী মিসবাহ উদ্দীন, সেন্ট যোসেফ কলেজের শিক্ষার্থী আরেফিন আনোয়ার, বাংলাদেশ দলের টিম লিডার অধ্যাপক বি এম মইনুল হোসেন, একাডেমিয়ার শিক্ষার্থী রাফিদ আহমেদ এবং নটর ডেম কলেজের শিক্ষার্থী আবরার শহীদ

আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কাজ করে। স্কুল-কলেজের শিক্ষার্থীদেরকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে অনুপ্রাণিত করতে কাজ করে এই অলিম্পিয়াড।

এ বছর আগস্ট মাসে বুলগেরিয়ার বুরগাসে প্রথম আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে এআই অলিম্পিয়াড আয়োজনের লক্ষ্যে আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অলিম্পিয়াডের বৈজ্ঞানিক কমিটির সদস্য হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন।

বিশ্বের নেতৃস্থানীয় এআই গবেষক এবং অনুশীলনকারীদের নিয়ে গঠিত কমিটি আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড তত্ত্বাবধান করে। একজন চেয়ার, একজন সচিব, সদস্যদের নিয়ে এই কমিটি গঠিত হয়। ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত এই কমিটি দায়িত্ব পালন করবে। বাংলাদেশ থেকে অধ্যাপক মইনুল এই কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। পাশাপাশি তিনি এই আন্তর্জাতিক অলিম্পিয়াডের বাংলাদেশ পর্বের আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন

বিশ্বের শীর্ষস্থানীয় এআই শিক্ষার্থীদের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদানের লক্ষ্যে এ অলিম্পিয়াড কমিটি কাজ করবে। বিভিন্ন দেশে অনুষ্ঠিত জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডের প্রতিযোগীদের নির্বাচন এবং প্রশিক্ষণ প্রদান করবে।

বুলগেরিয়ায় প্রথম এআই অলিম্পিয়াডে মোট ৩২ টি দেশ অংশ নিয়েছে। ২০২৫ সালে বিশ্বের ৬০ টিরও বেশি দেশের অংশগ্রহণে চীনের বেইজিং-এ দ্বিতীয় আন্তর্জাতিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, প্রথম বাংলাদেশ এআই অলিম্পিয়াডের ম্যাগাজিন পার্টনার হিসেবে ছিল বিজ্ঞানচিন্তাকিশোর আলো

আরও পড়ুন