২০২৪ সালের ১০টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

কোলাজ: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

চলতি বছরের অর্ধেক সময় পার হয়ে গেছে। এর মধ্যেই বেশ কিছু বিশ্ব রেকর্ড করেছে বিভিন্ন দেশের মানুষ। কিছু কিছু রেকর্ডের কথা শুনে তোমার হাসি পাবে। ভাববে এগুলো করেও কেউ বিশ্ব রেকর্ড করতে পারে? মজার এই রেকর্ডগুলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়েছে। চলো রেকর্ডগুলো জানা যাক।

সবচেয়ে লম্বা চুল

বর্তমানে বিশ্বের সবচেয়ে লম্বা চুলের মালিক ইউক্রেনের আলিয়া নাসিরোভা। তাঁর চুলের দৈর্ঘ্য ৮ ফুট ৫.৩ ইঞ্চি (২৫৭.৩৩ সেন্টিমিটার)। ভাবতে পারো, কত বড় চুল! বাংলাদেশের নারীরা গড়ে প্রায় ১৫০ ইঞ্চি লম্বা। পুরুষদের গড় উচ্চতা প্রায় ১৬৪ সেন্টিমিটার। এখন হিসাব করে দেখো, ওই নারীর চুল কত লম্বা। আলিয়া বর্তমানে স্লোভাকিয়ায় বাস করেন। তাঁর আগে সবচেয়ে বড় চুলের মালিক ছিলেন ভারতের স্মিতা শ্রীবাস্তব। তাঁর চুলের দৈর্ঘ্য ছিল ৭ ফুট ৯ ইঞ্চি।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ওয়েবসাইট থেকে জানা গেছে, আলিয়া প্রতি সপ্তাহে একবার চুল ভেজান। প্রায় ৩০ মিনিট লাগে চুলে শ্যাম্পু করতে। আর চুল শুকাতে লাগে প্রায় ১ দিন। এত বড় চুল বলে কথা!

সবচেয়ে বয়স্ক পুরুষ

বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ ইংল্যান্ডের জন আলফ্রেড টিনিসউড। এর আগে ভেনেজুয়েলার হুয়ান ভিসেন্তে পেরেজ ছিলেন সবচেয়ে বয়স্ক মানুষ। কিন্তু চলতি বছর এপ্রিলে ১১৪ বছর বয়সে তিনি মারা যাওয়ায় বর্তমানে আলফ্রেডই সবচেয়ে বয়স্ক লোক। তাঁর বয়স ১১১ বছর।

১৯১২ সালের ২৬ আগস্ট লিভারপুলে জন্মগ্রহণ করেন আলফ্রেড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি আর্মিতে ছিলেন। ১৯৭২ সালে চাকরি থেকে অবসর নেন। বয়সে সেঞ্চুরি করলেও বিছানায় পড়ে যাননি এখনো। বিছানা ছেড়ে নিজেই ওঠেন। কী খাবেন, তা নির্ধারণ করেন এবং রেডিও শোনেন নিয়মিত।

এ লেখায় বারবার ‘বয়স্ক পুরুষ’ শব্দটি ইচ্ছা করেই ব্যবহার করেছি। কারণ, তার চেয়ে বয়স্ক হলেন মারিয়া ব্রানিয়াস মোরেরার (নারী)। চলতি বছর মার্চে তাঁর ১১৭তম জন্মদিন পালন করা হয়েছে।

