বিশ্বের প্রাচীনতম ৭ মুদ্রা, যা আজও ব্যবহৃত হয়

বিশ্বের সব দেশে লেনদেনের জন্য মুদ্রা রয়েছে। দেশভেদে মুদ্রার মান ভিন্ন। বর্তমানে বিশ্বের ১৯৭টি স্বীকৃত দেশে ১৮০টি মুদ্রা প্রচলিত আছে। এগুলোর মধ্যে কয়েকটি মুদ্রা আজ থেকে প্রায় হাজার বছর আগে যেমন প্রচলিত ছিল, এখনো এই মুদ্রা লেনদেনে ব্যবহৃত হচ্ছে। বর্তমানে ব্যবহৃত হয় কিন্তু অনেক পুরোনো—এমন ৭টি মুদ্রার কথা আজ তোমাদের জানাব।

ডোমিনিকান পেসো

চালু হয়েছে: ১৮৮৪ সালে

ব্যবহারকারী: রিপাবলিক অব ডোমিনিকান

প্রতীক: $, RD$

২০১১ সাল থেকে ডোমিনিকান প্রজাতন্ত্রের সরকারি মুদ্রা হিসেবে স্বীকৃতি পায় ডোমিনিকান পেসো। তবে এই মুদ্রা চালু হয়েছে আজ থেকে ১৮০ বছর আগে—১৮৮৪ সালে। দেশটিকে দুই ধাপে স্পেন ও যুক্তরাষ্ট্র শাসন করেছে। ফলে বর্তমানে পেসোর পাশাপাশি মার্কিন ডলারও দেশটিতে ব্যবহৃত হয়। এই মুদ্রায় নারীদের ছবি সবচেয়ে কম ব্যবহৃত হয়েছে। এখন পর্যন্ত মাত্র চারজন নারীর ছবি জায়গা পেয়েছে ডোমিনিকান পেসোয়।

আরও পড়ুন

ফকল্যান্ড দ্বীপপুঞ্জের পাউন্ড

চালু হয়েছে: ১৮৩৩ সালে

ব্যবহারকারী: ফকল্যান্ড দ্বীপপুঞ্জ

প্রতীক: £

গ্রেট ব্রিটেন, দক্ষিণ আটলান্টিক মহাসাগরের ব্রিটিশ শাসিত অঞ্চল ও ফকল্যান্ড দ্বীপপুঞ্জের জাতীয় মুদ্রা পাউন্ড। এই মুদ্রার বয়স প্রায় ১৯১ বছর। ১৮৩৩ সালে ব্রিটিশরা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ দখল করার পর থেকে এখানে স্টার্লিং, পাউন্ড ও পেনি ব্যবহৃত হচ্ছে। দেশটির ৯টি ভিন্ন ভিন্ন মুদ্রায় রানি এলিজাবেথের ছবি রয়েছে। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ প্রায় ৭৪০টি দ্বীপ নিয়ে গঠিত। দেশটি স্বাধীন হলেও এখনো গ্রেট ব্রিটেন প্রতিরক্ষা পরিষেবা দিয়ে যাচ্ছে। আর এই দ্বীপে আছে ১০ লাখের বেশি পেঙ্গুইন।

আরও পড়ুন

হাইতিয়ান গৌর্দে

চালু হয়েছে: ১৮১৩ সালে

ব্যবহারকারী: রিপাবলিক অব হাইতি

প্রতীক: G

রিপাবলিক অব হাইতির সরকারি মুদ্রা গৌর্দে। এটি ফরাসি শব্দ গর্ডো থেকে এসেছে। এর অর্থ আটটি শক্ত টুকরা। ১৮১৩ সালে ফরাসি মুদ্রা পরিবর্তন করে প্রথম গৌর্দে প্রবর্তন করা হয়। শুরুর দিকে মুদ্রা তৈরি হতো রৌপ্য দিয়ে। হাইতিতে ১০, ২৫, ৫০, ১০০, ২৫০, ৫০০ ও ১০০০ গৌর্দে পাওয়া যায়। আমেরিকার দরিদ্রতম দেশগুলোর মধ্যে একটা হাইতি।

