মারা গেছেন বিশ্বের সবচেয়ে বেশি বয়সী পুরুষ

হুয়ান ভিসেন্তে

১১৪ বছরের দীর্ঘজীবন শেষে ২ এপ্রিল মঙ্গলবার প্রয়াত হয়েছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ হুয়ান ভিসেন্তে পেরেজ মোরা। ‘তিও’ ডাকনামে পরিচিত এই ব্যক্তি ছিলেন দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার নাগরিক। স্থানীয় সরকারি কর্মকর্তা ও পারিবারিক সূত্র হুয়ান মোরার মৃত্যুর খবর সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে। যদি তিনি আরও এক মাস বেঁচে থাকতেন, তাহলে তাঁর বয়স হতো ১১৫ বছর। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে সমাপ্তি ঘটল এক দীর্ঘ যুগের প্রত্যক্ষদর্শী, যিনি বিংশ শতাব্দীর অসংখ্য ঘটনাবলির সাক্ষী ছিলেন।

হুয়ান ভিসেন্তে পেরেজ মোরার মৃত্যুতে শোক প্রকাশ করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো একটি টুইটে বলেছেন, ‘দীর্ঘ ১১৪ বছরের জীবনযাত্রা শেষে হুয়ান ভিসেন্তে পেরেজ মোরা আজ চিরবিদায় নিয়েছেন।’

১৯০৯ সালের ২৭ মে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার তাচিরা রাজ্যের এল কোবরে শহরে কৃষক পরিবারে জন্ম হুয়ানের। ১০ ভাইবোনের মধ্যে নবম ছিলেন তিনি। হুয়ান ভিসেন্তে তাঁর পারিবারিক পেশা কৃষিকেই জীবিকা হিসেবে নেন। দীর্ঘজীবনে তিনি নিজের বিশাল পরিবারে চার প্রজন্মকে দেখে গেছেন। স্ত্রী এদিওফিনা দেল রোজারিও গার্সিয়ার সঙ্গে ৬০ বছরের দাম্পত্য জীবনে তাঁর ১১ সন্তান আছে। ২০২২ সাল পর্যন্ত তিনি ৪১ নাতি-নাতনির মুখ দেখেছেন।

দীর্ঘ ১১৪ বছরের জীবনযাত্রা শেষে হুয়ান ভিসেন্তে পেরেজ মোরা আজ চিরবিদায় নিয়েছেন
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো

২০২২ সালের ১৮ জানুয়ারি স্পেনের স্যাটার্নিনো দে লা ফুয়েন্তে গার্সিয়া ১১২ বছর ৩৪১ দিন বয়সে মারা যাওয়ার পর হুয়ান মোরা বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত পুরুষ হিসেবে স্বীকৃতি পান। ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি বিশ্বের যাবতীয় রেকর্ড নথিবদ্ধকারী সংস্থা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাঁকে আনুষ্ঠানিকভাবে এ স্বীকৃতি দেয়। তখন তাঁর বয়স ছিল ১১২ বছর ২৫৩ দিন।

আরও পড়ুন

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, হুয়ান মোরা একটি কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। মাত্র পাঁচ বছর বয়সে তিনি তাঁর বাবা ও ভাইদের সঙ্গে আখ ও কফিখেতে কাজ শুরু করেন। পরবর্তী সময়ে তিনি এল কোবরে শহরের শেরিফ, অর্থাৎ প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। শেরিফ হওয়ার পরও তিনি কৃষিকাজ চালিয়ে যান। হুয়ান মোরা সারা জীবন কঠোর পরিশ্রমী ও কর্মঠ জীবন যাপন করেছেন।

‘তিও ভিসেন্তে’র জীবন ঘটনাবহুল। বিংশ শতাব্দীর অসংখ্য ঐতিহাসিক ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন তিনি। প্রথম বিশ্বযুদ্ধ, স্প্যানিশ ফ্লু মহামারি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, শীতল যুদ্ধ, সোভিয়েত ইউনিয়নের পতনের মতো ঘটনাবলি তাঁর জীবদ্দশায় ঘটেছে।

আরও পড়ুন