দীর্ঘতম সময় ধরে ‘প্ল্যাঙ্ক’ করা নারী

ছবিটি খেয়াল করো। হাত ও পা মেঝের সঙ্গে স্পর্শ করে ওভাবে থাকতে হবে। পেট মেঝের সঙ্গে স্পর্শ করা যাবে না। গিনেস এটাকে বলছে প্ল্যাঙ্ক। এ পরিস্থিতিতে টানা ৪ ঘণ্টা ৩০ মিনিট ছিলেন কানাডার ডোনাজিন ওয়াইল্ড। এর আগে এই রেকর্ড যাঁর ছিল, তিনি ৪ ঘণ্টা ২০ মিনিট ছিলেন এভাবে। তবে বর্তমানে বিশ্ব রেকর্ডধারী ডোনাজিনের বয়স জানলে তোমার চোখ কপালে উঠবে। ৫৮ বছর। হ্যাঁ, ঠিকই পড়েছ। দাদির বয়সী এক নারী এই রেকর্ড করেছেন। বয়স যেন তাঁর কাছে সংখ্যামাত্র।

ডোনাজিন একটা হাইস্কুলের ভাইস প্রিন্সিপাল ছিলেন। এখন অবসর নিয়েছেন। তিনি জানান, ‘শেষ ৩০ মিনিট খুব সমস্যা হচ্ছিল। শ্বাস নেওয়া, শান্ত থাকা ও শরীর যাতে না কাঁপে, সেদিকে বেশি মনোযোগ দিয়েছি। শেষ পর্যন্ত রেকর্ড করতে পারায় ভালো লাগছে।’

সবচেয়ে ভারী ব্লুবেরি

ছবিতে যে ফলটি দেখতে পাচ্ছ, সেটি বিশ্বের সবচেয়ে ভারী ব্লুবেরি। এর ওজন ২০.৪ গ্রাম। বন্য ব্লুবেরির চেয়ে ৭০ গুণ ভারী এটি। নিউ সাউথ ওয়েলসে ব্লুবেরিটি চাষ করেন অস্ট্রেলিয়ার কোস্টা গ্রুপের উদ্যানতত্ত্ববিদ ব্র্যাড হকিং, জেসিকা স্কালজো ও মেরি ফ্রান্স কোর্তোয়া। ফলটি বড় হতে প্রায় ১ বছর লেগেছে।

আরও পড়ুন

দুই পা ছাড়া এভারেস্ট জয়

হাতের ৭টি আঙুল নেই। দুটি পা-ই হাঁটুর নিচ থেকে কাটা। এমন পরিস্থিতি আমরা অনেকেই জীবনের শেষ মনে করি। কিন্তু ইতালির আন্দ্রেয়া লানফ্রি যেন ভিন্ন ধাতুতে গড়া। এ অবস্থায়ও তিনি হাল ছেড়ে দেননি। দুটি ধাতব পা লাগিয়ে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করার সিদ্ধান্ত নেন।

সাধারণ স্বয়ংসম্পূর্ণ মানুষের যেখানে এভারেস্টে চড়তে নাভিশ্বাস উঠে যায়, সেখানে লানফ্রির জন্য যে বড় বিপদ অপেক্ষা করবে, তা বলা বাহুল্য। কিন্তু সেসব বাধা অতিক্রম করে তিনি সফল হয়েছেন। এভারেস্টে উঠতে তাঁর প্রায় আড়াই মাস সময় লেগেছে।

আরও পড়ুন

সবচেয়ে বড় জিব

পুরুষদের মধ্যে বিশ্বের সবচেয়ে লম্বা জিবের মালিক সাচা ফেইনার। তিনি বেলজিয়ামের অধিবাসী। তাঁর জিবের পরিধি ১৭ সেন্টিমিটার (৬ দশমিক ৬৯ ইঞ্চি)। আর নারীদের মধ্যে এর চেয়ে লম্বা জিবের অধিকারী যুক্তরাষ্ট্রের জেনি ডুভান্ডার। তাঁর জিবের পরিধি ১৩.২৫ সেন্টিমিটার (৫.২১ ইঞ্চি)।

বিবাহিত দম্পতির উচ্চতার পার্থক্য

এই রেকর্ডের মালিক হতে হলে অবশ্যই বিবাহিত হতে হবে। এটা প্রথম শর্ত। তারপর হিসাব করে দেখা হবে, স্বামী ও স্ত্রীর উচ্চতার মধ্যে পার্থক্য কত। আর বর্তমানে এই রেকর্ডের মালিক জেসিকা ও ল্যারি।

