বিশ্বের সবচেয়ে বড় ফুলের নাম রাফ্লেসিয়া আর্নোল্ডি। ইন্দোনেশিয়ার সুমাত্রা রেইন ফরেস্টে পাওয়া যায় এটি। ইন্দোনেশিয়ার তিনটি জাতীয় ফুলের মধ্যে একটি রাফ্লেসিয়া আর্নোল্ডি। ইচ্ছা থাকলেও পৃথিবীর সবচেয়ে বড় ফুলটি দিয়ে তুমি কাউকে শুভেচ্ছা জানাতে পারবে না। কারণ, এটি গাড়ির টায়ারের চেয়েও চওড়া। ব্যাস ৩ দশমিক ৩ ফুট। ওজন প্রায় ১১ কেজি।
ভাবো একবার, এ রকম বড় সাইজের ফুল দিয়ে কাউকে শুভেচ্ছা জানালে তার কী অবস্থা হবে। এই ফুলের আছে আরও একটি সমস্যা। ফুলের এমন বিকট গন্ধ যে আশপাশেও যাওয়া যায় না। তাই ওজনকে সমস্যা মনে না হলেও গন্ধের কারণে এটা কাউকে উপহার দিতে পারবে না।
লালচে বাদামি রঙের এই ফুলের বৈজ্ঞানিক নাম Rafflesia arnoldii। ১৮১৮ সালে ব্রিটিশ সার্জন জোসেফ আর্নল্ড ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ফুলটি আবিষ্কার করেছিলেন। আর্নল্ড তখন সদ্য লেফটেন্যান্ট হিসেবে নিযুক্ত হয়েছেন। চাকরি করতেন স্ট্যামফোর্ড র৵াফেলসের তত্ত্বাবধানে। কিন্তু ফুলটি খুঁজে পাওয়ার অল্প দিনের মাথায় জ্বরে আক্রান্ত হয়ে মারা যান। ফুলের উপকরণ নিজ দায়িত্বে সংরক্ষণ করেন র্যাফেলস। তাঁদের দুজনের নামানুসারে ফুলটির নামকরণ করা হয় রাফ্লেসিয়া আর্নোল্ডি।