নেদারল্যান্ডসে আসছে অবাক করা নতুন আইন
বিভিন্ন কারণেই আন্তর্জাতিক খবরে জায়গা পায় নেদারল্যান্ডস। সাইকেলের জন্য যেমন বিখ্যাত, ভ্রমণকারীদের কাছেও তেমনি পরিচিত ইউরোপের দেশটি। এবার অবশ্য অবাক করা কিছু আইন চালু করার জন্য শিরোনামে এসেছে নেদারল্যান্ডস। আগামী বছরের শুরুতে বাস্তবায়ন করা হবে এসব আইন।
ডক্সিং নিষিদ্ধ হচ্ছে
ডক্সিং নামে একটি অনলাইন জগতের প্রতারণা থেকে বাঁচার নতুন আইন জারি করছে নেদারল্যান্ডস। যখন কেউ কারও ব্যক্তিগত তথ্য অন্য কাউকে তাঁর অজান্তে শেয়ার করে, যেমন কারও ঠিকানা বা ফোন নম্বর ভয় দেখানোর উদ্দেশ্যে অন্য কাউকে দেয় বা দিতে চায়—তাকে বলা হয় ডক্সিং।
ডাচ সরকারের মতে, ডক্সিং মানুষের স্বাধীনভাবে মতামত প্রকাশ এবং গণতান্ত্রিক সমাজে অংশগ্রহণের ক্ষমতাকে হস্তক্ষেপ করে। তাই ভয় ছাড়াই কথা বলার প্রত্যেকের অধিকার রক্ষার জন্য ডক্সিংকে এখন একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ধরা হবে।
শিশুর নামে দুই উপাধি
২০২৪ থেকে নেদারল্যান্ডসের মা–বাবা তাঁদের বাচ্চাদের নামকরণের ক্ষেত্রে নতুন সুবিধা পাবেন। এত দিন অফিশিয়াল একটি সার নেম বা নামের পারিবারিক উপাধি ছিল। এখন থেকে কোনো শিশুর জন্ম হলে মা–বাবা তাঁদের পছন্দের একটি উপাধিও দিতে পারবেন। কিন্তু সে জন্য মা–বাবাদের ঘোষণা দিতে হবে, তাঁরা তাঁদের সন্তানের জন্য এটা চান।
যদি মা–বাবার কোনো পছন্দের উপাধি না থাকে এবং তাঁরা বিবাহিত না হন বা নিবন্ধিত অংশীদারত্বে না থাকেন, তবে শিশুটি মায়ের উপাধি পাবে। অন্যদিকে, যদি মা–বাবা বিবাহিত হন বা নিবন্ধিত অংশীদারত্বে থাকেন কিন্তু এরপরও উপাধি না বেছে নেন, তবে শিশুটি বাবার উপাধি গ্রহণ করবে।
পশু-পাখি রক্ষা আইন
প্রাণীদের কল্যাণে কঠোর আইন হচ্ছে এবার। নেদারল্যান্ডস তাদের রক্ষা করার জন্য একটি বড় পদক্ষেপ নিচ্ছে। এখন থেকে যদি কোনো সংস্থা বা নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান প্রাণীদের ভালোমতো যত্ন না নেয়, তবে তা বন্ধ করে দেওয়া হবে।
শুধু তাই না। পশু নির্যাতন ও অবহেলার শাস্তি আরও কঠিন হচ্ছে। যাঁরা পশুর ক্ষতি করবেন, তাঁদের এখন সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে। সবচেয়ে গুরুতর ক্ষেত্রে সারা জীবনের জন্য কোনো প্রাণীর মালিক হওয়া থেকে নিষিদ্ধ করা হতে পারে।
এই আইন সমাজকে প্রত্যেকের জন্য আরও ভাল এবং নিরাপদ স্থানে পরিণত করার জন্য তৈরি করেছে নেদারল্যান্ডস।