প্রথমবার মানুষের শরীরে প্রবেশ করানো হয়েছে পরীক্ষাগারে তৈরি রক্ত। যুক্তরাজ্যের দুজন রোগীর দেহে পরীক্ষামূলকভাবে অল্প পরিমাণে কৃত্রিম রক্ত দিয়ে পরীক্ষা করা হয়েছে। কয়েক চামচের সমান রক্ত দিয়ে দেখা হয়েছে তা মানুষের শরীরে কেমন কাজ করে। গবেষণায় সফল হয়েছেন চিকিৎসকেরা। ভবিষ্যতে এই গবেষণা চালিয়ে যাওয়ার কথাও বলেছেন তাঁরা। মানুষের শরীর থেকে পাওয়া রক্তের তুলনায় পরীক্ষাগারে তৈরি এই রক্তের আয়ুষ্কাল কত, ভবিষ্যতে তা বের করার চেষ্টাও করবেন গবেষকেরা। ১০ জন স্বেচ্ছাসেবকের ওপর কয়েক মাস ধরে এই পরীক্ষা চালাবেন তাঁরা। যুক্তরাজ্যের গবেষকেরা জানিয়েছেন, কৃত্রিম রক্ত তৈরির ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ আছে। সাধারণ রক্তদান পদ্ধতিতে যে খরচ হয়, কৃত্রিম রক্ত তৈরিতে খরচ হবে তার চেয়ে অনেক বেশি। তা ছাড়া রক্তদানের বিকল্প হিসেবে পরীক্ষাগারে তৈরি রক্ত ব্যবহার করাটা গবেষকদের উদ্দেশ্য নয়। তাঁদের পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে, গুরুত্বপূর্ণ ও দুর্লভ গ্রুপের রক্ত তৈরি করা। যা চাইলেই সব সময় পাওয়া যায় না। তবে যথেষ্ট কৃত্রিম রক্ত তৈরি করতে হলে এ ক্ষেত্রে আরও গবেষণা প্রয়োজন।