নভেম্বরের শুরুতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল আইসল্যান্ড। রাস্তাঘাট ধসে যায়। চার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয় লাভা উদ্গিরণের আশঙ্কায়। শুধু আইসল্যান্ড নয়, বিশ্বের বহু দেশে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। নভেম্বরের ৪ তারিখ শুক্রবার ভোর ৫টা ৫৭ মিনিটে ঢাকাসহ আশপাশের এলাকায় অনুভূত হয় ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। এই যাত্রায় তেমন কোনো ক্ষতি না হলেও বিশেষজ্ঞদের মতে এর চেয়ে বেশি মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষতি হতে পারে বাংলাদেশের।
একবার ভেবে দেখো তো, এমন কোনো ভয়াবহ ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগেই যদি জেনে নেওয়া যায় ভূমিকম্পের আগাম বার্তা? সে ক্ষেত্রে কিন্তু কিছুটা ক্ষয়ক্ষতি কম হবে বলে ধরে নেওয়াই যায়। কিন্তু আসলেই কি ভূমিকম্প নিয়ে আগাম বার্তা জানা সম্ভব? হ্যাঁ সম্ভব, যদি তোমার হাতের মুঠোয় থাকে অ্যানড্রয়েড ফোন। তোমার অ্যানড্রয়েড ফোনই তোমাকে জানিয়ে দেবে ভূমিকম্পের বার্তা। গত বছরের মাঝামাঝিতে বাংলাদেশে ‘অ্যানড্রয়েড আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেম’ চালু করেছে গুগল। সম্পূর্ণ বিনা মূল্যেই ব্যবহার করা যায় এই ফিচারটি। অ্যানড্রয়েড ফিচারটি বিশ্বজুড়ে ভূমিকম্প শনাক্তে ও মানুষকে সতর্ক করতে সহায়তা করে আসছে ২০২০ সালের আগস্ট থেকে। গুগলের এই ফিচারটি ব্যবহারকারীদের দুইভাবে ভূমিকম্প–সম্পর্কিত আগাম সতর্কবার্তা দিতে পারে সার্চের মাধ্যমে এবং সরাসরি অ্যানড্রয়েড মোবাইল ডিভাইস থেকে।
এ ফিচারটি ব্যবহার করে গুগলে ইংরেজিতে ‘আর্থকোয়াক’ অথবা ‘আর্থকোয়াক নিয়ার মি’ লিখে সার্চ দিলে ভূমিকম্পসংক্রান্ত বিভিন্ন বিষয় সামনে চলে আসে। ভূমিকম্পের পর করণীয় বিষয়গুলো সম্পর্কেও তথ্য পাওয়া যায় এর মাধ্যমে। ভূমিকম্পের মাত্রার ভয়াবহতা ও তীব্রতার ওপর নির্ভর করে মোবাইল ডিভাইসে ‘অ্যানড্রয়েড আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেম’ দুই ধরনের ভিন্ন সতর্ক বার্তা পাঠিয়ে থাকে।
বি অ্যাওয়ার
মডিফায়েড মার্সিলি ইনটেনসিটি (এমএমআই) স্কেলে ভূমিকম্পের মাত্রা ৩ কিংবা ৪ হলে ব্যবহারকারীদের ‘বি অ্যাওয়ার’ বার্তাটি পাঠিয়ে এই ফিচার সতর্ক করে। এ ক্ষেত্রে ভূমিকম্পের উৎপত্তিস্থলের দূরত্বসহ ব্যবহারকারীর কাছে বার্তা পাঠানো হয়।
টেক অ্যাকশন
মডিফায়েড মার্সিলি ইনটেনসিটি (এমএমআই) স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫–এর বেশি হলে ‘টেক অ্যাকশন’ বার্তাটি অ্যানড্রয়েড ফোনের স্ক্রিনজুড়ে সতর্কবার্তা প্রদান করে। সেই সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও সহায়তা করে।
ফিচারটি নিউজিল্যান্ড ও গ্রিসে প্রথমবারের মতো চালু করা হয়। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা দিয়ে সেবা প্রদান করে আসছে। তাই অ্যানড্রয়েডের এই ফিচার ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে আমাদের রক্ষা পেতে কিছু হলেও সাহায্য করবে।