আমরা সাধারণত ৩-৪ মিনিটের গান শুনে অভ্যস্ত। মাঝেমধ্যে সেটা বেড়ে ১০ মিনিট হতে পারে। বাংলাদেশের অন্যতম সেরা ব্যান্ড আর্টসেলের ‘অনিকেত প্রান্তর’ গানটি তুমুল জনপ্রিয়। কিন্তু গানটির দৈর্ঘ্য ১৬ মিনিট। দীর্ঘ গান তৈরিতে সিদ্ধহস্ত আরেক জনপ্রিয় ব্যান্ড অর্থহীন। বেশ কয়েকটা দীর্ঘ গান আছে বাংলাদেশের এই প্রভাবশালী হেভিমেটাল ব্যান্ডটির। ‘গুটি’ কিংবা ‘ক্যানসার’ যথাক্রমে ৯ মিনিট ও ৮ মিনিটের গান। তবে সবকিছুকে ছাড়িয়ে গেছে ‘সাতদিন’। গানটির দৈর্ঘ্য ২৮ মিনিট।
এর চেয়ে দীর্ঘ সময়ের গান সাধারণত বেশির ভাগ মানুষই শোনেন না। গানের ধরনভেদে অবশ্য সময় কমবেশি হয়। তবে ১০ মিনিটের বেশি হয় না সাধারণত। কিন্তু একটা গান শুনতে যদি এক দিন লাগে? বিরক্ত লাগবে নিশ্চয়ই! আমার অন্তত লাগত। ভাবো, এক দিন না হয়ে যদি একটা গান ৩ দিন হতো? ভাবছ, কী আজেবাজে বকছি! গান আবার এত লম্বা হয় নাকি! কিন্তু শুনলে অবাক হবে, এর চেয়ে বেশি সময়ের গান এই পৃথিবীতেই আছে।
তবে দীর্ঘতম গান বাছাইয়ের আগে একটা কথা জানিয়ে রাখা প্রয়োজন। দীর্ঘতম গান বাছাইয়ে কিছু বিতর্ক আছে। যেমন কিছু রক ও ক্ল্যাসিক গান এত বড় যে শুনতে কয়েক দিন থেকে কয়েক বছর লেগে যেতে পারে। আবার অনেক গান পরীক্ষামূলকভাবে রেকর্ড করা হয়, কিন্তু প্রকাশ করা হয় না। তাই কিছুটা বিতর্ক থেকেই যায়।
তবে আমরা এখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তালিকা অনুযায়ী দীর্ঘতম গান বাছাই করব। দীর্ঘতম বলতে বোঝাচ্ছি, গানটি শুনতে কত সময় লাগবে, সেটা। ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত সবচেয়ে দীর্ঘ গানটির নাম ‘রামচরিতমানস’। ভারতের জগদীশ পিল্লাই তৈরি করেন এই গান। গানটি মোট ১৩৮ ঘণ্টা ৪১ মিনিট ২০ সেকেন্ডের।
পিল্লাই একজন লেখক, গবেষক ও বক্তা। এ গান রেকর্ড, সম্পদনা ও এডিটিংয়ের জন্য চার বছরের বেশি সময় নিয়েছিলেন তিনি।
ষোলো শতাব্দীর ভারতীয় ভক্তি কবি গোস্বামী তুলসীদাস ‘রামচরিতমানস’ রচনা করেন। এটিকেই গানে পরিণত করেন পিল্লাই। আওয়াধি ভাষায় (হিন্দির লোকরূপ) রচিত এই মহাকাব্যে ১৫ হাজারের বেশি শ্লোক রয়েছে। বইটি মোট ৭ খণ্ডে বিভক্ত। তবে প্রথম দুটি খণ্ড সবচেয়ে বড়। এই দুই খণ্ড শুনতেই প্রায় তিন দিনের বেশি সময় লাগবে।
তবে পিল্লাইয়ের আগে দীর্ঘতম গানের রেকর্ডটি ছিল মাইকেল বোস্টউইকের। ‘দ্য রাইজ অ্যান্ড ফল অব বোসানোভা’ গানটি ছিল ‘মাত্র’ ১৩ ঘণ্টা ২৩ মিনিট ৩২ সেকেন্ডের। ১৩৮ ঘণ্টার বিপরীতে ১৩ ঘণ্টার গানে ‘মাত্র’ শব্দটাই শোভা পায়। ২০১৬ সালের ১ নভেম্বর গানটি রেকর্ড করেন বোস্টউইক।
দীর্ঘতম রক গানের অ্যালবামের নাম ‘দ্য ওয়ার্লউইন্ড’। এই অ্যালবামের গানগুলোর দৈর্ঘ্য মোট ৭৭ মিনিটের। দীর্ঘতম পপ গানের নাম ‘অ্যাপারেন্টে লিবার্টা’। জিয়ানকার্লো ফেরারির এ গান ৭৬ মিনিট ৪৪ সেকেন্ডের। ক্রিস বাটলারের ‘দ্য ডেভিল গ্লিচ’ পপ গানটি ৬৯ মিনিটের।
সূত্র: হাউ স্টাফ ওয়ার্কস ও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস