মানুষ চাঁদে সর্বশেষ বার পা রেখেছিল ১৯৭২ সালে। ৫০ বছর পরে আবার নতুন করে চাঁদের মিশনে যাচ্ছে মানুষ। এই মিশনের নাম আর্টেমিস। আর্টেমিস প্রোগ্রামের প্রথম নভোযান আর্টেমিস ১। ১৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের প্যাড ৩৯বি থেকে উৎক্ষেপণ করা হয় নভোযানটি। নভোযানে কোনো মানুষ নেই। মানুষের পরিবর্তে নভোযানে থাকবে তিনটি পুতুল। এই নভোযান অবশ্য চাঁদে অবতরণ করবে না। চাঁদের কক্ষপথে ৪২ দিন ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসবে। আর্টেমিস ১ সফল হলে ২০২৪ সালে উৎক্ষেপণ করা হবে আর্টেমিস ২। সেই নভোযানে থাকবেন চারজন নভোচারী। তাঁরাও চাঁদের কক্ষপথ ঘুরে পৃথিবীতে ফিরে আসবেন। এরপর আর্টেমিস মিশনের চূড়ান্ত পর্ব অর্থাৎ আর্টেমিস ৩ উৎক্ষেপণ করা হবে ২০২৫ সালে। সেই মিশনে থাকবে মানুষ। প্রথম কোনো নারী নভোচারীও চাঁদের মাটিতে নামবেন আর্টেমিস ৩ মিশনে। মানুষের চাঁদে যাওয়ার অনেকাংশ নির্ভর করে আর্টেমিস ১-এর সফলতার ওপর। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আর্টেমিস ১-এর সফল উৎক্ষেপণের মাধ্যমে চন্দ্রজয়ের পথে আরও একধাপ এগিয়ে রইল।