প্রাণীদের মজার ছবি

‘নিকন কমেডি ওয়াইল্ডলাইফ অ্যাওয়ার্ড’ একটি বিখ্যাত ফটোগ্রাফি প্রতিযোগিতা। প্রাণীদের মজার ছবি তোলাকে প্রচার করে এই প্রতিযোগিতা। প্রতিবছরের মতো এবারও বন্য প্রাণীর মজার ভঙ্গিমার ছবি তুলে জমা দিয়েছিলেন বিশ্বের নানা দেশের পেশাদার ও শখের ফটোগ্রাফাররা।

এ প্রতিযোগিতায় ৯টি ক্যাটাগরিতে ৯৮টি দেশের মোট ৯ হাজারের মতো ছবি জমা পড়েছে। এর মধ্য থেকে ৪০টি ছবি বাছাই করেছেন কমেডি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডের বিচারকেরা। আগামী ১০ ডিসেম্বর এ বছরের সেরা ছবি ঘোষণা করা হবে। এ প্রতিযোগিতায় নির্বাচিত কিছু মজার ছবি কিশোর আলোর পাঠকদের জন্য তুলে ধরা হলো।

হাসতে আমি পারি

জার্মানির হেলিগোল্যান্ড দ্বীপের তোলা এই ছবিতে নবজাতক সিলটি যেন কোনো মজার ঘটনায় হাসছে। ছবি তুলেছেন ইঙ্গো হ্যামান।

ম্যান্টিস নাচ

ম্যান্টিস পোকার নাচের এই ছবি তুলেছেন ফটোগ্রাফার হোসে মিগুয়েল গ্যালেগো মোলিনা। একদিন স্পেনের ওন্ডায় শহরে এক জলাভূমির পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি। হঠাৎ তাঁর চোখ পড়ল একটা ফ্লেমিশ ম্যান্টিসের রঙিন পালকের ওপর। সেই মুহূর্তে গাড়ি থামিয়ে দরজা খুলে ক্যামেরা হাতে মাটিতে শুয়ে এই নাচের ছবি ক্যামেরাবন্দী করেন তিনি।

আরও পড়ুন

স্পিড স্কেটার

ছবিটি জাপানের হোক্কাইডোর রাউসু উপকূলের। যেখানে সাদা বরফে শিকার ধরে আছে স্টেলার সামুদ্রিক ঈগল। এর ওপর পড়েছে সূর্যের আলো। মার্ক মেথ-কোন এই অসাধারণ দৃশ্যের ছবি তুলেছেন।

আরও পড়ুন

রকস্টার

ছবিটিতে একটি ফ্যান-থ্রোটেড টিকটিকি লেজে ভর দিয়ে একটি লাঠি ধরে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে, গান গাচ্ছে পেট ফুলিয়ে। এই টিকটিকিরা পরিচিত গলার নিচের রঙিন পাখার কারণে। ভারতীয় উপমহাদেশে এই টিকটিকি পাওয়া যায়। এরা পরিবর্তিত জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে এই এলাকার পরিবেশে টিকে থাকার চেষ্টা করছে। ছবিটি তুলেছেন সঞ্জয় প্যাটেল।

রেজারবিল আসছে

আয়ারল্যান্ডের সল্টি দ্বীপপুঞ্জে নড়বড়ে অবস্থায় অবতরণের চেষ্টা করছে একটি রেজারবিল। নিচে এর জন্য অপেক্ষা করছে আরও চারটি রেজারবিল। ছবিটি তুলেছেন ইনেস গোডিনেজ।

আরও পড়ুন

ইংল্যান্ড ক্রিকেটের নতুন গোপন অস্ত্র

ছবিটির প্রাণী হলো সিফাকা। দেখতে কিছুটা বানরের মতো। ছবিটি তোলা হয়েছে মাদাগাস্কারে। শুধু মাদাগাস্কারের দ্বীপেই এদের দেখা মেলে। এই সিফাকাটির ভঙ্গি দেখে বল করছে বলে মনে হচ্ছে। ছবিটি তুলেছেন অ্যান্ডি রাউস।

ভাবুক শিম্পাঞ্জি

অরবিন্দ মোহনদাসের তোলা এই ছবি উগান্ডার জঙ্গলের। তিনি জঙ্গলটি পর্যবেক্ষণ করার সময় দেখতে পান, প্রায় ৫০টি শিম্পাঞ্জি কিছু ভাবছে।

আরও পড়ুন

লুকোচুরি

ছবিটি কেনিয়ার সাফারি পার্কে তোলা। ছবিটি দেখে মনে হচ্ছে, একটি চিতা গাছের আড়ালে দাঁড়িয়ে শিকার ধরার জন্য অপেক্ষা করছে। আসলে চিতাটি এর নিজের এলাকার গাছে আঁচড় দিয়ে চিহ্নিত করছে। চিতার উপস্থিতিতে টের পেয়ে সতর্ক অবস্থানে আছে টপি (দেখতে হরিণের মতো)। লেসলি ম্যাক্লিওডের তোলা ছবি।

অদলবদল

ছবিটি দেখে একটু আবাক হতে হয়। একটি ঈগল ও একটি মাছ উড়ছে। মূলত ঈগলটি শিকার ধরতে ব্যর্থ হয়েছে। ছবিটি তুলেছেন পোল্যান্ডের ফটোগ্রাফার সেমিসওয়াফ ইয়াকুবজেক।

আরও পড়ুন
১০

কাঠবিড়ালির (জিজেল) গান

অস্ট্রিয়ার ভিয়েনায় একটি কাঠবিড়ালি মাঠে দাঁড়িয়ে খাবার খাচ্ছে। তবে দেখে মনে হচ্ছে, কাঠবিড়ালিটি মনের সুখে গান গাচ্ছে। জার্মান ভাষায় কাঠবিড়ালিকে বলে জিজেল। ছবিটি ক্যামেরাবন্দী করেছেন ক্যাথ অ্যাগিস।

সূত্র: দ্য গার্ডিয়ান, সায়েন্স ফোকাস, ফোর্বস, নিকন কমেডি ওয়াইল্ডলাইফ অ্যাওয়ার্ড ডটকম

আরও পড়ুন