বানরের ছবি স্মিথসোনিয়ান ম্যাগাজিনে, আছে বাংলাদেশেরও

গাছের ডালে দোল খাওয়ার কারণে বানর নাম পেয়েছে শাখামৃগ। শুধু গাছের ডালে এর বিচরণ নয়, বরফের রাজ্যে থেকে শুরু করে মরুভূমিতে এদের পাওয়া যায়। বিচিত্র সব পরিবেশে এরা জীবনযাপন করে। কৌতূহলী এই প্রাণীদের কাছ থেকে দেখার জন্য এখানে স্থিথসোনিয়ান ম্যাগাজিনের ফটো কনটেস্টে উঠে আসা বানরদের দেখা যাবে। এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার বনগুলোর উঁচু গাছের ডালে সাধারণত বানরদের দেখা যায়, আমাদের দেশে এদের খুঁজে পাওয়া খুব কঠিন না। দ্রুতগতি আর সাধারণত আকারে ছোট হওয়ায় বনে বাদারে সামনে না এলে এদের দেখা যায় না। গাছের ডাল থেকে ডালে এরা অবলীলায় লাফিয়ে বেড়ায়। সাধারণত লম্বা লেজ থাকে বলে অন্য বানরজাতীয় প্রাণী থেকে এদের আলাদা করা যায় সহজে। পৃথিবীতে ২৫০টির বেশি ভিন্ন প্রজাতির বানর দেখা যায়। এদের প্রজাতির ধরন আর জীবন অত্যন্ত বৈচিত্র্যময়। চলো এক নজরে দেখা যাক।

১ / ১৪
তুষারে ঢাকা শানশিরে তিনটি স্বর্ণালি স্নাব-নোজ বানর একসঙ্গে জড়ো হয়ে উষ্ণ থাকার চেষ্টা করছে।
ছবি: মিনকিয়াং লু, চীন, ২০২০
২ / ১৪
বানর সাধারণত শিকারিদের থেকে দূরে থাকতে এবং গাছের ডাল থেকে খাবার সংগ্রহ করতে উঁচু গাছে থাকতে পছন্দ করে।
ছবি: তিয়ানই জিয়ং, চীন, ২০২১
আরও পড়ুন
৩ / ১৪
দুটি কাঠবিড়ালি বানর ওসা উপদ্বীপের রেইনফরেস্টে ঘুরে বেড়াচ্ছে।
ছবি: রবিন ক্যানফিল্ড, কোস্টারিকা, ২০২২
৪ / ১৪
একেবারে পরিবেশের সঙ্গে মিশে যায়নি এই লাল-মুখো তুষারবানরেরা। ঠাণ্ডা আবহাওয়ার পাথুরে এলাকায় ঠিকই স্পষ্টভাবে এদের চোখে পড়ে।
ছবি: তাকাহিরো গামো, জাপান, ২০২২
৫ / ১৪
ইথিওপিয়ার সিমিয়েন পর্বতমালার একটি প্রতীকী প্রাণী গেলাদা বানর। নিজেকে চিতাবাঘের হাত থেকে রক্ষা করতে রাতের বেলা দুর্গম খাড়ি পাহাড়ের সরু প্রান্তে এরা অবস্থান করে।
ছবি: তুরগাই উজার, ইথিওপিয়া, ২০২৩
৬ / ১৪
একটি বন্য গেলাদা বানর স্যাঁতসেঁতে ও কুয়াশাচ্ছন্ন সকালে অন্য বানরের সঙ্গে জড়ো হয়ে আছে।
ছবি: বিং লিন, ইথিওপিয়া, ২০১৮
আরও পড়ুন
৭ / ১৪
এই বানরের ডানার দরকার নেই। ছবিতে একটি বানর বাতাসে উড়ে চলেছে, বাহুতে ধরে রেখেছে নিজের সবচেয়ে মূল্যবান সম্পদ।
ছবি: গ্রাহাম গাই, মালয়েশিয়া, ২০২০
৮ / ১৪
ফায়ার’স লিফ বানর নিজেদের গাঢ় পশম ও ফ্যাকাশে ত্বকের জন্য পরিচিত।
ছবি: নাফিস আমিন, বাংলাদেশ, ২০২২
৯ / ১৪
একটি বানর পর্বতের চূড়ায় নিজের বড় দাঁত দেখিয়ে মুখ হা করে আছে।
ছবি: সুয়ে তুন, মিয়ানমার, ২০২৪
আরও পড়ুন
১০ / ১৪
বর্নিওর একটি নদীর ধারে রুপালি লিফ বানর পাতা খাচ্ছে।
ছবি: অপূর্ব দাস, মালয়েশিয়া, ২০২৪
১১ / ১৪
প্রোবোসিস বানর বড় নাকের জন্য পরিচিত। কেউ কেউ এটিকে বিশাল আকারের বলে বর্ণনা করেন, বানরেরা হয়তো এই মন্তব্যের সঙ্গে একমত নাও হতে পারে!
ছবি: বার্নহার্ড শুবার্ট, মালয়েশিয়া, ২০১৯
১২ / ১৪
কিছু লিফ প্রজাতির বানর ছানারা কমলা রঙের লোমযুক্ত হয়। এই প্রজাতির দলে শুধু মায়েরাই না, অন্য মেয়ে বানররাও বাচ্চাদের যত্ন নেয়।
ছবি: বার্নহার্ড শুবার্ট, মালয়েশিয়া, ২০১৭
আরও পড়ুন
১৩ / ১৪
একটি জাপানি মাকাক, যা স্নো বানর নামেও পরিচিত। মনে হচ্ছে কিছুক্ষণ ধ্যান করছে।
ছবি: মানস্কা মুখোপাধ্যায়, জাপান, ২০২৪
১৪ / ১৪
বেশিরভাগ হাওলার বানর সাধারণত বনাঞ্চলের উঁচু ডালে বসবাস করে। এই যেমন বেগুনি-নীল রঙের শেডযুক্ত বানরটি।
ছবি: হান্স ওয়াজেমেকার, ব্রাজিল, ২০২৪
আরও পড়ুন