ড্রাগন অ্যান্ড মার্শমেলো - ১১
বাচ্চা ড্রাগন কী খায়
এশিয়া সিট্রোর জনপ্রিয় কিশোর সিরিজ ‘জোয়ি অ্যান্ড সাসাফ্রাস’। জোয়ির বিড়ালের নাম সাসাফ্রাস। নিজের বিড়ালকে নিয়ে জোয়ি বিভিন্ন বৈজ্ঞানিক কর্মকাণ্ড করে। সেসব কর্মকাণ্ডই উঠে এসেছে সিরিজের প্রথম বই ‘ড্রাগন অ্যান্ড মার্শমেলো’তে। কিশোর আলোর পাঠকদের জন্য বইটি ধারাবাহিকভাবে রূপান্তর করছেন কাজী আকাশ।
শস্যাগারে গিয়ে দেখলাম মার্শমেলো ঘুমাচ্ছে। ওর পানি পানের প্লেটে ভরে চুপচাপ পাশে বসে রইলাম। ছোট্ট ড্রাগনটার জন্য কোন খাবার স্বাস্থ্যকর হবে, তা-ই ভাবছিলাম। মা বলেছিলেন, এসব জাদুকরি প্রাণীর খাবারের সঙ্গে সাধারণ প্রাণীদের খাবারের সম্পর্ক থাকতে পারে। তাই কিছুটা পড়ালেখা করতে হবে আমাকে। খুঁজে দেখতে হবে, বাচ্চা ড্রাগনটার জন্য খাবার কীভাবে প্রস্তুত করা যায়। হয়তো সাধারণ কোনো প্রাণীর খাবার খেতে পারবে মার্শমেলো। যেমন ডানাওয়ালা শিয়ালের সঙ্গে পাখির সম্পর্ক ছিল। অর্থাৎ পাখি যে খাবার খায়, ওই জাদুকরি শেয়ালও সেই খাবার খেত।
দৌড়ে বুকশেলফের কাছে গেলাম আমি। দ্রুত বুকশেলফের বইগুলো দেখছিলাম। হ্যাঁ, ওই তো একটা পেয়েছি! দ্বিতীয় শেলফে সরীসৃপের যত্ন ও খাওয়া সম্পর্কে একটা বই পেলাম। এই বইয়ে সরীসৃপের খাবারের ব্যাপারে লেখা আছে। এটাই তো খুঁজছিলাম আমি!
বইয়ে লেখা আছে:
আপনার পোষা সরীসৃপটি মাংসাশী, সর্বভুক বা তৃণভোজী। প্রথমে জানতে হবে, এর মধ্যে আপনার পোষা প্রাণীটি কোন ধরনের। সে অনুযায়ী ওকে খাবার দিতে হবে। যদি আপনার সরীসৃপ মাংসাশী হয়, তাহলে মাংস আছে এমন খাবার দিন। অনেক মাংসাশী সরীসৃপ প্রাণীর মাংস পছন্দ করে। যেমন ইঁদুর বা মাছ। আবার কিছু মাংসাশী সরীসৃপ কেঁচো বা পোকা জাতীয় কম মাংসের প্রাণীও পছন্দ করে। আপনার সরীসৃপ যদি নিরামিষাশী হয়, তাহলে উদ্ভিদজাতীয় খাবার যেমন শাকসবজি দিতে পারেন। আর পোষা প্রাণীটি সর্বভুক হলে মাংস আর উদ্ভিদ উভয় খাবারই দিতে পারেন।
নষ্ট করার মতো সময় ছিল না আমার কাছে। মার্শমেলো মাংসাশী, তৃণভোজী নাকি সর্বভুক?
দৌড়ে বাসায় গেলাম। মার্শমেলো কোন ধরণের প্রাণী, তা আমাকে জানতেই হবে। বাসায় ঢুকতে ঢুকতে দুশ্চিন্তা দূর করতে লাগলাম। কারণ, মাথায় একটা বুদ্ধি এসেছে। একটা পরীক্ষা করতে হবে। এই পরীক্ষার মাধ্যমে জানতে পারব যে ছোট্ট ড্রাগনটা কোন ধরণের প্রাণী। মাংসাশী, তৃণভোজী নাকি সর্বভুক! একটু অপেক্ষা করো ছোট্ট বন্ধু!
চলবে…
মূল: এশিয়া সিট্রো
রূপান্তর: কাজী আকাশ
ইলাস্ট্রেশন: মারিয়ন লিন্ডসে
*এশিয়া সিট্রো আগে ছিলেন শিক্ষক। চাকরি ছেড়ে বর্তমানে তিনি পূর্ণকালীন লেখক। স্বামী, দুই সন্তান আর দুটি দুষ্টু বিড়াল নিয়ে দিন কাটে মার্কিন এই লেখকের। ‘জোয়ি অ্যান্ড সাসাফ্রাস’ এশিয়া সিট্রোর জনপ্রিয় সিরিজ। এখন পর্যন্ত এ সিরিজের ৯টি বই প্রকাশিত হয়েছে।