পোষা প্রাণীদের আমরা অনেকেই পরিবারের সদস্য বলে মনে করি। কিন্তু এদের স্বভাব আর ব্যক্তিত্ব ক্যামেরার তুলে ধরা সত্যিই কঠিন। এই কঠিন কাজটাই অসাধারণভাবে করে দেখিয়েছেন ইন্টারন্যাশনাল পেট ফটোগ্রাফি অ্যাওয়ার্ডের বিজয়ীরা।
চলতি বছর শুরুর দিকে এই প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। ৪১টি দেশের ৩ হাজারের বেশি ছবি থেকে কিছু ছবি বাছাই করা হয়েছে। মোট ছয়টি বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে। বেশিরভাগ ছবি জমা পড়েছে কুকুরের, প্রায় ৮০ শতাংশ। এখানে বাছাইকৃত ছবি থেকে কিশোর আলোর চোখে সেরা ৭টি ছবি দেওয়া হলো।
প্রথম দেখায় মনে হতে পারে, ছবিটি সাহারা মরুভূমির কোথাও তোলা হয়েছে। কিন্তু আসলে ছবিটি তোলা হয়েছে নরওয়ের একটি বালু খনিতে। আলোকচিত্রী রেজিন জেনসেন চেয়েছিলেন সাহারার মতো উষ্ণ, ধুলোময় পরিবেশে এমন একটি ছবি তুলতে। কিন্তু তা সম্ভব না হওয়ায় নরওয়ের আশপাশেই ছবিটা তুলেছেন তিনি। আর সেই ছবিটাই পেয়েছে আন্তর্জাতিক পোষা প্রাণী আলোকচিত্র পুরস্কারের সেরা ছবির তকমা।
কুকুরটির নাম রিও। ওটা মডেলও বটে। ডগ শোতে রিওর স্বভাব, দক্ষতা আর আত্মবিশ্বাসে সবাই মুগ্ধ হয়। ছবিটি তোলা হয়েছিল বছরখানেক আগে। আলোকচিত্রী আন-লোরি লেজের সঙ্গে রিওর প্রথম ছবি এটা। পানিতে ঝাপ দেওয়ার এই মুহূর্তটি প্রতিযোগিতার ফাইনালে জায়গা করে নিয়েছিল।
ঘোড়াটির নাম ফ্রিসো। সাত বছর বয়সী এই ঘোড়াটি শান্ত এবং বেশ বলিষ্ঠ। এই ছবিটি তুলেছেন আলোকচিত্রী সাব্রিনা আইনিগ। নিজের পোর্টফোলিও প্রজেক্টের জন্য ছবিটি তুলেছিলেন তিনি। অবশ্য ঘোড়াটা নিরাপত্তার কারণে একটা লম্বা দড়ি দিয়ে বাঁধা ছিল। কিন্তু প্রতিযোগিতায় জমা দেওয়ার সময় তা সম্পাদনা করে বাদ দেওয়া হয়।
দক্ষিণ জার্মানির পাহাড়ি ঘাসের মাঠ, আকাশজুড়ে সূর্যাস্তের রঙিন ছটা। এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন আলোকচিত্রী ডেনিসে স্ট্রাউচ। প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিয়েই ফাইনালিস্ট হিসেবে জায়গা করে নেন। এটি একটা আরবীয় ঘোড়া, নাম হিলাল। ছবিটা তোলার সময় প্রকৃতি যেন সহযোগিতা করেছিল। রঙিন আকাশ, হালকা আলো আর হিলালের সৌন্দর্য মিলেমিশে তৈরি করেছিল এক অপূর্ব দৃশ্য।
ছবির কুকুরটির নাম ডালি। ওর মালিকের নাম কেইলি। ছবিটি তুলেছেন রেনেকা সাবোরিও। কেইলি তাঁর কুকুরটি নিয়ে এমন কোথায় যাওয়ার কথা ভেবেছিলেন, যেখানে সাধারণত কেউ যায় না। তাই তাঁরা সমুদ্র সৈকতে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং ছবিটা তোলে। এই ছবিটা এ বছর প্রতিযোগিতায় ফাইনালিস্ট হিসেবে ছিল।
ছবিটা অসম্ভব সুন্দর। যেন কোনো শিল্পীর হাতে আঁকা কোনো ক্যানভাস। ছবিটি তুলেছেন জিঞ্জার উইক। এমন ছবিটি পেতে তাঁকে কয়েকবার ফটোশুট করতে হয়েছে। ছবি পছন্দসই না হওয়ায় কয়েকবার ফটোশুটের জায়গাও পরিবর্তন করেছেন। এই ছবিটাও প্রতিযোগিতার ফাইনাল লিস্টে ছিল।
এই ছবির আলোকচিত্রী হেইডি অ্যাডলার। তিনি শুধু কুকুরটির ছবি তুলতে চেয়েছিলেন। কিন্তু হঠাৎ কোথায় থেকে বিড়ালটা লাফিয়ে গাছের গুড়ির ওপর উঠে বসে। তারপর ওরা এমন ভঙ্গিতে বসল যেন দুজন দুজনার চিরদিনের সঙ্গী। আর সেই মূহূর্তের ছবি তুলেই ফাইনালে জায়গা করে নিয়েছেন হেইডি।
সূত্র: পপুলার সায়েন্স