আরও পড়ুন

মার্কিন ডলার

চালু হয়েছে: ১৭৯২ সালে

ব্যবহারকারী: যুক্তরাষ্ট্র, কম্বোডিয়া, ইকুয়েডর, পানামা, জিম্বাবুয়ে, সোমালিয়া, এল সালভাদর ও পুয়ের্তো রিকো

প্রতীক: $

আজ থেকে ২৩২ বছর আগে ১৭৯২ সালের ২ এপ্রিল মার্কিন ডলারের পথচলা শুরু হয়েছে। এর আগে দেশটির মুদ্রা ছিল স্টার্লিং। বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম প্রধান মুদ্রা ডলার। ডলারের সবচেয়ে বড় মুদ্রা ১০ হাজার ডলার। তবে এখন আর এই নোটটি খুব একটা দেখা যায় না। কারণ, বেশির ভাগ ১০ হাজার ডলারের নোট রয়েছে জাদুঘরে।

আরও পড়ুন

সার্বিয়ান দিনার

চালু হয়েছে: ১২১৪ সালে

ব্যবহারকারী: সার্বিয়া

প্রতীক: din/RSD

আজ থেকে ৮১০ বছর আগে চালু হয়েছে সার্বিয়ান দিনার। ১২১৪ সালে বলকান রাষ্ট্র সার্বিয়ার রাজা স্টেফান নেমানজিচের রাজত্বকালে এই মুদ্রা প্রচলিত হয়। এসব দিনারে সার্বিয়ার বিখ্যাত ব্যক্তিবর্গ, বিভিন্ন সম্প্রদায় ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভের ছবি রয়েছে। বর্তমানে ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০, ১০০০, ২০০০ ও ৫০০০ দিনারের নোট চালু আছে। এক মার্কিন ডলারে প্রায় ১২০ সার্বিয়ান দিনার হয়।

আরও পড়ুন

রাশিয়ান রুবল

চালু হয়েছে: ত্রয়োদশ শতাব্দী

ব্যবহারকারী: রাশিয়া

প্রতীক:

বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম মুদ্রা রাশিয়ান রুবল। অনুমানিক ত্রয়োদশ শতাব্দীতে এই মুদ্রা চালু হয়। তবে ১৯৯২ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার আগপর্যন্ত এ মুদ্রায় নানা পরিবর্তন হয়েছে। এর রাশিয়া গঠিত হলে সোভিয়েত রুবল হয়ে যায় রাশিয়ান রুবল। একসময় এ মুদ্রার তেমন প্রচলন ছিল না। কিন্তু বর্তমানে তেল ও প্রাকৃতিক গ্যাস বাণিজ্যের প্রধান মুদ্রাগুলোর একটা রাশিয়ান রুবল।

ব্রিটিশ পাউন্ড

চালু হয়েছে: ৮০০ সাল

ব্যবহারকারী: যুক্তরাজ্য ও ৯টি ব্রিটিশ অঞ্চল

প্রতীক: £

ব্রিটিশ পাউন্ড বিশ্বের সবচেয়ে প্রাচীন মুদ্রা, যা এখনো টিকে আছে। এখন থেকে প্রায় ১ হাজার ২২৪ বছর আগে এই মুদ্রার প্রচলন হয়েছিল। এরপর শত শত যুগ পেরিয়ে গেলেও এই মুদ্রা বিলুপ্ত হয়নি। এর আসল নাম ব্রিটিশ স্টার্লিং, ডাকনাম পাউন্ড। ডাকনামটা লাতিন শব্দ থেকে এসেছে। এর অর্থ তুলা। ঐতিহাসিকভাবে এর আরও অনেক ডাকনাম ছিল। যেমন ট্যানার, বব বা কুইড। মার্কিন ডলার, জাপানি ইয়েন ও ইউরোর পরে ব্রিটিশ পাউন্ড বিশ্বের চতুর্থ সর্বাধিক প্রচলিত মুদ্রা। পাউন্ডের প্রথম কাগজের মুদ্রা বাজারে আসে ১৬৯৪ সালে।

সূত্র: ওল্ডেস্ট ডট অর্গ ও ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট ডট কম

আরও পড়ুন