তরুণদের অনুপ্রাণিত করতে মহাকাশে যাচ্ছেন ‘স্পেস গার্ল’

শৈশবে অনেকের স্বপ্ন থাকে মহাকাশে যাওয়ার। কারও কারও এই স্বপ্ন সত্যি হয়। এমনই একজন মানুষ এমিলি ক্যালান্ড্রেলি। তিনি ‘স্পেস গার্ল’ নামে পরিচিত। কিছুদিনের মধ্যেই তিনি যাচ্ছেন মহাকাশে। তাঁর গল্পটাই তোমাদের আজ বলব।

এমিলির গল্পে যাওয়ার আগে তাঁর মহাকাশভ্রমণ নিয়ে একটু বলে নিই। ব্লু অরিজিনের ব্যবস্থাপনায় এমিলি মহাকাশে যাবেন। তবে ঠিক কবে তাঁরা এ ভ্রমণে যাবেন, তা এখনো নিশ্চিত হয়নি। তাঁর সঙ্গে এই ভ্রমণে আরও থাকবেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রকৌশলী হোমার হিকাম, নাসার গণিতবিদ ক্যাথরিন জনসন ও পাইলট চাক ইয়েগার। কিন্তু কীভাবে এমিলি এ যাত্রার সঙ্গে শামিল হলেন?

নেটফ্লিক্সে ‘এমিলি’স ওয়ান্ডার ল্যাব’ নামে একটা সিরিজ আছে। সেই সিরিজে সহপ্রযোজনা ও অভিনয় করেছেন এমিলি। এই সিরিজের কারণেই আজ তাঁকে বিশ্বের অনেক মানুষ ‘দ্য স্পেস গার্ল’ নামে চেনেন। কীভাবে তিনি অন্য আর দশটা সাধারণ মানুষ থেকে ‘স্পেস গার্ল’ হিসেবে পরিচিতি পেলেন!

আরও পড়ুন

স্পেস ডটকমে এমিলির একটা সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সেখানে তিনি বলেছেন, শৈশবে তাঁর মহাকাশে যাওয়ার কোনো স্বপ্ন ছিল না। শুরুর দিকে তিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হতে চেয়েছিলেন। অধ্যাপকদের বেতন কত, সে ব্যাপারে গুগলে সার্চও করেছিলেন। পরে যখন জানতে পারলেন যে ইঞ্জিনিয়ারিং পাস করলে সবচেয়ে বেশি বেতন পাওয়া যায় এই পেশায়, তখন তিনি ইঞ্জিনিয়ার হওয়ার সিদ্ধান্ত নেন। ভর্তি হন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে। কিন্তু এই বিষয় নিয়ে পড়ার খুব একটা ইচ্ছা ছিল না তাঁর। ভেবেছিলেন যে খুব কঠিন ও জটিল বিষয় পড়তে হবে তাঁকে। সামাজিক জীবন ব্যাহত হবে। এটা ভেবে তিনি কষ্ট পেতেন। তবে পড়াশোনা শুরু করার পর এটা তাঁর ভালো লেগে যায়।

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে স্নাতক শেষ করার পর একটি প্রযোজনা সংস্থা এমিলিকে ডেকে পাঠায়। হোস্ট হতে আমন্ত্রণ জানায় তাঁকে। এর আগে তিনি কোথাও অভিনয় করেননি। তবে বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় কিছু বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন। সেখান থেকে তারা খুঁজে পেয়েছে এমিলিকে।

আরও পড়ুন

এমিলিকে কেন মহাকাশে নিয়ে যাচ্ছে ব্লু অরিজিন? আসলে ধনকুবের জেফ বেজোসের ‘স্পেস ফর হিউম্যানিটি’ নামে একটি প্রকল্প আছে। এই প্রকল্পের আওতায় তিনি সাধারণ মানুষকে মহাকাশে ভ্রমণ করাতে চান। এই প্রকল্পের আওতায় তাঁরা এমিলিকে বাছাই করেছেন। কারণ, এমিলি বর্তমানে দারুণ জনপ্রিয়। বিজ্ঞান বিষয়ে তাঁর পড়াশোনা রয়েছে, বিজ্ঞানভিত্তিক সিরিজে হোস্ট করার পাশাপাশি অভিনয় করেছেন। এখন পর্যন্ত ৯টি বিজ্ঞানবিষয়ক বইও লিখেছেন তিনি। তাই তরুণ প্রজন্মকে মহাকাশযাত্রার প্রতি আগ্রহী করতে এমিলিকেই বেছে নিয়েছে ব্লু অরিজিন।

সূত্র: স্পেস ডটকম ও দ্য উইক জুনিয়র

আরও পড়ুন