আসছে গ্যাবি’স ডলহাউস: দ্য মুভি

গ্যাবি’স ডলহাউস: দ্য মুভি

২৬ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে গ্যাবি’স ডলহাউস: দ্য মুভি। রায়ান ক্রেগোর পরিচালনায় প্রাণবন্ত এই সিনেমায় প্রিয় চরিত্র গ্যাবি তার জাদুকরি ডলহাউস থেকে বেরিয়ে এক নতুন দুঃসাহসিক অভিযানে পা রাখে। সিনেমায় গ্যাবি এবং তার বিড়াল বন্ধুদের নিয়ে এক অসাধারণ রোড ট্রিপের গল্প দেখানো হয়েছে। পথে তারা নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয় এবং একে অপরের ওপর নির্ভর করে সব সমস্যার সমাধান খুঁজে বের করে। আর এ নিয়েই গল্প।

আরও আসছে দ্য ব্যাড গাইজ ২

দ্য ব্যাড গাইজ ২

২০২২ সালে মুক্তি পেয়েছিল দ্য ব্যাড গাইজ–এর প্রথম সিনেমাটি। এবার ১ আগস্ট মুক্তি মেতে যাচ্ছে পিয়েরে পেরিফেল পরিচালিত মজাদার ও অ্যাকশনে ভরপুর সিকুয়েল দ্য ব্যাড গাইজ ২। এবার ব্যাড গাইজ দল ফিরে এসেছে আরও বড় এক অভিযান নিয়ে। সেই সঙ্গে এবার তারা মুখোমুখি তে যাচ্ছে শক্তিশালী ও চতুর এক ভিলেন দলের সঙ্গে। ফলে প্রতিটি পদক্ষেপে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে ব্যাড গাইজ দলকে। আকর্ষণীয় চরিত্র, রোমাঞ্চকর মিশন এবং হাসির ফোয়ারা—সব মিলিয়ে অসাধারণ এক অ্যানিমেশন অপেক্ষা করছে তোমাদের জন্য। স্যাম রকওয়েল, আওকাফিনা, ক্রেইগ রবিনসনসহ আরও অনেকে কণ্ঠ দিয়েছেন এই চলচ্চিত্রে।

আরও পড়ুন