ইংরেজি ভাষার সবচেয়ে বড় শব্দ কোনটি
ইংরেজি ভাষার উৎপত্তি কিন্তু ইংল্যান্ডে নয়। ভাষাবিদদের মতে ইংরেজি ভাষার জন্ম ইংল্যান্ড থেকে অনেক দূরে। এখন সেই এলাকা পশ্চিম জার্মানি ও নেদারল্যান্ডের মধ্যে অবস্থিত।
ইংরেজি ভাষায় একটি জনপ্রিয় বাক্য হচ্ছে হচ্ছে লং টাইম নো সি, যার মানে হতে পারে কতদিন দেখা হয়নি। ইংরেজিতে বহুল প্রচলিত এই শব্দটি ব্যাকরণে সঠিক নয়। এটি আদতে ইংরেজি ভাষাও নয়, এটা নেটিভ আমেরিকান ও চীনা ভাষা থেকে উদ্ভূত বা এসেছে।
প্রজাপতির ইংরেজি হচ্ছে বাটারফ্লাই, এটার আগে নাম ছিল ফ্লাটারবাই।
ইংরেজির সবচেয়ে সবচেয়ে বড় শব্দটি হচ্ছে (Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis) এটা একটা রোগের নাম। এটাকে উচ্চারণ করলে কিন্তু দাঁত ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা আছে। এর উচ্চারণ অনেকটা এ রকম; নিউমনোআল্ট্রামাইক্রোস্কপিকসিলিকোভোলকানোকোনিওসিস। তবে আমাদের সবার ভাগ্য ভালো যে এই শব্দটা সাধারণ শব্দ হিসেবে ব্যবহার হয় না।
ইংরেজি ভাষা খাঁটি ও অকৃত্রিম ভাষা নয়, প্রতিবছর এই ভাষায় প্রায় ৪ হাজার বিভিন্ন ভাষার শব্দ যোগ হয়।
ইংরেজি ভাষায় সবচেয়ে ব্যবহৃত যে অক্ষর দিয়ে শব্দ শুরু হয় সেটার নাম ই (E) আর সবচেয়ে বেশী ব্যবহৃত শব্দ আই (I) ও ইউ (you)।
ইংরেজিকে বলা হয় বিশ্বের সবচেয়ে সুখী ভাষা, কারণ এই ভাষায় হ্যাপি শব্দটি স্যাড শব্দের চেয়ে তিনগুণ বেশী ব্যবহার হয়।
আরও পড়ুন
বিশ্বের এক চতুর্থাংশ মানুষ ইংরেজিতে কথা বলে যদিও এটি সবার মাতৃভাষা নয়।
ইংরেজিকে বিশ্বের ল্যাঙ্গুয়া ফ্রাঙ্কা বা সাধারণ ভাষা বলা যেতে পারে কারণ অনেক দেশে সেই দেশের ভাষা না জানলেও ইংরেজি ভাষায় কাজ চালানো যায়। বিশ্বের ৬৭টি দেশের অফিসিয়াল ভাষা ইংরেজি।
যদিও যুক্তরাষ্ট্রের বেশির ভাগ মানুষের মাতৃভাষা ইংরেজি তবুও ইংরেজি দেশটির রাষ্ট্রভাষা নয়। মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার কোনো রাষ্ট্রভাষা নেই।
ইংরেজি ভাষায় সবচেয়ে বেশী ব্যবহৃত অ্যাডজেকটিভ হচ্ছে গুড।
ইংরেজি ভাষায় প্রচুর কন্ট্রানিম আছে। কন্ট্রানিম মানে হচ্ছে একই শব্দের অনেক অর্থ।
যদিও ইংরেজিতে প্রায় এক লক্ষের বেশী শব্দ আছে বলে ধারণা করা হয়, বর্তমান অক্সফোর্ড ডিকশনারিতে ১,৭১,৪৭৬ টি শব্দ আর ওয়েবস্টার থার্ড ইন্টারন্যানশাল ডিকশনারিতে ৪,৭০,০০০ টি শব্দ আছে। কিন্তু মাত্র ১০০০ ইংরেজি শব্দ জানলেই প্রতিদিনের কাজ চালানোর মত ইংরেজি লেখা যায় ও অন্য যে কারো সাথে ইংরেজিতে আলাপ চালানো যায়।
প্রযুক্তির বিবর্তনের সাথে ইংরেজি শব্দের অর্থ পাল্টানোর একটা জটিল সম্পর্ক রয়েছে। যেমন উইন্ডোজ মানে জানালা। এখনকার প্রজন্মের অনেকের কাছে এর অর্থ ভিন্ন, যারা কম্পিউটার খুলে উইন্ডোজ ব্যবহার করে তারা উইন্ডোজ মানে জানালা বোঝে না। একইভাবে ভাইরাস মানে এখন অনেকের কাছে কম্পিউটারের সমস্যা। একইভাবে রেডিওর প্রোগাম নয় এখন ব্রডকাস্ট মানে অনলাইনে স্ট্রিমিং। আবার এখন ক্লাউড মানে অনেকের কাছে মেঘ নয়, তাঁদের কাছে ক্লাউড মানে ভার্চুয়াল ডাটা সংরক্ষণ-এর জায়গা। আর মাউস মানে এখন অনেকের কাছে ইঁদুর নয়, কম্পিউটার চালানোর একটা উপাদান যেটাতে ক্লিক করে কম্পিউটারে কাজ করতে হয়।
ইংরেজিতে প্রথম ডিকশনারি লেখা হয় ১৭৫৫ সালে।
ইংরেজিতে সবচেয়ে পুরোনো যে শব্দ এখনো নিয়মিত ব্যবহার হয় সেটি হলো টাউন (Town)।