বিশ্বের সবচেয়ে উঁচু ১০ রেলসেতু
রেলপথ সাধারণত দীর্ঘ হয়। তবে মাঝেমধ্যে এই পথের সামনে বাধা হয়ে দাঁড়ায় বিভিন্ন নদী বা উপত্যকা। তখন সেখানে সেতু তৈরি করে দুটি পথজুড়ে দেওয়া হয়। রেল পরিবহনের উন্নয়নের জন্য এ ধরনের রেলসেতু অপরিহার্য। রেলসেতুর ইতিহাস বেশ দীর্ঘ। ১৯ শতকে প্রথম রেলসেতু নির্মিত হয়েছিল। বিশ্বের প্রাচীনতম এবং সবচেয়ে বিখ্যাত রেলসেতুগুলোর মধ্যে স্কটল্যান্ডের ফোর্থ সেতু ও নিউ ইয়র্কের ব্রুকলিন সেতু অন্যতম। তবে আজ আর সে ইতিহাসে যাব না; বরং বিশ্বের সবচেয়ে উঁচু ১০ রেলসেতু সম্পর্কে সংক্ষেপে জেনে নিই। সূত্র ও ছবি: হাইয়েস্ট ব্রিজেস।
চেনাব রেলসেতু—১১৭৭ ফুট
বিশ্বের সবচেয়ে উঁচু রেলসেতুটির অবস্থান ভারতে। জম্মু ও কাশ্মীরের অবস্থিত ইস্পাতের তৈরি এই রেলসেতু তৈরি করেছেন ভারতীয় প্রকৌশলীরা। এটি হিমালয় পর্বতের চন্দ্রভাগা নদীর ওপর অবস্থিত। পৃথিবীর সবচেয়ে উঁচু এই রেলসেতুর উচ্চতা আইফেল টাওয়ারের চেয়ে বেশি। এর উচ্চতা ১ হাজার ১৭৭ ফুট। লম্বায় ১ হাজার ৩১৫ মিটার। ২০১৬ সালে এ সেতুর কাজ শেষ হয়।
নাজিহে রেলওয়ে সেতু—১০১৭ ফুট
চীনের গুইঝৌয়ে অবস্থিত এই সেতু বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সেতু। ২০১৬ সালে ১ হাজার ১৫৫ ফুট লম্বা সেতুটি উদ্বোধন করা হয়। উজিয়াং নদীর ৩১০ মিটার উঁচুতে এটি দাঁড়িয়ে আছে।
জিয়াংজিহে রেলওয়ে সেতু—৯৭৮ ফুট
এটিও চীনের গুইঝৌতে অবস্থিত। উচ্চতা ২৯৫ মিটার বা ৯৬৮ ফুট। ১৯৯৫ সালে চীনের সবচেয়ে উঁচু সেতু হিসেবে এটি চালু হয়েছিল। সেতুটি ১ হাজার ১০৬ ফুট লম্বা।
বেইপানজিয়াং রেলসেতু কিংলং—৯৬৮ ফুট
গুয়াংঝাও বাঁধের নিচে বেইপান নদীতে এই সেতুর অবস্থান। নদীতে থেকে প্রায় ৩০০ মিটার উঁচুতে এটি অবস্থিত। সেতুটি চালু হয় ২০১৫ সালে। এটি ১ হাজার ৪৬০ ফুট লম্বা।
বেইপানজিয়াং রেলসেতু শুইবাই—৯০২ ফুট
সেতুটি চালু হয় ২০০১ সালে। এটি তখন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সেতু ছিল। এটি চীনের গুইঝৌতে অবস্থিত। ৭৭১ ফুট লম্বা ব্রিজটি দাঁড়িয়ে আছে বেইপান নদীর ওপর।
ইয়াচি রেলসেতু—৮৯২ ফুট
উচ্চতার পাশাপাশি এর দুই পাশের ৪৩৬ মিটারের স্প্যানের কারণে সেতুটির সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে। চারদিকে পাহাড়, নিচে নদী—এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। সেতুটি চীনে অবস্থিত। আসলে তালিকার ৯টি সেতুই চীনে অবস্থিত। এটি ১ হাজার ৪৩০ মিটার লম্বা।
ল্যানকাংজিয়াং রেলওয়ে সেতু—৮৯০ ফুট
বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ কংক্রিট বাঁধ জিয়াওয়ানের পেছনে মেকং নদীতে অবস্থিত রেলসেতুটি। তবে সেতুর চেয়ে নদীটি বেশি জনপ্রিয়। এটি এশিয়ার একমাত্র আন্তর্জাতিক নদী, যেটি ৬টি দেশকে সংযুক্ত করেছে। অ্যামাজন ব্যতীত অন্য যেকোনো নদীর চেয়ে এই নদীতে বেশি প্রজাতির মাছ রয়েছে। সেতুটি চালু হয়েছে ২০২২ সালে। এটি ১ হাজার ১২২ ফুট লম্বা।
নানপানজিয়াং রেলওয়ে সেতু কিউবেই—৮৬০ ফুট
তালিকার অষ্টম সেতুটিও চীনে অবস্থিত। ২০১৫ সালে এই সেতুর কাজ শেষ হয়েছে। ঘণ্টায় ২৫০ কিলোমিটার গতিতে এই ব্রিজের ওপর দিয়ে ট্রেন ছুটে চলে। সেতুটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় ৬ কোটি ডলার।
শিক্সিহে রেলসেতু—৮৪০ ফুট
এই সেতু ১ হাজার ৩১৫ ফুট লম্বা। এটিও চীনে অবস্থিত। ২০১৯ সালে সেতুটির কাজ শেষ হয়েছে। ৮৪০ ফুট উঁচু ব্রিজটি জিক্সি নদীর ওপর দাঁড়িয়ে আছে।
জিনশাজিয়াং সেতু হুটিয়াওক্সিয়া—৮২০ ফুট
তালিকার ১০ নম্বরে আছে চীনের জিনশাজিয়াং সেতু হুটেয়াওক্সিয়া। সেতুটি চালু হয় ২০২১ সালে। এই সেতু নির্মাণের ফলে ৩ ঘণ্টার রাস্তা এখন দেড় ঘণ্টায় পাড়ি দেওয়া সম্ভব হচ্ছে। ব্রিজটির দৈর্ঘ্য ১ হাজার ২০ মিটার।