জেসিকা বার্নস-ম্যাকডোনাল্ড ৫ ফুট ১০ ইঞ্চি লম্বা। যুক্তরাষ্ট্রের মানুষের গড় উচ্চতা থেকে মাত্র ১ ইঞ্চি লম্বা জেসিকা। সেই হিসাবে তাঁকে স্বাভাবিক উচ্চতার নারী বলা যায়। কিন্তু তাঁর স্বামী ল্যারি ম্যাকডোনাল্ডের উচ্চতা মাত্র ৩ ফুট। অর্থাৎ জেসিকা তাঁর স্বামীর চেয়ে ২ ফুট ৯ ইঞ্চি বেশি লম্বা। আর এই পার্থক্যের কারণেই তাঁরা বর্তমানে বিশ্ব রেকর্ডের মালিক।

প্রাথমিক বিদ্যালয়ে থাকতে দুজনের প্রথম দেখা হয়। এরপর বড় হলে একে অপরের প্রতি আকৃষ্ট হন। ২০০৬ সালে পুনরায় দেখা হওয়ার ৬ মাস পর তাঁরা বিয়ে করেন। বর্তমানে তাঁদের চারটি সন্তান রয়েছে।

আরও পড়ুন

সবচেয়ে চওড়া পরচুলা

সাধারণত যাঁদের মাথায় টাক থাকে, তাঁরা পরচুলা পরে নিজের টাক ঢেকে রাখতে চান। অনেকের আবার সামান্য চুল থাকে। তাঁরাও পরচুলা পরেন। কেউ কেউ আবার স্টাইল করার জন্যও পরচুলা ব্যবহার করেন। তবে বাংলাদেশে এর ব্যবহার তুলনামূলক কম। যা-ই হোক, পরচুলা সাধারণত মানুষ নিজের মাথার সঙ্গে মানানসই করে বানান, যেন কেউ বুঝতে না পারে, তিনি পরচুলা পরে আছেন। কিন্তু নাইজেরিয়ার হেলেন উইলিয়ামস যেন তাঁর পরচুলার ব্যাপারটি সবাইকে জানাতে চান। তা না হলে কেউ ১১ ফুট ১১ ইঞ্চি চওড়া পরচুলা পরেন? এই পরচুলা পরে হেলেন ঢাকার রাস্তার অনেক গলি দিয়ে কিন্তু হাঁটতে পারবেন না। কারণ, চুল আটকে যাবে দেয়ালে!

সবচেয়ে লম্বা কুকুর

বিশ্বের সবচেয়ে লম্বা কুকুরের নাম কেভিন। বয়স ৩ বছর। কুকুরটি পা থেকে পিঠের সবচেয়ে উঁচু স্থানের উচ্চতা ৩ ফুট ২ ইঞ্চি। তবে কেভিন আর বেঁচে নেই। দুঃখজনকভাবে একটা অস্ত্রোপচারের সময় কেভিন মারা যায়। যুক্তরাষ্ট্রের নাগরিক ট্রেসির সঙ্গে থাকত কেভিন। ট্রেসি ওকে ডাকত ‘জেন্টল জায়ান্ট’ নামে।

১০

সবচেয়ে ছোট হিউম্যানয়েড রোবট

জাপানের নাগোয়া ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষক মিতসুয়া তাতসুহিকো বিশ্বের সবচেয়ে ছোট হিউম্যানয়েড রোবট তৈরি করেছেন। হিউম্যানয়েড মানে দেখতে মানুষের মতো রোবট। এটি মাত্র ২.২৭ ইঞ্চি। এর আগে এই রেকর্ড যে রোবটের ছিল, এটির আকার তার অর্ধেকের চেয়েও কম।

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ডট কম

আরও পড়ুন

ফিচার থেকে আরও পড়ুন