লাখো বই জলাঞ্জলি দিয়ে তৈরি হয়েছে যে রাস্তা

রাস্তা তো ইট-সুড়কি বা পাথর-বিটুমিন, অনেক নির্মাণ উপকরণ দিয়েই তৈরি হয়। তবে কেউ কখনো শোনেনি, রাস্তা নির্মাণে দরকার হয়েছে বই। তবে এটি বাস্তবে একবার ঘটেছে। একটি রাস্তার কিছু অংশ নির্মাণ করা হয়েছে বই দিয়ে। যুক্তরাজ্যের এম৬ টোল রোডের একটি অংশ নির্মাণে ব্যবহার করা হয়েছে বই। পুরোনো রোমান্টিক উপন্যাসের ২৫ লাখ কপি বই ব্যবহার করে তৈরি হয়েছে এই রাস্তা। ২০০৩ সালে এই রাস্তা নির্মাণে বইগুলো কুচি কুচি করে মেশানো হয়েছে।

এই রাস্তায় চলাচল করা গাড়িগুলোর চাকার নিচে আছে অসংখ্য গল্পের টুকরো। হয়তো কোনো গল্পের বই একসময় কাউকে আনন্দ দিয়েছে, কারও মন খারাপ করিয়েছে, কাউকে স্বপ্ন দেখিয়েছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই বইগুলোর প্রয়োজন ফুরিয়েছে। একসময় ফেলে দেওয়া হয়েছে। কিন্তু সেই পুরোনো বইগুলোর জন্য নতুন জীবন দিয়েছে এই আইডিয়া। এদের রিসাইকেলিং করা হয়েছে সবচেয়ে অদ্ভুত উপায়ে, ব্যবহার করা হয়েছে রাস্তা নির্মাণে।

রাস্তা তৈরির জন্য সাধারণত বিটুমিন, কংক্রিট, নুড়ি পাথর, বালি ইত্যাদি ব্যবহার করা হয়। কিন্তু টারম্যাক নামের নির্মাণ সামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠান জানিয়েছে, কাগজের টুকরা রাস্তার উপাদানগুলোর দৃঢ়তা বাড়ায় এবং শব্দ শোষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে ব্যস্ত রাস্তায় গাড়ির চলাচলের কারণে যে উচ্চ শব্দদূষণ সৃষ্টি হয়, তা কমাতে বইয়ের কুচি করা অংশ সাহায্য করে। এটি শুধু পরিবেশবান্ধব উপায়ই নয়, বরং পুরোনো ও অপ্রয়োজনীয় বই পুনঃব্যবহার করার একটি অনন্য পদ্ধতি।

তবে এই উদ্যোগকে সবাই ইতিবাচকভাবে নেয়নি। বইপ্রেমীদের অনেকেই মনে করেন, বই হচ্ছে সংরক্ষণের বস্তু। বই মানুষের চিন্তা আর আবেগকে দুই মলাটের মধ্যে ধরে রাখে। তাই বইগুলোকে কুচি কুচি করে রাস্তার উপাদান বানানো ঠিক হয়নি। তবে রাস্তা নির্মাণ প্রকল্পের ব্যবস্থাপক রিচার্ড বিল বলেছেন, ‘বইগুলো দিয়ে রাস্তা বানানো অনেকের কাছে আবেগের বিষয় মনে হতে পারে, তবে আমাদের কাছে এর আবেগহীনতাই বেশি আকর্ষণীয়।’

এই প্রকল্পের একটি বড় সুবিধা হলো—এটি বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উপায় দেখিয়েছে। বিশ্বজুড়ে কাগজের বর্জ্যের পরিমাণ খুব বাড়ছে। এই কাগজ আবার ব্যবহার না করলে কাগজ ক্রমাগত জমতে থাকবে। পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এই কাগজ। বইয়ের কাগজ রাস্তা তৈরির কাজে লাগিয়ে সেই বর্জ্যের রিসাইকেলিং নিশ্চিত করা হয়েছে। আর এটি ভবিষ্যতে আরও টেকসই নির্মাণের জন্যও হতে পারে একটি উদাহরণ।

আরও পড়ুন