যে কারণে বর্ষসেরা উদীয়মান নারী ক্রিকেটারের তালিকায় মারুফা
সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ২০২৩ সালের সেরা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। চারটি ক্যাটাগরিতে চারজন ক্রিকেটারের নাম প্রকাশিত হয়েছে ৩ জানুয়ারি, বুধবার। প্রতিটি ক্যাটাগরি থেকে একজনকে বিজয়ী ঘোষণা করা হবে। সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হবেন বিজয়ী। এই লড়াইয়ে আছেন একজন বাংলাদেশি ক্রিকেটারও। তাঁর নাম মারুফা আক্তার।
২০২৩ সালের বর্ষসেরা উদীয়মান নারী ক্রিকেটারের তালিকায় রয়েছেন নীলফামারীর এই পেসার। ইতিমধ্যে গতি ও সুইং দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছেন। ২০২২ সালের ডিসেম্বরে অভিষেক হয়েছে। প্রায় এক বছর জাতীয় দলে খেলেই শীর্ষ তালিকায় চলে এসেছেন। কেমন ছিল তাঁর সারা বছরের পারফরম্যান্স?
গত বছর ফেব্রুয়ারিতে আয়োজিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মাত্র কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পান মারুফা। তবে নিজের প্রথম বড় টুর্নামেন্টে তা বুঝতে দেননি কাউকে। বিশ্বকাপের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে ২৩ রানে ৩ উইকেট নেন। টানা দুই বলে দুই উইকেট নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনে ধ্বস নামিয়ে দিয়েছিলেন একাই। ৬.৩১ ইকোনমিতে ৪ উইকেট নিয়ে টুর্নামেন্ট শেষ করেন তিনি।
১৮ বছর বয়সী এই ক্রিকেটার বছরের মাঝামাঝি সময়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সাদা বলের ক্রিকেটে আরও প্রভাব বিস্তার করেছিলেন। পাশাপাশি বছরের শেষের দিকে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এ পেসার।
এক দিনের ম্যাচে ২৪.৭৭ গড়ে ৯ উইকেট তুলে নিয়েছেন মারুফা। পাশাপাশি টি-টোয়েন্টিতে ২৩.৩০ গড়ে নিয়েছেন ১০ উইকেট।
তাঁর সঙ্গে আরও যে তিন নারী ক্রিকেটার তালিকায় জায়গা পেয়েছেন, তাঁরা হলেন ইংল্যান্ডের লরেন বেল, স্কটল্যান্ডের ডার্সি কার্টার এবং অস্ট্রেলিয়ার ফিবি লিচফিল্ড।
লরেন বেল টেস্টে ৬টি, ওয়ানডেতে ৭টি, টি-টোয়েন্টিতে ৯ উইকেটসহ মোট ২২টি উইকেট পেয়েছেন। ডার্সি কার্টার ২২৪ রানের পাশাপাশি নিয়েছেন ১৩ উইকেট। আর ফিবি লিচফিল্ড করেছেন মোট ৫১৯ রান। এর মধ্যে টেস্টে ৮৭ রান, ওয়ানডেতে ৩৪৪ রান ও টি-টোয়েন্টিতে করেছেন ৮৮ রান।
তোমরা যেকেউ চাইলেই বাংলাদেশের মারুফা আক্তারকে ভোট দিয়ে সেরা নারী উদীয়মান ক্রিকেটার বানাতে পারো। ভোট দিতে এই লিংকে ক্লিক করো: ২০২৩ সালের সেরা ক্রিকেটার
ভোট দিতে গেলে তোমরা আরও কিছু পুরস্কারের ব্যাপারে জানতে পারবে। সেখানে অবশ্য নেই কোনো বাংলাদেশি ক্রিকেটার। যেমন বর্ষসেরা উদীয়মান পুরুষ ক্রিকেটারের তালিকায় রয়েছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, ভারতের যশস্বী জয়সোয়াল, দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েৎজি এবং শ্রীলঙ্কার দিলশান মাদুশঙ্কা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টির বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের তালিকায় আছেন নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান, উগান্ডার আল্পেশ রামজানি, জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও ভারতের সূর্যকুমার যাদব।
আন্তর্জাতিক টি-টোয়েন্টির বর্ষসেরা নারী ক্রিকেটারের তালিকায় রয়েছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, ইংল্যান্ডের সোফি একলেস্টোন, ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুস ও অস্ট্রেলিয়ার এলিস পেরি।
সূত্র: আইসিসি