যে ৫ তথ্য শুনলে তুমি চমকিত হবে

১. লাইম আর লেমন। দুটোরই বাংলা লেবু। তবে লাইম হলো ছোট সবুজ লেবু। আর লেমন দেখতে বড়, এর রং হলদেটে।

কোনটা লেমন আর কোনটা লাইম? লেমন টুকরা করে পানিতে ছেড়ে দাও, ভাসবে। আর লাইম কেটে পানিতে ছাড়ো, ডুবে যাবে।

এখন সেই পুরোনো প্রশ্ন, লোহার তৈরি সুই পানিতে ডুবে যায়, লোহার তৈরি জাহাজ ভাসে কেন? ব্যাপারটা নির্ভর করছে একটা জিনিস পানিতে ছেড়ে দিলে তা যতটুকু পানি সরাতে পারে, তার ওজন জিনিসটার চেয়ে বেশি না কম। সরানো পানির ওজন বেশি হলে জিনিসটা ভাসবে। আর সরানো পানির চেয়ে জিনিসটার ওজন বেশি হলে তা (জিনিস) ডুববে।

২. ফোর হলো একমাত্র নম্বর, যা কথায় লিখতে চারটা বর্ণই লাগে। মানে সংখ্যাটা যত, তা কথায় লিখতে ততটা বর্ণ লাগে। যেমন—ওয়ান লিখতে একটা বর্ণে হয় না, তিনটা বর্ণ লাগে। টু লিখতে তিনটা বর্ণ দরকার হয়। থ্রি লিখতে লাগে পাঁচটা বর্ণ। কিন্তু ফোর নিজেও চার, আর তা লিখতে বর্ণও লাগে চারটি।

বলো তো, বাংলায় এই সংখ্যাটা কী? দুই। দুই লিখতে দুটি বর্ণ লাগে। এক, দুই, তিন, চার, পাঁচ—আর কোনোটিরই সংখ্যা ও বর্ণের সংখ্যা এক হবে না।

৩. ছক্কার উল্টো দিকে কোন সংখ্যাটা থাকে? ধরো, ছক্কার একপাশে আছে ৩। তাহলে অন্য পাশে কী আছে? ৪। ধরো, ছক্কার একদিকে আছে ৬, অন্যদিকে কী আছে। ১। ছক্কার বিপরীত দুই দিকের নম্বর দুটো যোগ করলে ৭ হবে।

৪. কোনো মানুষ আপন কনুই জিব দিয়ে ছুঁতে পারবে না।

৫. আমরা মাসে যতবার হাতের নখ কাটি, পায়ের নখ তত ঘন ঘন কাটি না কেন! কারণ, হাতের নখ পায়ের নখের চেয়ে চার গুণ দ্রুত বড় হয়।