আট বিলিয়ন মানুষের পৃথিবীতে তুষারপাত দেখেছে কতজন

তুষারপাতে ওয়াকওয়ে দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তিছবি: এএফপি

যারা শীতকাল পছন্দ করো, শীত আসবে কবে—এই নিয়ে গ্রীষ্মপ্রেমী বন্ধুদের সঙ্গে বিতর্কে জড়িয়ে যাও, তাদের জন্য সুখবর। বৃষ্টি-বাতাসের ঠান্ডা পথ ধরে শীত ফিরে আসছে। প্রতিবছর শীতের শুরুটা হয় এই ভাবনা সামনে রেখে, এবার বুঝি তেমন শীত পড়বে না। সকাল-বিকাল কম্বল জড়িয়ে আরাম করা বুঝি হচ্ছে না এবার। ফ্যান বন্ধ রাখলে গরম লাগবে, ছেড়ে রাখলে মনে হবে শীত লাগছে! তবে ঘুর্ণিঝড় মিগজাউম বয়ে এনেছে বৃষ্টি। বৃষ্টির হাত ধরে এসেছে শীত। আবহাওয়া অফিস বলছে, এবার শীত জাঁকিয়ে বসবে।

আরও পড়ুন

শীত এলেই তুষারপাত দেখবে বলে অপেক্ষায় থাকে পৃথিবীজুড়ে অনেক পর্যটক। পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান আর ভুটানেও বরফ পড়ে। তুষারপাত দেখতে যারা উৎসাহী, তাদের জন্য এসব দেশের শীতকাল সবচেয়ে ভালো। প্রতিবেশী দেশগুলো ছাড়াও ফিনল্যান্ড, সুইডেন, নরওয়েসহ ইউরোপের দেশগুলোতে তুষারপাত প্রতি বছর দেখতে পাওয়া যায়।

বুঝতেই পারছ, অনেক দেশেই বছর ঘুরতে তুষারপাত দেখতে পাওয়া যায়। কিন্তু যদি প্রশ্ন করি, বাংলাদেশে আমরা কেন বরফ পড়তে দেখি না, তুমি অবশ্যই অবাক হবে না। কারণ, এই প্রশ্নটার উত্তর আমরা আগেই কিশোর আলোতে পেয়েছি। পৃথিবীর তিন ভাগের দুই ভাগ মানুষ তাদের বসবাসের জায়গায় কখনো তুষারপাত দেখেনি। এই তালিকায় বাংলাদেশও আছে। সবার আগে তাহলে জেনে নেওয়া যাক, কোথায় সবচেয়ে বেশি তুষারপাত হয়।

আরও পড়ুন

বিশ্বে প্রতিবছর সবচেয়ে বেশি বরফ পড়ে সূর্যোদয়ের দেশ জাপানে। পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত জাপানে ৩০০০ ইঞ্চির বেশি তুষারপাত হয়েছে। শীতকালে পুরো জাপান তুষারপাতে ঢেকে যায়। সাইবেরিয়া থেকে আসা ঠান্ডা বাতাস সমুদ্র অতিক্রম করে দেশটিতে আসতেই বাতাসে আর্দ্রতা বেড়ে যায়। ফলে বায়ুতে থাকা প্রচুর ধূলিকণা জলীয় বাষ্পের সঙ্গে মিশে ভারী হয়ে যায় আর তুষারে পরিণত হয়।

এখন তোমার মাথায় প্রশ্ন আসতেই পারে, বাংলাদেশের মতো বিশ্বের আর কোনো দেশগুলোতে কখনোই তুষারপাত হয়নি? ফক্স ওয়েদারের তথ্যমতে, প্রথমেই আসবে অ্যান্টার্কটিকার ড্রাই ভ্যালিসের নাম। যা গবেষকদের কাছে মরুর মরুভূমি নামেও পরিচিত। বরফে ঢাকা অ্যান্টার্কটিকার শুষ্ক উপত্যকায় তুষারপাতের জন্য প্রয়োজনীয় আর্দ্রতা থাকে না। পাশাপাশি জায়গাটিজুড়ে তাপমাত্রা কিছুটা উষ্ণও থাকে। ফলে কখনোই সেখানে বরফ পড়তে দেখা যায় না। তালিকায় আমাদের দেশও আছে।

শীত জেঁকে বসেছে
ছবি: মঈনুল ইসলাম

তুষারপাতহীন দেশগুলোর তালিকায় দেখতে পাবে পরিচিত কিছু দেশের নাম। যেমন সিঙ্গাপুর, মালদ্বীপ, থাইল্যান্ড, সৌদি আরব, ব্রাজিল, জ্যামাইকা, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া কিংবা কাতার। এ ছাড়া আমেরিকার কিছু শহরেও কখনো বরফ পড়তে দেখা যায়নি। এবার তুমি কি আন্দাজ করতে পারছ, কেন পৃথিবীর তিন ভাগের দুই ভাগ মানুষ কখনো বরফ পড়তে দেখেনি?  

কারণটা খুবই সহজ। বিশ্বের যেসব অঞ্চলে খুবই শীত, সেখানে নিয়মিতই তুষারপাত হয়। তবে সেসব অঞ্চলের কিছু জায়গায় মানুষের বসবাস একদমই নেই। পুরো পৃথিবীতে বাস করে আট বিলিয়ন মানুষ। অধিকাংশ মানুষ বাস করে উষ্ণতা আছে এমন অঞ্চলে। তুমি ভাবতে পারো, যেসব জায়গায় তুষারপাত হয়, সেখানে গিয়ে বরফ পড়তে দেখা উদ্‌যাপন করলেই তুষারপাত দেখতে পাওয়া মানুষের সংখ্যা বেড়ে যাবে। আসলে শীতপ্রধান অঞ্চলে ভ্রমণ করা মানুষের সংখ্যা খুব কম। ফলে দুই-তৃতীয়াংশ মানুষ কখনো তুষারপাত দেখতে পায় না।