পুকু মুক্তির তারিখ জানা গেল
এই সিনেমার গল্প তো অসাধারণ। তবে এর পাশাপাশি রয়েছে আরেকটি চমৎকার দিক। নাথান গ্রেনোর পরিচালিত পুকু সিনেমার মূল চরিত্র পুকুতে কণ্ঠ দিয়েছেন টম হল্যান্ড এবং লুনার চরিত্রে কণ্ঠ দিয়েছেন এমা স্টোন। ২০২৫ সালে মুক্তি পেতে যাওয়া এই মুভি পুকু নামের একটি ছোট, কৌতূহলী প্রাণীর হৃদয়স্পর্শী গল্প নিয়ে তৈরি। পুকু তার হারানো পরিবারকে খুঁজে বের করার মিশন নিয়ে গল্পের শুরু। মিশনের অজানা পরিবেশে নানা ধরনের বাধার মুখোমুখি হতে হয় তাকে। পথে তার সাহস, বুদ্ধিমত্তা ও বন্ধুত্বের শক্তি দিয়ে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার পাশাপাশি, তার মজার ও আবেগঘন মুহূর্তগুলো দর্শকদের হাসাবে, একই সঙ্গে ছুঁয়ে যাবে হৃদয়।
আরও পড়ুন