পরিবেশ রক্ষায় প্রত্যয়ী তরুণদের নিয়ে আর্থ ক্যাম্প
আশুলিয়ায় সিসিডিবি হোপ সেন্টারে শুরু হয়েছে আর্থ চ্যাম্পিয়নস প্রোগ্রাম (ইসিপি) ২০২৪। পরিবেশগত নেতৃত্ব এবং জলবায়ুকেন্দ্রিক ন্যায়বিচার বিষয়ক জ্ঞানভিত্তিক এই প্রোগ্রামে সারাদেশ থেকে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় ফেলো হিসেবে বাছাইকৃত ৩০ জন তরুণ-তরুণী অংশ নিয়েছে। ১৪ জানুয়ারি মঙ্গলবার থেকে ৫ দিন এই ক্যাম্প চলবে।
পাঁচ দিনের এই ক্যাম্পে পরিবেশ সুরক্ষা নিয়ে আলোচনা থাকবে। এ ছাড়া পলিটিকাল ইকোলজি অব এনভায়রনমেন্টাল জাস্টিস, এনভায়রনমেন্টাল স্টুয়ার্ডশিপসহ জলবায়ু বিষয়ে গভীর পর্যালোচনা, সমালোচনা, বিশ্লেষণ এবং বুদ্ধিবৃত্তিক আলোচনা থাকবে। থাকবে এ সব বিষয়ে জানার সুযোগ। এই ক্যাম্পের উদ্দেশ্য এই তরুণদের অনুপ্রাণিত করা। প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা প্রদানে সাহায্য করা। যেন তারা জলবায়ু এবং পরিবেশ ন্যায়বিচারের সংস্কারে নেতৃত্ব দিতে সক্ষম হয়।
আর্থ চ্যাম্পিয়নস প্রোগ্রামটি ৩ ধাপে সাজানো। প্রথম ধাপে শিক্ষাগ্রহণ পর্যায়ে নির্বাচিত ফেলোগণ একবছর মেয়াদী ধারাবাহিক এবং ব্যতিক্রমধর্মী একটি শিক্ষাক্রমের মধ্য দিয়ে যাবে। যেখানে তাদের জন্য থাকবে প্রশিক্ষণ, মেন্টরশিপ এবং পরিবেশ বিষয়ে জ্ঞানচর্চার সুযোগ। দ্বিতীয় ধাপ নেতৃত্ব চর্চায় নির্বাচিত ফেলোগণ নিজ নিজ প্রতিষ্ঠানে আর্থ ক্লাব প্রতিষ্ঠা করবেন বা ঐ প্রতিষ্ঠানে আগে থেকে আর্থ ক্লাব থেকে থাকলে সেখানে যুক্ত হয়ে নিজেদের কার্যক্রম পরিচালনা করবেন। শেষধাপে বাস্তবিক প্রয়োগে তারা পরিবেশ সুরক্ষা বিষয়ক একটি প্রজেক্টের পরিকল্পনা তৈরি করে নিজ এলাকায় বাস্তবায়নের মধ্য দিয়ে নিজেদের পরিবেশ বিষয়ক জ্ঞান ও নেতৃত্বের দক্ষতার প্রতিফলন ঘটাতে পারবেন। নিজের এলাকায়ও আর্থ ক্লাব গঠন করবেন। এই প্রক্রিয়ায় প্রশিক্ষণার্থীরা বিওয়াইইআই থেকে ফান্ডিং, পরামর্শ এবং প্রয়োজনীয় নির্দেশনা পাবে। প্রায় নয়মাস দীর্ঘ এই ফেলোশিপ সম্পাদনের জন্য অংশগ্রহণকারীদেরকে শতভাগ মেধাবৃত্তি/স্কলারশিপ প্রদান করা হবে।
বাংলাদেশ ইয়ুথ ইনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভ একটি তারুণ্যনির্ভর অলাভজনক প্রতিষ্ঠান, যারা ২০১১ সাল থেকে আর্থ চ্যাম্পিয়ন্স প্রোগ্রাম আয়োজন করে। আর্থ চ্যাম্পিয়ন্স প্রোগ্রাম (ইসিপি)– বাংলাদেশ ইয়ুথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভ (BYEI) এর সিগনেচার ফেলোশিপ প্রোগ্রাম যা আমাদের প্রাণ, প্রকৃতি এবং পরিবেশগত ন্যায়বিচার নিশ্চিত করতে তরুণদের প্রস্তুত করে।