মাত্র ১২ ডলারে বিক্রি হয়ে গিয়েছিল গুগল

গুগলরয়টার্স

২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর রাত ১টা বেজে ২০ মিনিট। ল্যাপটপের মনিটরে চোখ রাখা এক তরুণ। বিক্রির এক বিজ্ঞাপন দেখে চমকে উঠলেন। হার্টবিট যেন থেমে যাওয়ার অবস্থা। এও কি সম্ভব! সেই তরুণ ইন্টারনেটে আবিষ্কার করলেন এক বিশেষ বিক্রির ঘোষণা। বিক্রির জন্য ইন্টারনেটে নিজেকে উপস্থাপন করেছে ইন্টারনেটের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল ডটকম। দাম? মাত্র ১২ ডলার!

নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না তিনি। এ নিশ্চয় কারও রসিকতা। ইন্টারনেটে এ ধরনের ঠাট্টা বা প্রাঙ্কের উদাহরণ ভুরি ভুরি। আবার এটা কোনো ফিশি অথবা কোনো ভুয়া সাইটও হতে পারে। যে সাইট কেনার পর দেখা যাবে, পুরো টাকাটাই গচ্চা।

তরুণ সেই ব্যক্তি নিজেই একসময় গুগলে কাজ করতেন। তাঁর হিসাব বলে, এমনটা হওয়ার কথা নয়। তবু ১২ ডলারের বাজিটা গ্রহণ করলেন তিনি। গুগলের ডোমেইনে রাখা গুগল ডটকম বিক্রির ঘোষণা বিশ্বাস করা ক্রেতার ক্রেডিট কার্ড থেকে ১২ ডলার কেটে নেওয়া হলো। সন্ময় ভেদই সেই তরুণ, যে ১২ ডলার বাজি রেখে গুগল ডটকম কিনে নিয়েছিলেন, তিনি তখন বিশ্বের সবচেয়ে বড় ও জনপ্রিয় ওয়েব সার্চ ইঞ্জিনের মালিক, যে সাইটে প্রতিদিন বিশ্বের কোটি কোটি মানুষ প্রবেশ করে।

আরও পড়ুন

সন্ময় ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত গুগলে কাজ করেছেন অ্যাকাউন্ট স্ট্র্যাটেজিস্ট হিসেবে। তিনি ২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর রাতে আবিষ্কার করেন এই অসাধারণ ঘটনা। বিক্রির জন্য ইন্টারনেটে রাখা আছে গুগল ডটকম। আর সেটার দাম কোটি ডলার নয়, মাত্র ১২ ডলার। তখনই এই বিজ্ঞাপন অ্যাড টু কার্টে যুক্ত করেন তিনি। এরপর নিজের ক্রেডিট কার্ডের ডিটেইলস দেন।

ভেদ ভেবেছিলেন, হয়তো মেসেজ আসবে একটা ভুল হয়েছে। এটি লেনদেনের জন্য রাখা নয়। তার বদলে মেসেজ এল, আপনার ক্রয়টি সম্পন্ন হয়েছে। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে গুগলের নিরাপত্তা বিভাগকে বিষয়টি অভিহিত করেন তিনি।

আসলে গুগল ভুল করে নিজেদের সাইটকে বিক্রির জন্য ইন্টারনেটে তুলেছিল। গুগল ডটকমকে আবার গুগলের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য এর নতুন মালিক কোনো টাকাই দাবি করেননি।

গুগল ১২ ডলার সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দেয় এবং ডোমেইন নামটি নিজেদের কাছে আবারও ফিরিয়ে নেয়। গুগল সহজেই এটি করতে পেরেছে। কারণ, গুগল নিজেই ডোমেইন রেজিস্ট্রেশন পরিষেবার মালিক। তবে যদি গুগল ডটকম অন্য কোনো ডোমেইন রেজিস্ট্রেশন সাইটে তালিকাভুক্ত থাকত, তবে বিষয়টি আরও জটিল হয়ে যেত।

আরও পড়ুন

সম্ভবত গুগল নিজের ভুলেই ডোমেইন রেজিস্ট্রেশন সিস্টেমে অদ্ভুত এই ত্রুটি ঘটেছে। ডোমেইনগুলো এভাবে বিক্রি হওয়া থেকে রক্ষার জন্য বেশ কয়েকটি সুরক্ষাব্যবস্থা রয়েছে গুগলের।

গুগলের সাবেক এই কর্মী ত্রুটিটি গুগলের নিরাপত্তা দলের কাছে রিপোর্ট করেন। গুগল তাঁকে একটি অজানা সংখ্যার অর্থ পুরস্কার দেন। পরে যখন গুগল জানতে পারে, ভেদ পুরস্কারের পুরো অর্থ দান করবেন, গুগল সেই অর্থের পরিমাণ দ্বিগুণ করে দেয়।

ভেদ গুগলের দেওয়া টাকা আর্ট অব লিভিং ইন্ডিয়া ফাউন্ডেশনে দান করা হয়। এটি ভারতের একটি দাতব্য শিক্ষাপ্রতিষ্ঠান, যারা ভারতের ১ হাজার ২৬১টি স্কুল পরিচালনা করে থাকে। গরিব শিশুরা পড়ালেখা করে এ স্কুলে।

যা–ই হোক, গুগল কিন্তু খুশি মনে এর দ্বিগুণ অর্থ এ প্রতিষ্ঠানকে দিয়েছিল।

তবে এত কাণ্ড যে ঘটনায়, গুগলের সে মালিকানা সন্ময় ভেদের হাতে ছিল কতক্ষণ?

মাত্র ১ মিনিট।

আরও পড়ুন