'এভারেস্টের চেয়েও কঠিন' যে পর্বত জয় করেছেন নিশাত মজুমদার
‘মাউন্ট আমা দাবলামে ওঠা এভারেস্টের চেয়ে অনেক কঠিন’ দেশে ফিরে বন্ধুদের জানিয়েছেন এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার। ২৭ নভেম্বর দেশে ফিরেছেন সহপর্বতারোহী কাওসার রূপককে নিয়ে। দুজনই মাউন্ট আমা দাবলামের চূড়া জয় করে ফিরেছেন।
পশ্চিম হিমালয়ের কোশি প্রভিন্সে অবস্থিত মাউন্ট আমা দাবলাম। এভারেস্টের বেজক্যাম্পের পূর্বদিকজুড়ে মাউন্ট আমা দাবলামের চূড়া দেখা যায়। প্রথমবার ৬ হাজার ৮১২ মিটার উচ্চতার এ পর্বতের চূড়ায় পৌঁছানোর মাত্র ২০০ মিটার আগে ঝোড়ো বাতাসের মুখে পড়ে তাঁরা নেমে যেতে বাধ্য হন, দ্বিতীয় চেষ্টায় সফল হন। দ্বিতীয়বার যাত্রা শুরুর আগে দলের দুই শেরপার অসহযোগিতার মুখে পড়েন। পরে দুই অভিযাত্রী মিলে একজন শেরপাকে অবলম্বন করে সফলভাবে আরোহণ করেন পৃথিবীর সবচেয়ে কঠিন পর্বতগুলোর একটি আমা দাবলামে।
নিশাত মজুমদার ২০১২ সালের ১৯ মে দেশের প্রথম নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করেন। হিমালয়ের এই পর্বতশৃঙ্গের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ হাজার ৮৪৮ মিটারের বেশি। এর আগে-পরে তিনি আরোহণ করেন মেরা, সিংগু চুলি, মাকালু, চেকিগো, শিশাপাংমা, কিয়োজো রি, পিসাং, এলব্রুস, ইমজা সে, লবুচে পর্বত। হিমালয়ের আরেকটি পর্বতশৃঙ্গ মানাসলু জয় করেন ২০২২ সালে। ৮ হাজার ১৬৩ মিটার মানাসলু পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বতশৃঙ্গ।