বানরের ছবি স্মিথসোনিয়ান ম্যাগাজিনে, আছে বাংলাদেশেরও
গাছের ডালে দোল খাওয়ার কারণে বানর নাম পেয়েছে শাখামৃগ। শুধু গাছের ডালে এর বিচরণ নয়, বরফের রাজ্যে থেকে শুরু করে মরুভূমিতে এদের পাওয়া যায়। বিচিত্র সব পরিবেশে এরা জীবনযাপন করে। কৌতূহলী এই প্রাণীদের কাছ থেকে দেখার জন্য এখানে স্থিথসোনিয়ান ম্যাগাজিনের ফটো কনটেস্টে উঠে আসা বানরদের দেখা যাবে। এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার বনগুলোর উঁচু গাছের ডালে সাধারণত বানরদের দেখা যায়, আমাদের দেশে এদের খুঁজে পাওয়া খুব কঠিন না। দ্রুতগতি আর সাধারণত আকারে ছোট হওয়ায় বনে বাদারে সামনে না এলে এদের দেখা যায় না। গাছের ডাল থেকে ডালে এরা অবলীলায় লাফিয়ে বেড়ায়। সাধারণত লম্বা লেজ থাকে বলে অন্য বানরজাতীয় প্রাণী থেকে এদের আলাদা করা যায় সহজে। পৃথিবীতে ২৫০টির বেশি ভিন্ন প্রজাতির বানর দেখা যায়। এদের প্রজাতির ধরন আর জীবন অত্যন্ত বৈচিত্র্যময়। চলো এক নজরে দেখা যাক।
১ / ১৪
২ / ১৪
আরও পড়ুন
৩ / ১৪
৪ / ১৪
৫ / ১৪
৬ / ১৪
আরও পড়ুন
৭ / ১৪
৮ / ১৪
৯ / ১৪
আরও পড়ুন
১০ / ১৪
১১ / ১৪
১২ / ১৪
১৩ / ১৪
১৪ / ১৪
আরও পড়ুন